ভালোবাসার ক্যানভাস

ভালোবাসার ক্যানভাস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভালোবাসার ক্যানভাস, Digital creator, Bagerhat Town.

❤️‍🩹 পুরো জীবন নিঃসঙ্গতায় কাটুক, তবুও কোনো ভুল মানুষ, জীবনে না আসুক 💘
"" বাহিরের না..... ভেতরের সৌন্দর্যে বিশ্বাসী"" মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়েই... সততা এবং ঈমানের সহিত মৃত্যুর অপেক্ষায় আছি ❤️❤️

""" আকাশের দিকে তাকালেই মনে হয়..... এই বিশালতাই আমাকে শিখিয়েছে__  সব কিছু নিজের মধ্যে ধারণ করে...  শুধুমাত্র সৃষ্টিকর্তা...
16/09/2025

""" আকাশের দিকে তাকালেই মনে হয়..... এই বিশালতাই আমাকে শিখিয়েছে__ সব কিছু নিজের মধ্যে ধারণ করে... শুধুমাত্র সৃষ্টিকর্তার ফায়সালার জন্য ধৈর্য্য ধরে অপেক্ষা করাই শ্রেয়.... কারণ "নীরবতাই" উত্তম... """ আমি আমার "অন্তর্যামী" এর সকল সিদ্ধান্তে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ❤️❤️❤️❤️


04/07/2025

""" কোনো কারণ ছাড়াই, তোমাকে আরোও কিছুকাল ,বহুকাল..... মনে রাখবো আমি....যেভাবে শৈশবে সুঁতা ছিঁড়ে নিখোঁজ হওয়া শখের ঘুড়িটাকে মনে রেখেছি.... এযাবৎকাল """

"""" তোমায় মনে রাখবো মানে এই নয় যে, তোমার দেওয়া দুঃখ ভুলে যাব, শেঁকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব.....??🥰
ছোট্টো বেলায় কুঁড়িয়ে পাওয়া "বিড়াল" টা মারা যাবার পরে যে দুঃখটা হয়েছিল...তোমার দুঃখগুলোকে রাখবো সেই দুঃখের পাশে, মাঝে মাঝে রাতের গভীরে হাতড়ে হাতড়ে, নেড়েচেড়ে দেখবো সেগুলো, খুব বেশি দুঃখ হলে ছুটে যাবো রবীন্দ্রনাথের গানের কাছে, তবে তুমি যাহা চাও, তাই যেনো পাও, আমি যত দুঃখ পাই গো........
হতে পারে কারণ ছাড়াই এসব করবো""""""

🥰 আমি তোমায় পাইনি বলে, অন্যকেউ তোমায় পাবে না তা তো নয়, প্রকৃতি একপাশ ভেঙেচুরে নিয়ে.... অন্যপাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে____এটাই নিয়ম প্রকৃতির। ফুলের দোকানের দিকে আমি ফিরেও তাকাবো না আর, সন্ধ্যা গড়িয়ে এলে একটা মন ভাঙা কবিতা কিংবা প্রিয় কোনো লেখকের বই নিয়ে..... আমি ডুব দিবো বইয়ের পাতায়,শহরের....... এতোটুকুন বাতাসও তোমায় সে সংবাদ দিবে না, কেউ না,কখনো না, তুমি জানবে ও না কিছু "" 🥰

💜 তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি....এরকম তোমায় মনে রেখে, হাঁটতে হাঁটতে হঠাৎ যে কোনো সময়... আমি গিয়ে থামবো__ পৃথিবীর ওপাশে_ সেই মুহূর্তে যে মুহুর্তের জন্যই আমার অপেক্ষা....দুনিয়া আমার একদম ই আর ভালো লাগে না জানো...?? সত্যি বলছি মনেহয় যতো তাড়াতাড়ি সম্ভব এই ক্ষনস্থায়ী দুনিয়া থেকে আল্লাহ যেন আমায় মুক্তি দেন, পাড়ি জমাবো পরপারে...!!
তারপর হয়তো কোনো একদিন খবর টা দুর থেকে তমর কানেও পোঁছে যাবে.... শুনবে _তখন তুমি একটু হলেও বুঝতে পারবে_ জানতেও পারবে ..........""কাউকে শুধুমাত্র মনে পুষে রেখেও পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে পৌঁছানো যায় "মৃত্যুর" কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও.....!!

