15/05/2023
একজন অতি ভদ্র মানুষের গল্প বলি... …এমন হরহামেশায় ই হচ্ছে আমাদের চারপাশে.…
একটা ছেলে আর একটা মেয়ে প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক তাদের। সুন্দর ব্যবহার, একজন অন্যজনকে সম্মান করা,পারিবারিক ভালো বন্ধন অব্দি তাদের ছিলো,,একসাথে ঘোরাফেরা,একজন অন্যজনকে বোঝা,,খাওয়া দাওয়া সবকিছু সুন্দরভাবে চলতে থাকে।সেই সময় টা ছেলে মেয়ে দুজন ই স্টুডেন্ট ।তারপর ও একজন অন্যজনের ছোট ছোট চাহিদা গুলো পূরন করে যায়। যেমনঃ একসাথে বসে ফুসকা খাওয়া,আইসক্রিম খাওয়া,রিকশাতে বসে একটু ঘোরাঘুরি, বাসা থেকে লুকোচুরি করে বের হয়ে বৃষ্টিতে ভেজা,হাসি-ঠাট্টা ইত্যাদি।এভাবে ই কেটে যায় তাদের জিবনের একসাথে পথচলার ৩ টা বছর। এর মধ্যে ছেলেটার মাস্টার্স কমপ্লিট হয়ে যায়।এবার মেয়ের বাড়ি থেকে চাপ আসে বিয়ের। মেয়ের পরিবারকে ছেলেটার কথা জানালে তারা বলে ছেলে যেনো একটা চাকরি করে সেটা সরকারি চাকরি হতে হবে এমন নয় যেনো নিজের একটা পরিচয় থাকে।ছেলেটাকে বলা হলে সে প্রথমে দ্বিমত করলে ও পরে ঠিকই চাকরি খুঁজতে শুরু করে।এভাবে কেটে যায় আরো একটা বছর।কিন্তু জব আর হচ্ছে না এদিকে মেয়ের বাড়িতে বিয়ের চাপ। তবুও মেয়েটা ঐ বেকার ছেলেটার হাত ধরে বলেছিলো হতাশ হয়ো না দেখো ভালো কিছু হবে আমি তো ছেড়ে যাচ্ছি না তোমায়।ছেলেটা ভরসা পায় আবার জোরদার চেষ্টা করে চাকরি খুঁজতে এদিকে প্রতিদিন মেয়েটার বাড়িতে ঝামেলা, রাগা-রাগি চলতেই থাকে তবুও মেয়েটা ঐ বেকার ছেলেটার অপেক্ষায় থাকে। হঠাৎ একদিন মেয়েটা জানতে পারে ছেলেটার একটা ভালো কোম্পানিতে মোটামুটি ভালো স্যালারির জব হয়ছে।তবে সংবাদ টা ছেলেটার মুখ থেকে নয় ২ দিন পর ছেলেটার বোন মেয়েটাকে ফোন করে জানায়।তবুও মেয়েটা কষ্ট পায় নি। জব তো হয়ছে সে এবার চিন্তামুক্ত হতে পারবে পারিবারিক ঝামেলা কমবে।সবাইকে বড় মুখ করে বলতে পারবে তার ভালোবাসার মানুষটার চাকরি হয়ছে।এবার সে তাকে তার করে নিয়ে যাবে.এরপর থেকে ই শুরু হয় এ ভালোবাসার গল্পের আসল অধ্যায়..….…,😓😓😓😓
পার্ট -১…
লেখাঃঐশী স্বর্না