তর্কতরঙ্গ

তর্কতরঙ্গ "" আমি চাই,, আমার মূহুর্তগুলো বাঁধা পড়ুক
একের সাথে অন্য প্রকৃতির বিশুদ্ধতায়...""

সমগ্র বাংলাদেশের যখন সেভয় এর ডিসকোন খাওয়া শেষ তখন আমার মনে হলো জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে থাকা যাবে না...রিস্ক নিয়ে কিনে ...
30/06/2025

সমগ্র বাংলাদেশের যখন সেভয় এর ডিসকোন খাওয়া শেষ তখন আমার মনে হলো জীবন যুদ্ধে এক ধাপ পিছিয়ে থাকা যাবে না...রিস্ক নিয়ে কিনে ফেললাম 🙂
আইসক্রিমের গায়ে যে ছবিটা দেওয়া তাতে দেখলাম প্রচুর বাদাম দেওয়া কিন্তু আমি খেতে গিয়ে কোন বাদাম পাইনি😒
উপরের চকলেটের লেয়ার খেতে খেতে আপনার মনে হবে আপনি জিতছেন....কিন্তু চকলেটের লেয়ার শেষ হলেই কাহিনি শুরু... কাপা কাপা হাতে কফি ফ্লেভারের লেয়ার খাবেন আর আপনার মনে পড়বে কচকচে ১০০ টাকার নোটটার কথা....🥲
কিন্তু মন শক্ত করে আপনি ৩য় লেয়ারের অপেক্ষা করবেন...🙃 ততক্ষণে আপনি উপলব্ধি করবেন ডিসকোন একা খাওয়ার জিনিস নয়... কারো সাথে শেয়ারে কিনলে লাভ হতো...🫣
আপনি যখন ৩য় লেয়ারের আশায় ২য় লেয়ার খেয়েই যাচ্ছেন ঠিক তখন আপনার গলা এবং পেট বহু বার অনুরোধ করবে ভাই আর গিলিস না আমাদের দম বন্ধ হয়ে আসছে...😁 কিন্তু আপনি সেব্যাপারে ভ্রুক্ষেপও করবেন না...🥱
অতঃপর সেই মাহেন্দ্রক্ষণ..... আপনি ৩য় লেয়ারে পৌঁছে গেছেন.... আপনার হাত বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে গলিত চকলেট... এগুলো কে ভুলেও চকলেট ভাববেন না এগুলো হলো ঐ চকচকে ১০০ টাকার গলিত অবয়ব...😭
আপনি ১০০ টাকার মায়ার টানে যখন ৩য় লেয়ার শেষ করতে ব্যাস্ত ততক্ষণে আপনার মন, গলা, পেট নিস্তব্ধ হয়ে গিয়েছে... তাদের চিৎকার করার ক্ষমতা ঐ গলিত চকলেট কেরে নিয়েছে....আপনি গলিত চকলেটের শেষ প্রান্তে এসে শেষবারের মতো ১০০ টাকার কথা মনে করে নিজেকে শান্তনা দিবেন, মানুষ বাঁচেই বা কয়দিন 🥲

27/06/2025

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে আমাদের নিবেদন "নবাগতের প্রতি "

আজ, ২২ জুন ২০২৫ তারিখে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস)-এর ৮ম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বরিশাল বিশ্বব...
22/06/2025

আজ, ২২ জুন ২০২৫ তারিখে বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস)-এর ৮ম কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম স্যারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিইউডিএস-এর সভাপতি, সহ- সভাপতিগন, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য স্যার বিইউডিএস-এর চলমান কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়নে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

স্যারের আন্তরিক উৎসাহ ও দিকনির্দেশনা আমাদের আগামী পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

22/06/2025

আর মাত্র ০২ দিন বাকি!!

Freshers' League 1.0
রেজিষ্ট্রেশন ডেডলাইন: ২৪শে জুন, ২০২৫, দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত।

বিতার্কিক রেজিষ্ট্রেশন লিংক: https://forms.gle/L7Be7yEyAvv3PdZf8

রেজি. ফি: ১৫০ টাকা
রেজি. ফি পাঠাতে বিকাশ করুন: 01742421061

21/06/2025

১৭৫ গ্রাম হলুদ নষ্ট করার পর....🙃

আলহামদুলিল্লাহ! প্রাপ্তির ঝুলিতে আরো একটি অর্জন 🥲
05/05/2025

আলহামদুলিল্লাহ! প্রাপ্তির ঝুলিতে আরো একটি অর্জন 🥲

16/06/2024

ছোট্ট সুপ্রভাকে যখন মা বলল তুই ম'র'তে পারিস না! ছাদে গিয়ে লা'ফ দে। সুপ্রভা তাই করলো। উপন্যাস থেকে বিদায় দেওয়া হলো সুপ্রভা চরিত্রটি।

ছোট্ট সুপ্রভা! তোমার প্রসঙ্গ 'অপেক্ষা' উপন্যাসে আর কখনো আসবে না। কারণ তোমার জন্য কেউ অপেক্ষা করে থাকবে না। "মৃত মানুষের জন্য আমরা অপেক্ষা করি না। আমাদের সমস্ত অপেক্ষা জীবিতদের জন্য!" এই চরম সত্যটা না জেনেই তুমি হারিয়ে গেলে।
বই: অপেক্ষা
লেখক: হুমায়ুন আহমেদ

30/04/2024

রোজা, এপ্রিল ফুল, ঈদ, পহেলা বৈশাখ, সূর্যগ্রহণ, পিংক মুন সব সুন্দর ভাবে সম্পূর্ণ করে অতঃপর বিদায় নিচ্ছে তিন মাস ব্যাপি চলমান এপ্রিল মাস 🙆‍♀️

16/03/2024

রিমাইন্ডার: মানুষ অনেক ফুঁসলাবে, নানানরকমের চক্রান্ত করবে। কিন্তু কাউকে নিজের ঈদের জামা দেখাবেন না। দেখালেই পুরান হয়ে যাবে।🙃

13/03/2024

The block button isn't enough, I need a gun

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when তর্কতরঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share