12/05/2025
আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন।
আমরা সকলেই এটা জানি এবং মানি যে আল্লাহ সুবাহানাতালা সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি যখন যেভাবে যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি সমস্ত কিছু শোনেন এবং দেখেন। মহাবিশ্বের কোন কিছুই তার জ্ঞানের বাহিরে নয়। তিনি কোন কিছু তোর ইচ্ছা করলে বলেন ‘হও’ আর তৎক্ষণিক তা হয়ে যায়।
কিন্তু এ কথা জানা সত্ত্বেও আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর উপর ভরসা করতে ভুলে যাই। ‘হবে কি হবে না’ – এই সংশয়ের মধ্যে বিরাজ করি। যেটা কোনভাবেই একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এমনকি এই সংশয়ের কারণে অনেক সময় ঈমান চলে যাওয়ারও ভয় থাকে (নাউজুবিল্লাহ)।
যেমনটা আল্লাহর রাসূল ﷺ বলেছেন, যদি জুতার ফিতারও প্রয়োজন পড়ে তা যেন আল্লাহর কাছে চেয়ে নিই। এছাড়া প্রিয় হাবিব দোয়া করাকে ইবাদত বলেছেন। এমনকি কথাও বলা হয়েছে, আল্লাহর কাছে না চাইলে বরং আল্লাহ রাগ হন।
তাছাড়া কুরআনও বলা হয়েছে, আমরা কেন হতাশ না হই, ভেঙে না পড়ি, ভরসা না হারাই।
সুতরাং, আসুন আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করি। জীবনের যেকোনো প্রয়োজনে আল্লাহর স্মরণ থেকে গাফেল না হই, আল্লাহর কাছে জানাতে না ভুলি। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পূর্ণ আস্থা ও ভরসা রেখে আল্লাহর কাছে চাইতে শিখুন, ধৈর্য ধারণ করুন। দেখবেন যথাসময়ে উপযুক্ত প্রতিদান দিয়ে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিবেন; ইনশাআল্লাহ।
(ওমা তাওফিক্বি ইল্লা বিল্লাহ!)
~ Hossain Ali