Mainul Islam Rakib

Mainul Islam Rakib যোগ্যতা বা জ্ঞান সফলতার মাপকাঠি নয়
সফলতার মাপকাঠি বিনয় ও সততা

27/05/2025

মাকে নিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ গজল।

টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই হুজুরের আজকে জনসভ...
08/05/2025

টাঙ্গাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই হুজুরের আজকে জনসভা।

আমার বউয়ের কেরামতি 😜
01/05/2025

আমার বউয়ের কেরামতি 😜

যোগ দিন দলে দলে" শায়খে চরমোনাইর মাহফিলে।
24/04/2025

যোগ দিন দলে দলে" শায়খে চরমোনাইর মাহফিলে।

পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছরের ন্যায়। ঐতিহ্যবাহী ধলাপাড়ায়- ১৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন।
14/04/2025

পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবছরের ন্যায়। ঐতিহ্যবাহী ধলাপাড়ায়- ১৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন।

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
30/03/2025

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

29/03/2025

ঈদ মোবারক 🕊️

29/03/2025

জনগণ ভোটাধিকার চায় বলার সময় আমাকে বাদ দিয়েন, কারণ আমি আপাতত
ড. ইউনুস স্যারকে চাই।

29/03/2025

"ঈদের নামাজের নিয়ম"

অতিরিক্ত ৬ তাকবিরের সাথে

"ঈদের দিন জামাআতের সাথে ২ রাকাত সালাত আদায় করা ওয়াজিব। এই সালাতে অতিরিক্ত ৬টি তাকবীর দেয়া হয়ে থাকে। বছর ঘুরে ২ বার আমাদের জীবনে ঈদ আসে। তাই ঈদের সালাতের নিয়মটি ভুলে যাওয়া স্বাভাবিক। আসন্ন ঈদুল ফিতরের দিন যেন আমরা জেনে বুঝে ঈদের সালাত আদায় করতে পারি এজন্য ঈদের ২ রাকাত সালাতের নিয়মটি ধারাবাহিক ভাবে তুলে ধরা হলো।

নিয়ত করা

অন্যান্য সালাতের ন্যায় এই সালাতের জন্যও নিয়ত করা ফরজ। আমরা ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব সালাত আদায় করার জন্য কাতারবদ্ধ হয়েছি - মনে মনে এই সংকল্প বা intention থাকাই যথেষ্ট। আরবি বা বাংলায় নির্দিষ্ট শব্দ ও বাক্যে মুখে উচ্চারণ করে \"নিয়ত পড়া\" জরুরি নয়।

তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করা

ইমাম সাহেব তাকবীরে তাহরিমা \"আল্লাহু আকবার\" বলে সালাত শুরু করবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় ইমাম সাহেব ও আমরা মনে মনে \"সানা\" পড়ব।

১ম রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর

\"সানা\" পড়া শেষ হলে ইমাম সাহেব ৩ বার \"আল্লাহু আকবার\" বলে তাকবীর দিবেন।

প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

তৃতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত নাভির নিচে বাঁধবো। (প্রথম ২ তাকবীরের মত হাত ছেড়ে দিব না)

এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। অন্য কোনো সূরা মিলাবেন। এরপর অন্যান্য সালাতের ন্যায় রুকু সিজদা আদায় করে ইমাম সাহেব ১ম রাকাত শেষ করে ২য় রাকাতের জন্য দাঁড়াবেন। প্রতিটি ক্ষেত্রে আমরা যথারীতি ইমামের অনুসরণ করব।

২য় রাকাতঃ অতিরিক্ত ৩টি তাকবীর

২য় রাকাতের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। এরপর অন্য কোনো সূরা বা সূরার অংশ তিলাওয়াত করবেন। রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব ৩টি অতিরিক্ত তাকবীর দিবেন।

প্রথম তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

দ্বিতীয় তাকবীরের সময় কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব।

তৃতীয় তাকবীরের সময়েও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিব। (১ম রাকাতের ৩য় তাকবীরের মত হাত বাঁধব না। বরং হাত ছেড়ে দিব)।

এরপর ইমাম সাহেব চতুর্থ তাকবীর বলবেন। এটি হচ্ছে রুকুতে যাওয়ার জন্য তাকবীর। চতুর্থ তাকবীর শুনে আমরা রুকুতে চলে যাব। এরপর বাকি সকল নিয়মকানুন অন্যান্য সালাতের মতই। আমরা ইমামকে অনুসরণ করে ২ রাকাত সালাত শেষ করব।

খুতবা শোনা ওয়াজিব

সালতের পরে ইমাম সাহেব ২টি খুতবা দিবেন। যা শোনা ওয়াজিব। অনেককেই দেখা যায় সালাত শেষে উঠে চলে যান। এটি গর্হিত অন্যায় একটি কাজ।

ঈদের সালাতে আমরা মূলত অতিরিক্ত তাকবীর নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকি। অতিরিক্ত তাকবীরের সময় দেখা যায় কেউ হাত তুলে হাত ছেড়ে দেন, কেউ বা আবার বেঁধে ফেলেন। কেউ বা আবার ভুলে রুকুতে চলে যান। আশা করি আসন্ন ঈদের সালাতে আমাদের এই ভুলগুলো হবে না। সংক্ষেপে তাকবীরের নিয়মটা বলা যায় এভাবেঃ

প্রথম রাকাতের সানার পরে ২ বার কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিব। ৩য় তাকবীরে হাত বেঁধে ফেলব। আর ২য় রাকাতে রুকুর আগে ৩বার তাকবীরের সময়ই কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দিব। চতুর্থ তাকবীরের সময় রুকুতে যাব। আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে ঈদের সালাত আদায় করার তাওফিক দান করুন। আমীন।

প্রভু হে! পবিত্র মাহে রমাদানের উসিলা করে আমার দাদা-দাদির কবরকে জান্নাতের বাগিচা বানান। আমীন
28/03/2025

প্রভু হে! পবিত্র মাহে রমাদানের উসিলা করে আমার দাদা-দাদির কবরকে জান্নাতের বাগিচা বানান। আমীন

থাম্বেল গুলো কেমন হয়েছে? জানাবেন কমেন্টে 🥰 ভালোবাসার গভীর থেকে ধন্যবাদ জানাই প্রিয় S M Salim Reza ভাইকে ❤️
28/03/2025

থাম্বেল গুলো কেমন হয়েছে? জানাবেন কমেন্টে 🥰
ভালোবাসার গভীর থেকে ধন্যবাদ জানাই প্রিয় S M Salim Reza ভাইকে ❤️

জুম্মা মোবারক 🕌
28/03/2025

জুম্মা মোবারক 🕌

Address

Morrelganj
Bagerhat Town
9320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mainul Islam Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share