27/09/2024
আমরা মানুষ আমরা মানুষ নামক উপাধি নিয়ে বোসে আছি। কিন্তুু আমরা সকল ক্ষেত্রে আসলেই কি মানবিক, না, আমরা মানবিক না।
আমরা পৃথিবীটাকে সুধু আমাদের প্রয়োজনে ব্যাবহার করি, এ পৃথিবীতে যা আমাদের প্রয়োজনের সেগুলো ব্যাবহার করছি, তাতে অন্যের প্রান নিতে হলে ও,আমরা আবার প্রানী জগৎ এর ভিতরে ও পড়ি। মজার ব্যাপার হলো কুকুর কখনো কুকুরের মাংস খায় না,তারা বুঝে সজাত, কিন্তুু মানুষ মানুষের মাংস খায়,সজাত মারে,আগুনে পুড়ায়, খমতা দেখায়,ধর্ম দেখায় কত কি.....কি আজব না?।
এত নোংরা একটা প্রানী জাতকে কি ভাবে পৃথিবীতে শ্রেষ্ট বলা যায়...? আবার মান, হুস দুটোই না কি মানুষের ভিতর আছে... কোই আমি তো দেখিনা...রাতের আঁধারের বেশ্যা পাড়ায় গেলে মান থেকে যায়..? আর মাতাল অবস্থায় পথ ভুলে গেলে হুস কোথায় যায়...।
বুদ্ধি বেশি আছে তাই পৃথিবী সহ পৃথিবীর বাইরের প্রকৃিতি দখল করতে পারলেও....প্রকৃতি কখনো মানুষের বুদ্বিতে চলে না, কিন্তুু প্রকৃিতিকে রাগিয়ে তুলতে আমরা মানুষ জাতি খুবই পোটু….মোনে থাকে না এদের ডাইনোসর ও এ জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছে..।
কারো ক্ষমতা চিরস্থায়ী না...আপনার বাঁচার অধিকার থাকলে এ জগৎ একটা ছোট্ট প্রানীর ও বাঁচার অধিকার রয়েছে। কিন্তুু আমরা আমাদের প্রয়োজন অপ্রয়োজনে তাদেরকে বঞ্চিত করি। একটা বিড়াল মাছের কাঁটা খেয়ে জীবন ধারন করতো এখন কাঁটা গুলো তাদের না দিয়ে সে গুলো ডার্সবিনে ফেলছি, জৈবসার তৈরি হবে।
স্বার্থের জন্য আমরা মানুষ মানুষকেই ছাড়ি না...অন্য প্রানীকুলকে কেন ছাড় দিবো..হা হা...হা
জন্ম দিয়ে দিয়ে মানুষ জাতি পৃথিবীর কিটে পরিনত হয়েছে, খুব বেশি দিন দেরি নয়,প্রকৃিতি মানুষ জাতীকে ও ক্ষমা করবে না,যেমন মানুষ জাতি ক্ষমা করেনি, সকল প্রানীকুলকে।
মানুষকে আমরা শ্রেষ্ট উপাধি বা মানুষ উপাধি দিয়েছি আমরা নিজেরাই, কি আজব ব্যাপার না? আমাদের প্রশংসা আমরা নিজেরাই করি,আমরা মহৎ,আমরা উদার, কত কি...
মানব জাতীকে আর যাই হোক শ্রেষ্ট জাতী বলা চলে না, স্বার্থপর জাতী বলা যেতে পারে,
আমাদের প্রয়োজনে প্রানী হয় সুন্দর খাবার,আমাদের প্রয়োজনে প্রানী হয় খাঁচায় আটকানো জানোয়ার।
আবার কিছু তো লাথি -উষ্ঠা খেয়ে জীবন বাঁচায় কারন তাদের খাবার গুলো ও তাদের হাতের নাগালে থাকে না,থাকে মানুষের হাতের নাগালে...
এত অন্যায় প্রকৃতি মেনে নিতে পারছে না, তাই একটু হলে ও তার রূপরেখা উপলব্ধি করা যাচ্ছে...
মানুষের ধংসের কারন মানুষ নিজেই হবে...এ দায় সুধু মানুষের। পুরো পৃথিবীটা ভুগছে আমাদের জন্য।
একটা বৃক্ষের মূল্য বুঝি না,কিন্তুু হাসপাতালে অস্ক্রিজেন সিলিন্ডার মূল বুঝি...হা হা হা... আজব এ জাতি মানব জাতি।