"" ভালো থাকুক ভালোবাসা ""
❤️ ভালো থাকা হয় যেনো.......... ❤️






"" সাম্প্রতিক সময়ে ফেসবুক-ইনস্টাগ্রাম জুড়ে এক মজার ট্রেন্ড ঘুরে বেড়াচ্ছে —     এক গ্লাস পানিতে মেশানো হলুদের গুড়া..... আ...
24/06/2025

"" সাম্প্রতিক সময়ে ফেসবুক-ইনস্টাগ্রাম জুড়ে এক মজার ট্রেন্ড ঘুরে বেড়াচ্ছে —

এক গ্লাস পানিতে মেশানো হলুদের গুড়া..... আর নিচে মোবাইলের ফ্ল্যাশলাইট। হঠাৎই দেখা যাচ্ছে একটা সোনালী ঝলকানো আলো! অনেকেই ভাবছেন, “এ আবার কেমন জাদু?”

আসলে এটা জাদু নয়, বরং এক মজার বিজ্ঞান — নাম যার Tyndall Effect।

➡️ যখন পানিতে হলুদের গুড়া দেওয়া হয়, তখন সেটা পুরোপুরি গলে না — বরং পানিতে ভেসে থাকে অতি সূক্ষ্ম কণার মতো। এ ধরনের মিশ্রণকে বলে কলোয়েড (colloid)।

➡️ এবার যদি নিচ থেকে ফ্ল্যাশলাইট বা টর্চের আলো দিলে, সেই আলো হলুদের কণাগুলোর সাথে ধাক্কা খায় ও চারদিকে ছড়িয়ে পড়ে।

এই ছড়িয়ে পড়া আলোর কারণেই গ্লাসের ভিতরে এক সোনালী-আবছা জ্যোতি দেখতে পাওয়া যায়।

এটা কেন ঘটে?

এই প্রক্রিয়ার নাম Tyndall Effect, এক ধরনের আলোক বিক্ষেপণ, যেখানে আলো কলোয়েডাল কণার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আলোক রশ্মি দৃশ্যমান হয়।

এই ঘটনা আরও দেখা যায়:

✅ কুয়াশায় গাড়ির হেডলাইট
✅ কফির মগে রোদ পড়লে
✅ ধুলাবালির ভেতর আলো চললে

🌼 কেন হলুদ?

হলুদে থাকে কারকিউমিন, যার রং হলুদাভ-সোনালী।
তাই আলো প্রতিফলিত হলে একদম সোনার মতো উজ্জ্বল ঝলক তৈরি হয়!

তাই যখনই আপনি হলুদের পানি গ্লাসে নিয়ে আলো ফেলছেন, মনে রাখবেন — আপনি শুধু একটা ট্রেন্ডে অংশ নিচ্ছেন না, আপনি বিজ্ঞানের একটি রোমাঞ্চকর এক্সপেরিমেন্ট উপভোগ করছেন!

""" চাইলেই তোমাদের মতো অনেককিছুই করতে পারি আমি ...... তোমরা যা পারো যেভাবে.... অকারণে নিশ্চিন্তে _স্বাভাবিক ভাবে__ অবলীল...
17/06/2025

""" চাইলেই তোমাদের মতো অনেককিছুই করতে পারি আমি ...... তোমরা যা পারো যেভাবে.... অকারণে নিশ্চিন্তে _স্বাভাবিক ভাবে__ অবলীলায় কথার ছুরিতে "ক্ষত-বিক্ষত" করতে.....! আমার ও আছে তোমাদের প্রত্যেক টা কথার জবাব, যুক্তি_প্রমান সহ আমিও পারি আরো দিগুণ ভাবে ফেরত দিতে.. "" এসব ফেরত দেয়ার জন্য সঠিক ন্যায়ের পথ অনেক আছে ....তার জন্য আমার বিন্দুমাত্র কোনো মিথ্যার কিংবা অসৎ কোনো কিছুর নূন্যতম আশ্রয় এর প্রয়োজন পড়বে না আমার....... ইনশাআল্লাহ """

"" আমারে যে ক'ফোটা দুঃখ তোমরা দাও__ চাইলেই তারচেয়ে বেশি দুঃখ আমিও ফিরিয়ে দিতে পারি...!
শান্ত স্বভাব, বার বার ক্ষমা, নিঃস্বার্থ ভালোবাসা, পাল্টা উত্তর না দিয়ে চুপচাপ নিজের ভেতর যন্ত্রণা দাফন....... সবকিছু ভুলে চাইলেই হতে পারি... অশান্ত সমুদ্রের ঢেউ, ওই ঢেউয়ের ক্ষেপাটে থাবায় লণ্ডভণ্ড করে দিতে পারি তোমাদের সব নিষ্ঠুরতা, করতে পারি তোমাদের সব স্বার্থের খেলার অবসান.....!!

