23/07/2025
একটা সময় বাংলাদেশের গ্রামগুলোতে খুব কম সংখ্যক নারী-পুরুষ বাস করতেন। তখন মাইলকে মাইল এলাকা জুড়ে ফসলি জমি চোখে পড়তো। তখন অবশ্য কৃষকরা বছরে একবার চাষাবাদ করে ফসল ঘরে তুলতেন।
এরপর ধীরে ধীরে পরিবারে সদস্য সংখ্যা বাড়তে থাকলে ফসলি জমি নষ্ট করে ঘরবাড়ি তুলতে থাকেন গ্রামবাসী।
শুধু গ্রামই না,একইভাবে শহরগুলোতেও মানুষ বাড়তে থাকে,ঘরবাড়িসহ বাজারের পরিধিও প্রশস্ত হতে থাকে।
আর মানুষ বৃদ্ধির সাথে সাথে মানব সংশ্লিষ্ট সবকিছুই বাড়তে থাকে।
এর ফলে মানুষে মানুষে বিভেদ বাড়ছে,বাড়ছে হিংসা প্রতিহিংসার খেলা।
আর এই খেলায় যেমন প্রযুক্তি ব্যবহার হচ্ছে,তেমনই প্রাকৃতিক ধ্বংসের শিকার হচ্ছে মানুষ। তাইতো কখন যে কি হয়ে যাচ্ছে তা কেউই বুঝতে পারছে না।