Army.Studio

Army.Studio Information of army

বাংলাদেশ ডিফেন্স ( সেনাবাহিনী, বিমানবাহিনী,নৌবাহিনী,বিজিবি, পুলিশ,র‌্যাব, আনসার ভিডিপি,ফায়ারসার্ভিস) এর নিয়োগ সম্পর্কিত সকল আপডেট তথ্য, ডিফেন্স চাকরির সার্কুলেশন,নিয়োগের বিভিন্ন সমস্যার সঠিক সমাধান ও পরামর্শ সবার আগে পেতে জয়েন হোন আমাদের গ্রুপে|

06/06/2025

ফিরে যাওয়া

ইদের চাঁদ উঠেছে মন-আকাশে,
ক্যান্টনমেন্ট কোলাহল পেছনে ফেলে
আমি ফিরছি—
একটা অস্থির হৃদয়ের ঘরবাড়ি পেরিয়ে
তোমার অপেক্ষার নিঃশব্দ বারান্দায়।

রেলের ধোঁয়া নয়,
আজ আমার চোখে জ্বলছে দেখা হওয়ার তৃষ্ণা।
জানালার বাইরে যত পথ ছুটে যায়,
তার সবকটাই শেষমেশ
তোমার দোরগোড়ায় এসে থামে।

তুমি কি জানো—
এই যাত্রায় আমার ব্যাগে জামাকাপড়ের চেয়ে বেশি
ভরা আছে স্মৃতি,
ভেতরে ভেতরে ফুঁড়ে ওঠা বলার মতো না বলা কথা,
আর কিছুটা ভয়—
তোমার চোখে নিজেকে হারিয়ে ফেলব কি না।

ঘরের উঠোনে পা রাখা মাত্র
মায়ের হাতের গন্ধে গলে যাবে রেলপথের ধুলা,
বাবার চোখে উঠে আসবে এক ধরণের
চুপচাপ অহংকার—
'ছেলেটা ফিরেছে!'

তবে সবকিছুর শেষে,
তোমার একটা তাকানোই যথেষ্ট
আমার ভিতরকার সমস্ত ক্লান্তি ভাঙতে।
তুমি যখন হাসো,
শুধু ঈদ না—
একটা পুরো জীবন যেন উৎসব হয়ে ওঠে।

প্রয়োজনে চেনা মানুষ অচেনা হয়ে যায়।
26/04/2025

প্রয়োজনে চেনা মানুষ অচেনা হয়ে যায়।

বাংলাদেশের যুদ্ধ বিমান আছে ৪৪ টি। যেখানে ভারতের ৫০০ আর পাকিস্তানে ৪৪৫ টি।অথচ সারাদিন দেখি বাংলাদেশের মিডিয়াগুলো পাকিস্তা...
26/04/2025

বাংলাদেশের যুদ্ধ বিমান আছে ৪৪ টি। যেখানে ভারতের ৫০০ আর পাকিস্তানে ৪৪৫ টি।
অথচ সারাদিন দেখি বাংলাদেশের মিডিয়াগুলো পাকিস্তানের এইডা আছে ভারতে ঐডা আছে বলে গলা ফাটাইতে!
অথচ আমাদের যে কিচ্ছু নাই সেটা নিয়ে কোন বুদ্ধিভিত্তিক প্রতিবেদন তুলে ধরেনা।

"কিচ্ছু নাইরে ভাই, এই পুড়া দেশে আসলেও কিচ্ছু নাই লজ্জা ও নাই ! পাক -ভারত যুদ্ধের সমীকরণ দাড় করানো মিডিয়ারা নিজের দেশের যে যুদ্ধবিমান নাই সেই কথা বলে না। এই দিকে হুশও নাই"!

থাকবো ক্যামনে! আমরা তো সবাই রাজনীতিবিদ!
আর্মি অফিসার করে রাজনীতি ,বিসিএস ক্যাডার হয়েও করে রাজনীতি। আইজীবী থেকে শুরু করে ডাক্তার ,ইঞ্জিনিয়ারও করে রাজনীতি। মসজিদের মোল্লা,মাদরাসার ছাত্ররা করে রাজনীতি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ,ছাত্র এমনকি কলেজের শিক্ষক ,ছাত্র বাদ নাই। স্কুল পর্যায়ের এইট- নাইনের পুলাপান তারাও রাজনীতি করে। কৃষক,মুজুর, জেলে থেকে শুরু করে থার্ড জেন্ডার পর্যন্ত করে রাজনীতি।
মনে হয় আমরা যেন মায়ের পেট থেকে বের হয়েছি রাজনীতি করার জন্য।

এই ঘুম কবে ভাংবে জানিনা ,এদিকে রাজনীতি করতে করতে আমাদের ভবিষ্যত কোথায় নিয়ে যাচ্ছি টের পাবো তখনি যখন বন্ধুদেশ ঠিক আক্রমণ করে বসবে।
কি বলবো লজ্জার কথা, ভাবতেই লজ্জা লাগে!!!

