ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি মোংলা

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি মোংলা

ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি মোংলা মানবতার সেবাই আমাদের লক্ষ।

26/07/2025

দূর্যোগপূর্ণ ও বাজে আবহাওয়ার সতর্কতা!!
আগামীকাল ২৭ শে জুলাই দুপুর হতে পরপর কিছুদিন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা আছে, এতে জনজীবনের স্বাভাবিক কাজকর্মের ব্যঘাত ঘটতে পারা।
অপরদিকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশকিছু এলাকায় টানা বৃষ্টির সম্ভাবনা আছে।

কিছুদিন পর রংপুর বিভাগেও টানা বৃষ্টির কবলে পড়তে পারে।
ধন্যবাদ : CPP MONGLA

04/07/2025

আজ রাতে ও কাল সকালে দেশের উপকূলে টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। অলরেডি বেশ কিছু এলাকায় বৃষ্টি চলছে!

11/06/2025
করোনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য।
08/06/2025

করোনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য।

আবার করোনা ভাই'রাস , সাবধানতা জরুরী। নতুন ভেরিয়েন্টের আগমন।
08/06/2025

আবার করোনা ভাই'রাস , সাবধানতা জরুরী। নতুন ভেরিয়েন্টের আগমন।

 #গভীর  #নিম্নচাপটি উপকুল অতিক্রম করে ফেলায় এর থেকে ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই।  বরং গভীর নিম্নচাপ জনিত কারণে দেশের উ...
29/05/2025

#গভীর #নিম্নচাপটি উপকুল অতিক্রম করে ফেলায় এর থেকে ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই। বরং গভীর নিম্নচাপ জনিত কারণে দেশের উপকূলীয় এলাকায় এবং চট্টগ্রাম ও বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে ৫০-৭০ কিমি/ঘন্টা বেগে দমকা বা ঝড় হবে যেতে পারে।

Bangladesh

সিস্টেম আপডেট ১আপডেট ২৮ শে মে দুপুর ১২ টা বেজে ৪০ মিনিট।উত্তর বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন উত্তর মধ্যো বঙ্গপোসাগর এলাকায় অবস...
28/05/2025

সিস্টেম আপডেট ১
আপডেট ২৮ শে মে দুপুর ১২ টা বেজে ৪০ মিনিট।
উত্তর বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন উত্তর মধ্যো বঙ্গপোসাগর এলাকায় অবস্থিত লঘুচাপট টি কিছুটা শক্তি বাড়িয়ে মৌসূমী সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে।
এটি আরও জোরদার হয়ে পরবর্তী ১২ ঘন্টার ভেতরে মৌসূমী নিম্নচাপে পরিনত হতে পারে।

এটি আজ দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৩১৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।
লঘুচাপ কেন্দ্রের ৬২ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সাগর বেশ উত্তাল আছে
দেশের ৪ টি সমুদ্র বন্দরকে ৩ নাম্বার স্থানিয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ( bmd)
এটি নিম্নচাপ আকারে আগামী ২৯ শে মে সন্ধ্যায় বা রাতে দক্ষিণ ২৪ পরগনা ও সাতক্ষীরা উপকূলীয় এলাকার আশেপাশে আঘাত করতে পারে।

এর প্রভাবে আজ রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টার ভেতরে দেশের উপকূলীয় এলাকা সহ দেশের প্রায় সকল এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে ও দেশের কিছু নিচু এলাকা সাময়িক প্লাবিত হবার আশঙ্কা আছে ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড়ধ্বস এর আশঙ্কা রয়েছে।

আপনারা এইসময় দয়াকরে কেউ নৌজান নিয়ে সাগরে নামবেন না।

নোট : এই সিস্টেম টি ঘূর্ণিঝড় এ পরিনত হবার মতো কোন পরিবেশ নেই ইনশাআল্লাহ্।

পোস্ট টি আপনার যেভাবে খুশি সেভাবেই সকলকে জানিয়ে দিন।
ধন্যবাদ : CPP MONGLA

22/05/2025
উপকূলীয় জেলেদের দিন ব্যাপী প্রশিক্ষণ. স্থানঃ চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়.তারিখঃ ০৩/মে/২০২৫ খ্রিঃ.আয়োজনেঃ ঘূর্ণিঝড় প্রস...
03/05/2025

উপকূলীয় জেলেদের দিন ব্যাপী প্রশিক্ষণ.
স্থানঃ চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়.
তারিখঃ ০৩/মে/২০২৫ খ্রিঃ.
আয়োজনেঃ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি),মোংলা, বাগেরহাট.

30/04/2025

ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা!

আমরা ধারনা করছি আগামী মে মাসের তৃতীয় সপ্তাহের পর সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে।
এই অবস্থায় মে মাসের শেষ দিকে বঙ্গপোসাগরে একটি বেশ শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকছে।
তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে ও কোথায় আঘাত করতে পারে তা নির্ভর করছে সেইসময় আবহাওয়ার প্যারামিটার গুলো কোন পজিশনে থাকবে তার উপর।
প্রাথমিকভাবে ধারনা করা যায় ঘূর্ণিঝড় টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ বর্ডারে আঘাত হানার সম্ভাবনা বেশি।
তবে সময়ের সাথে সাথে অনেকক্ষেত্রেই স্থান পরিবর্তন হতে পারে।
যাহোক ঝড় যেখানেই আঘাত করুক বঙ্গপোসাগর কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল হচ্ছে।
Bangladesh Weather Observation Team LTD এর BCFT Team সবসময় সাগর পর্যবেক্ষণ করে সুতরাং আপনারা আমাদের সাথে থাকুন, সাগরে যাই ঘটুক আমরা সবার আগে আপনাদের একটি নির্ভরযোগ্য তথ্য দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ :BCFT = Bangladesh Cyclone Forecast Team .

সিপিপি ইউনিট টিম লীডারদের দিন ব্যাপী ওয়ার্কসপ।আয়োজনেঃ- ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ...
17/04/2025

সিপিপি ইউনিট টিম লীডারদের দিন ব্যাপী ওয়ার্কসপ।
আয়োজনেঃ- ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি
(সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়
উপজেলাঃ মোংলা, বাগেরহাট

Address

Bagerhat
9350

Alerts

Be the first to know and let us send you an email when ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি মোংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি মোংলা:

Share

Category