"" ঠাণ্ডা মেজাজে সব সয়ে সবটা জেনে-বুঝে ও
যে তোমাদের আমি কোনো স্বার্থ ছাড়াই "ভালোবাসি" সেই তোমাদের __ তুমুল অভিমানে কাঁচের গ্লাসের মত ভেঙে করতে পারি চূর্ণচূর্ণ, হতে পারি পৃথিবীর সবচেয়ে খারাপ কুৎসিত ব্যবহার করা মানুষও.... লুটপাট করে হিসেব-নিকেশ করে...নষ্ট করে দিতে পারি তোমাদের জীবনের সমস্ত শান্তি, সুখ....""

"" চাইলেই আমিও তোমাদের... নাকে মুখে চোখে মেখে দিতে পারি দোষের কলঙ্ক, তোমার পা হতে মাথা পর্যন্ত খুঁজে বের করতে পারি অসংখ্য ভুল, ছুঁড়ে দিতে পারি তোমার ছোঁড়া তীরের জবাবে পাল্টা প্রতিশোধের ধারালো খঞ্জর.....!!

"" চোখের উপর ঠেসে ধরতে পারি __ বিদ্রুপের হাসি, কানের ভিতর খচখচ করে ঢুকিয়ে দিতে পারি_ হৃদয়ে চেপে রাখা হাজারও দুঃসংবাদ... ""

📌 কপালে স্টাম্প মেরে লিখে দিতে ইচ্ছে করে......তোমরা আসলেই আমার কেউ ছিলে না, সবটা মুখের অন্তরালে মুখোশ ছিলো...📌

""" অথচ আমি ওসব কিছুই করি না, কারণ__ কারোর চোখের পানি ঝরানোর, কারোর কষ্টের কারণ আমি কখনও হতে চাই না চাই নি কোনোদিন _ সে আমার যতো বড়ো শত্রু হলেও.... আমি শান্ত থাকার চেষ্টা করি, সয়ে যায় নিরবে_ ক্ষয়ে যায় গোপনে_ রয়ে যায় অবহেলাতে.....! আমারও মন ভাঙে, আমারও চোখে জল আসে তবুও আমি তোমাদের মতো করে কিছুই করিনা, আমি সবটা শুধুমাত্র আর একমাত্র আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর তাআলার উপর ছেড়ে দিই.... আমি জানি আমার অন্তর্যামীর বিচার একটু ধীরে ধীরে হয় কিন্তু হয় হবেই ইনশাআল্লাহ 🤍

"" তাই বলে এটাকে আমার দুর্বলতা ভেবোনা.....বোকা ভেবো না..... আমার অসহায়ত্ব ভেবোনা.......__ এটা আমার ব্যাক্তিত্ব....! এটাই আমার ভালোবাসার ধরন..! আমাকে আল্লাহ এভাবেই হয়তো গড়েছেন, আলহামদুলিল্লাহ ❤️❤️❤️






আলহামদুলিল্লাহ 🤍🤍🤍🤍🤍🤍🤍
16/06/2025

আলহামদুলিল্লাহ 🤍🤍🤍🤍🤍🤍🤍


""" আমি খুব যত্নে, নিজের জীবনটাকে...... আক্ষেপের নক্ষত্রে, না পাওয়ার হাহাকার এর অতল গহ্বরে... হারিয়ে ফেলেছি,  অপচয় করেছি...
01/06/2025

""" আমি খুব যত্নে, নিজের জীবনটাকে...... আক্ষেপের নক্ষত্রে, না পাওয়ার হাহাকার এর অতল গহ্বরে... হারিয়ে ফেলেছি, অপচয় করেছি জীবনের সবচেয়ে মূল্যবান সময়, নিজেকে অবহেলা করেছি নির্মম ভাবে......!!