বাংলাদেশ সেনাবাহিনী (সৈনিক) — ভর্তির যোগ্যতা:1. জাতীয়তা:বাংলাদেশের নাগরিক হতে হবে।2. বয়স:সাধারণত —সৈনিক পদে: ১৭-২০ বছর।B...
18/04/2025

বাংলাদেশ সেনাবাহিনী (সৈনিক) — ভর্তির যোগ্যতা:

1. জাতীয়তা:
বাংলাদেশের নাগরিক হতে হবে।

2. বয়স:
সাধারণত —

সৈনিক পদে: ১৭-২০ বছর।

BMA (অফিসার ক্যাডেট): ১৭-২১ বছর (ব্যতিক্রম ক্ষেত্রে ২২)।

3. শিক্ষাগত যোগ্যতা:

সৈনিক পদ: কমপক্ষে এসএসসি/সমমান, কিছু পদে এইচএসসি চাওয়া হয়।

BMA অফিসার: এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA-5 স্কেলে ৪.৫০ থাকতে হয়। ইংরেজি ও গণিতে ভালো নম্বর থাকতে হয়।

4. শারীরিক যোগ্যতা:

উচ্চতা:
— পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চি (বিভিন্ন পদে ভিন্ন হতে পারে)।
— নারী: ৫ ফুট ২ ইঞ্চি।

ওজন: উচ্চতা অনুযায়ী আদর্শ।

চোখের দৃষ্টি: ৬/৬ (বা চিকিৎসক নির্ধারিত মান)।

সুস্থ ও ফিট থাকতে হবে।

5. মানসিক ও শারীরিক পরীক্ষা:
লিখিত, মৌখিক, মেডিকেল, ফিটনেস ও আইকিউ পরীক্ষা দিতে হয়।

বিশেষ দিক:

অফিসার হতে চাইলে BMA Long Course এ আবেদন করতে হয়।

সেনাবাহিনীতে নিয়মিত ভর্তির বিজ্ঞপ্তি আসে joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাটে।

10/04/2025

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

সবার জন্য শুভ কামনা রইলো।

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়, এ কথা বলেই কাঁ'দ'লেন ড. ইউনূসমানুষের দুঃখ ক ষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁ ...
09/04/2025

৪ কোটি মানুষ বাঁচে দিনে ১০০ টাকায়, এ কথা বলেই কাঁ'দ'লেন ড. ইউনূস

মানুষের দুঃখ ক ষ্টের কথা বলতে যাইয়া ডক্টর ইউনূস আজ কেঁ দে ফেলেছেন সবার সামনে।

এর আগে কেঁ দেছিলেন আবু সাঈদের কথা বলতে যাইয়া।

সম স্যা হলো,অন্যান্য পলিটি'শিয়া'নদের মতো উনি কা'ন্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান। কথাই বলতে পারেন না।

মানুষের জন্য আমাদের পলি'টিশি:য়ানরা কখনোই কা'ন্নাকা'টি করেন নাই। উনারা কা'ন্নাকা'টি করেন নিজের পরিবারের জন্য, মেট্রোরেল বা উন্নয়নের জন্য, বড় জোর নিজের দলের কর্মীদের জন্য।

দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খা'ইতে পারতেছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দা'রি'দ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো।

এই প্রথম কোন রাষ্ট্র প্রধান বিজনেস সামিটে উইঠা চোখের পানি ফেললেন, বললেন, আমার দেশের মানুষ দ'রি/দ্র।

আসলেই তো, এরচে সরল স্বীকারোক্তি আর কী আছে?

বাটার দোকান লুট হইছে স ন্ত্রা/সের জন্য না। গরী'বের জন্য। রিয়েলিটি হলো, এই দেশের কমপ'ক্ষে ৪ কোটি মানুষের দৈনিক ইনকাম ১০০ টাকার কম।

ক্যান ইউ ইমাজিন?

