16/08/2025
আসসালামু আলাইকুম
🕊️ মৃত্যু এক অমোঘ সত্য 🕊️
মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। ধনী-গরিব, রাজা-প্রজা— সবাইকে একদিন এ পথ পাড়ি দিতে হবে।
আল্লাহ তায়ালা বলেন:
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
"প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।"
(সূরা আলে ইমরান ৩:১৮৫)
তাই মৃত্যু স্মরণকারী বান্দা কখনো গুনাহের পথে অগ্রসর হয় না। মৃত্যুর কথা ভাবলে দুনিয়ার মোহ ম্লান হয়ে যায়, অন্তর নরম হয়, আর আল্লাহর দিকে ফিরে আসতে মন চায়
🤲 হে আল্লাহ! আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়, কবরে শান্তি দাও, এবং কেয়ামতের দিন রহমতের ছায়ায় রাখো।
#মৃত্যু #ইসলামিকপোস্ট #কুরআনহাদিস #মৃত্যুস্মরণ #আল্লাহ