"""" কিছু ভুল_দোটানা_ সিদ্ধান্ত হীনতা_ বারবার ঠকে গিয়ে ও "অন্ধবিশ্বাস" নিজের সর্বোচ্চ টা দিয়ে ভালোবাসার পরে ও, সেই ভালোবাসা কে "অসম্মান" আর "অবহেলিত" হতে হতে মরে যেতে দেখা...... সবকিছুই আমাকে তাড়া করে বেড়ায়....... কেমন নির্মমতার সাথে....!!
"" আমার ছোট্ট ছোট্ট "সপ্ন" গুলো কে, "ইচ্ছে" গুলো কে আর বাঁচিয়ে রাখতে পারিনি, অনেক অনেক চেষ্টা করেছি, রিতীমত যুদ্ধ করেছি_ তবুও বাঁচাতে পারিনি, ইদানীং নিজের উপর কি দারুন মায়া হয় আমার, চলি ফিরি........কিন্তু বাস্তব এটাই যে, বেঁচে নেই ভেতর থেকে""""""

"""" বেঁচে থাকা বলতে যদি, শরীর এ প্রাণ থাকা কে বোঝায়, সেই শরীরকে আর কি বোঝানো যায়....... হৃদয়ের হাহাকার! যতগুলো কথা মানুষ নিজের সাথে বলে, কতটা বিশ্বস্ত মানুষ তার নিজেকে মনে করে, ততটা কিন্তু কাউকেই মনে করেনা"""

""" তবুও আমরা একটা মানুষ খুঁজি, নিজেকে জমা করে রাখার মতো একটা মন খুঁজি— শুধু এতোটুকুই চাওয়া থাকে যে, মানুষ টা যেন আমাকে একটু বুঝুক..! এই টুকু চাওয়ায়_ জীবন টা শেষ করে দিই... তবুও আমরা আসলে "নিজেকে" খুঁজি না কখনো_ কখনো সম্পর্ক রাখতে চাইনা নিজের সাথে, হয়তো ভুলে_ না হয়তো তীব্র অভিমানে ""

🥰 মানুষ..__ মানুষের জীবন_ তার চাহিদা সবকিছু কেমন রহস্যের, সেই সাথে আমরা নিজেরাও— এতকিছুর পরেও অনুশোচনা, আক্ষেপ, অপূর্ণতার দায়ভার সয়ে নিয়ে যাপন করি যে জীবন— অথচ এই জীবনের ও যে ভালো ভাবে বেঁচে থাকার অধিকার আছে কিংবা ছিলো, এটাই ভুলে যায়....!!

"""" কিন্তু কতোকাল ধরে....?? কতো কাল ধরে এমন "শুষ্ক হৃদয়" দুর্বল_ ভেঙে পড়া_ লন্ডভন্ড মন_মানসিকতা..."সহ্যের-শিরোমণি" বয়ে চলা যায় অবলীলায়.....?? তাও দিনের পর দিন, মাস,বছরের পর বছর....?? মানুষ হবার দায়বদ্ধতায়..... জীবনের সাথে সমঝোতা করা হলো না হয়তো...!! হয়তো জীবন......... সমঝোতা বলতে বোঝে—
"শুধুই মৃত্যুর সান্নিধ্য".......✍️✍️




🤔  আচ্ছা তুমি কি দুঃখ বোঝো....??  "হৃদয়ে_পাহাড়সম দুঃখ নিয়ে দিব্যি হাসিমুখে থাকার নাম দুঃখ...""         ঐ যে সন্ধ্যা নামল...
18/05/2025

🤔 আচ্ছা তুমি কি দুঃখ বোঝো....?? "হৃদয়ে_পাহাড়সম দুঃখ নিয়ে দিব্যি হাসিমুখে থাকার নাম দুঃখ...""
ঐ যে সন্ধ্যা নামলে যে পাখি টা..... আকাশে নিঃসঙ্গ উড়ে বেড়ায়, ওর দুঃখ টা কেউ বোঝে না....!!

"" মানুষের দুঃখ বুঝতে ও দুঃখগুলো বলার জন্য ও একটা মানুষ লাগে__ বিশ্বস্ত মানুষ, চোখ বন্ধ করে ভরসা- আস্থা রাখা যায় এমন একটা মানুষ, আমার ভালো মন্দ, ঠিক ভুলে,সর্বাবস্থায় আমৃত্যু.... যত্নে -ভালোবেসে-শাসনে, আগলে রাখার মতো একটা মানুষ.... আমার চোখের দিকে তাকালেই যে আমার হৃদয় পড়ে ফেলবে....এমন একটা মানুষ, একান্ত নিজের একটা মানুষ.......!! (এমন মানুষ টাকা দিয়ে কেনা যায় না কখনো __টাকা দিয়ে যেমন সুখ কেনা যায় না....জীবনে শান্তি তে বেঁচে থাকার জন্য অনেক বেশি টাকার দরকার হয়না, তাই এমন মানুষ আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মূল্যবান)

"" তুমি কি অভাব বোঝো......?? দুনিয়ায় হয়তো তোমার পরিবার আত্মীয় অনেকেই আছে, কিন্তু তোমার ঐ ভেতরের তুমি টা কে বোঝার মতো কেউ নাই, মানুষ মরে যায় শুধু মানুষের অভাবে..... তাকে শুধুমাত্র ঠিকঠাক বুঝতে পারার মানুষের অভাবে......!! দামি গাড়ি, প্রাসাদ অট্টালিকা, ধন দৌলত সবকিছু থাকলে ও, মানুষ কিন্তু সুখী হতে পারে না, কারণ মানুষ তো মরে যায় শুধু তাকে বুঝতে পারার একটা মানুষের অভাবে....! আর এটাকেই অভাব বলে....!!