অথচ ইউনূসের এসবের দরকার ছিলো না।সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারতো। নিজের সম্মান, গাটস ঠিক রেখে শেষ করতে পারতো।

বাট উনি সেইটা করলেন না।

নিজের আত্মস'ম্মা'নবোধও এক প্রকার বিস'র্জনই দিলেন বোধহয়, কোন উন্নয়নের গল্প শোনান নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মি"থ্যা বলেন নাই, স্বজন হা'রা/নোর বেদনা করেন নাই, খালি বলেছেন, আমার দেশের মানুষ খুব গরীব।

আমি এর আগে এই লোককে কখনোই এতো আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষকে ওউন করতে দেখিনি।

যুগে যুগে মানুষের দা'রি'দ্র ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন।

এই প্রথমবারের মতো কোন রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দা'রি'দ্রকে ওউন করে নিজের ইমেজ বিস'র্জ ন দিলেন।

জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।

লিখেছেন © -সাদিকুর রহমান খান

স্বৈরাচার থেকে স্বৈরাচার আহা বাংলাদেশ
09/04/2025

স্বৈরাচার থেকে স্বৈরাচার

আহা বাংলাদেশ

লিজেন্ডরা ঠিকই বুঝবে।
07/04/2025

লিজেন্ডরা ঠিকই বুঝবে।

06/04/2025

এপ্রিলের ৯-১০ তারিখ, সারা পৃথিবী বাংলাদেশকে দেখবে এক নতুন চোখে—এক নতুন পরিচয়ে। প্রফেসর ইউনুসের নেতৃত্বে ৫০টি দেশের ২৩০০ জন ইনভেস্টর আসছেন ঢাকার ইন্টারকন্টিনেন্টালে।

এটা শুধু বাংলাদেশে নয়—এই উপমহাদেশেও কখনো কেউ ভাবেনি, কল্পনাও করেনি এমন কিছু ঘটতে পারে। ভাবুন তো, কী হতে যাচ্ছে আমাদের দেশে?

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেক উদ্যোক্তা এলন মাস্কের স্টারলিঙ্ক এই ইভেন্টের লাইভ ব্রডকাস্ট করবে। ইতোমধ্যেই বিশ্বের বড় বড় জায়ান্ট ইনভেস্টররা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন।

যদি এভাবেই এগিয়ে যাই, তাহলে সামনে তৈরি হবে হাজারো নতুন কর্মক্ষেত্র। এখন সময়, নিজেকে প্রস্তুত করার—5IR স্কিলস শিখুন, ডিজিটাল ট্রান্সফরমেশন বুঝুন, নিজেকে নতুন করে গড়ে তুলুন। আপনার স্কিলই হবে আগামীর পাসপোর্ট।

আমরা খুব শিগগিরই হয়তো আসিয়ান দেশগুলোর সদস্য হতে যাচ্ছি। কল্পনা করুন—বিদেশি দূতাবাসগুলো আসছে আমাদের দেশে, আর বিশ্বজুড়ে বাংলাদেশ হয়ে উঠছে এক নতুন সম্ভাবনার নাম।

আমরা যেনো এক নতুন বাংলাদেশকেই আবিষ্কার করতে যাচ্ছি।
এই অসাধারণ অভিযানের স্থপতি—প্রফেসর ইউনুসের প্রতি অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা।

ধন্যবাদ, বাংলাদেশ। সময় এখন আমাদের।

06/04/2025

BNP যদি এ বছর বাংলাদেশর ক্ষমতায় বসে। তাহলে ভারতের আগ্রাসনে বাংলাদেশ হবে দ্বিতীয় গাজা।

29/03/2025

একটি গোঁপন সূত্র থেকে জানতে পারলাম চীনের তৈরী অত্যাধুনিক ২৫ টা J-10c যু*দ্ধ বিমান কিনতেছেন প্রফেসর ইউনুস!
দাদাদের কি অবস্থা?

প্রশিক্ষনেই সর্বোত্তম কল্যাণ।
13/03/2025

প্রশিক্ষনেই সর্বোত্তম কল্যাণ।

Address

Bagerhat Sador
Bagerhat
9300

Alerts

Be the first to know and let us send you an email when Army.Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Army.Studio:

Share