
30/06/2025
সমগ্র বাংলাদেশের যখন সেভয় এর ডিসকোন খাওয়া শেষ তখন আমার মনে হলো জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে থাকা যাবে না...রিস্ক নিয়ে কিনে ফেললাম 🙂
আইসক্রিমের গায়ে যে ছবিটা দেওয়া তাতে দেখলাম প্রচুর বাদাম দেওয়া কিন্তু আমি খেতে গিয়ে কোন বাদাম পাইনি😒
উপরের চকলেটের লেয়ার খেতে খেতে আপনার মনে হবে আপনি জিতছেন....কিন্তু চকলেটের লেয়ার শেষ হলেই কাহিনি শুরু... কাপা কাপা হাতে কফি ফ্লেভারের লেয়ার খাবেন আর আপনার মনে পড়বে কচকচে ১০০ টাকার নোটটার কথা....🥲
কিন্তু মন শক্ত করে আপনি ৩য় লেয়ারের অপেক্ষা করবেন...🙃 ততক্ষণে আপনি উপলব্ধি করবেন ডিসকোন একা খাওয়ার জিনিস নয়... কারো সাথে শেয়ারে কিনলে লাভ হতো...🫣
আপনি যখন ৩য় লেয়ারের আশায় ২য় লেয়ার খেয়েই যাচ্ছেন ঠিক তখন আপনার গলা এবং পেট বহু বার অনুরোধ করবে ভাই আর গিলিস না আমাদের দম বন্ধ হয়ে আসছে...😁 কিন্তু আপনি সেব্যাপারে ভ্রুক্ষেপও করবেন না...🥱
অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ..... আপনি ৩য় লেয়ারে পৌঁছে গেছেন.... আপনার হাত বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে গলিত চকলেট... এগুলো কে ভুলেও চকলেট ভাববেন না এগুলো হলো ঐ চকচকে ১০০ টাকার গলিত অবয়ব...😭
আপনি ১০০ টাকার মায়ার টানে যখন ৩য় লেয়ার শেষ করতে ব্যাস্ত ততক্ষণে আপনার মন, গলা, পেট নিস্তব্ধ হয়ে গিয়েছে... তাদের চিৎকার করার ক্ষমতা ঐ গলিত চকলেট কেরে নিয়েছে....আপনি গলিত চকলেটের শেষ প্রান্তে এসে শেষবারের মতো ১০০ টাকার কথা মনে করে নিজেকে শান্তনা দিবেন, মানুষ বাঁচেই বা কয়দিন 🥲