🤔 তুমি নিঃসঙ্গতা বোঝো......?? এই যে কেউ কেউ দিব্যি আছে, তবু্ও হৃদয় কেমন ঠাঠায়..... এতো এতো থাকা মানুষের ভিড়ে....... সব কেমন যেন একা- নিঃস্ব লাগে খুব......! দুনিয়ায় সব আছে, তবুও কেমন নিঃসঙ্গতায় মৌন পাহাড়ের মতো ঠাঁই দাঁড়িয়ে থাকি, ঐ যে রাতের গভীরে ডাহুক পাখির কান্না, শুনছো কখনো ?? সে তো নিঃসঙ্গতার একটা সুন্দর উপমা..!!!

"" এই ক্ষনস্থায়ী দুনিয়ায় এতো এতো আপন পর কাছের দুরের, চেনা অচেনা, মানুষ থাকার পরও নিজেকে এক লাগার _ নিজেকে নিজের অসহ্য লাগার.... এই যে যন্ত্রণা, এমন বাজে যন্ত্রণা সত্যি আর নেই...!
"" তুমি অনুভূতি বোঝো?? পৃথিবীর ৮০৯ কোটি মানুষের মধ্যে..... যে মানুষ গুলোর জন্য নিজের প্রান দিতেও ভাবতে হয় না, নিজের সর্বোচ্চ সব টা ত্যাগ করেও মনে শান্তি পাওয়া যায়, মায়ার টানে..... আমৃত্যু ভালোবাসতে পারা এবং একসাথে আমৃত্যু পথচলার এই ইচ্ছের নাম ই অনুভূতি.....!!!
✍️✍️✍️✍✍️✍️

দোয়া কবুলের : শক্তিশালী হাতিয়ার হলো ইসমে আযম!!ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীছ "আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ...
14/02/2025

দোয়া কবুলের : শক্তিশালী হাতিয়ার হলো ইসমে আযম!!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরাহমাতিকা আস্তাগীছ

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু।’

01/01/2025

""" জীবনে চলার পথে, চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে.... শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো "ইগনোর" জীবনে কিছু মানুষ আ'বর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উ'পড়ে ফে'লে দিতে হবে, "লাইফ" আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন- সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে """

🥰 শুনতে খারাপ হলেও এটাই বাস্তবতা, আপনার কাছের অনেক মানুষ ই আছে, যারা আপনার ভালো দেখলে ও নিতে পারে না,আবার আপনার জীবনে যদি কোনো এক্সিডেন্ট হয়ে থাকে,ভুল বা খারাপ......তখন ও তারা "সহানুভূতি" নামক মলমের তলে একটু কা'টা ঘা'য়ে নুন ছি'টাতে একবার ভেবে ও দেখবে না এটা ঠিক কতটা সঠিক???!!
"" আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মূর্খ, তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে🥰 যে যা বলছে শুনে নিন, আর হাসুন """

💙 আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে, আপনি তাদের কথায় রিয়েক্ট করবেন না,যা বলছে বলুক, আপনার কানে এলেও ফে'লে দিন, দিনশেষে.... আপনার অন্তর্যামী যেমন সবটা জানেন, আর আপনি নিজে ও জানেন, আপনি কি, কেমন?? আর এটাও জানেন..... যারা বলছে তাদের এসব কোনো কথাই, আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই💙💙

""" একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন... ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন যদি আপনার মনে শান্তি হয়, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না, বাদ-বাকি দুনিয়াকে ঝে'ড়ে ফে'লে দিন """"

❣️ একটা কথা মাথায় রাখবেন..... জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফে'লতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস বলেন, দুঃখ -কষ্ট সবটাই কিন্তু শুধুমাত্র নিজের ই.......!!"""


Address

Bagerhat Town
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার ক্যানভাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালোবাসার ক্যানভাস:

Share