
19/01/2025
দেশের গণ্ডি ছাড়িয়ে অনেক আগেই পৌঁছে গেছেন আন্তর্জাতিক পরিসরে। দক্ষতা দেখিয়ে সেখানেও বড় বড় স্বীকৃতি পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বর্তমানে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকত। বাংলাদেশ থেকে এই স্বীকৃতি পাওয়া প্রথম এবং একমাত্র ব্যক্তিও তিনিই।
বিস্তারিত : https://www.somoynews.tv/news/2025-01-17/OHCB96VI