03/09/2025
বিসিক,বাগেরহাট এর ভেতর একটি কসমেটিকস কারখানা এস এম ম্যানুফ্যাকচার এর মালিক মিজানুর রহমান এবং স্থানীয় পরিচালক (ছবির ব্যাক্তি) এমদাদুল হক,পুটিখালী,মোড়েলগঞ্জ বিভিন্ন দেশি বিদেশি ব্রান্ডের কসমেটিকস তৈরি করছিলেন।
বিভিন্ন ক্ষতিকর ক্যামিকেল,এসিড এর মাত্রাতিরিক্ত অননুমোদিত ব্যবহার এর মাধ্যমে যে সব ভেজাল, নকল, ক্ষতিকর কসমেটিকস তৈরি করছিলেন সেখানে আজ ভোক্তা অধিকার এর ভ্রাম্যমাণ আদালত ১.৫ লক্ষ টাকা জরিমানা,কারখানাটি সিলগালা এবং অননুমোদিত উপকরণ পুড়িয়ে দেন।
এখানে অনেক কসমেটিকস Made in Gazipur সহ বিদেশি ব্রান্ডের কথা লেখা থাকলেও এখানেই তৈরি করে এরা। মাত্র ৩ টি ব্রান্ডের অনুমোদন থাকলেও প্রায় ৩০ টির মত কসমেটিকস এখানে তৈরি হয়।আর যেগুলো তৈরি হয় সেগুলোর ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও এসিড,ক্যামিক্যাল এর মাত্রার একেবারেই নিয়ন্ত্রণহীন।
প্রাকৃতিক নিদ্রা কুসুম তেল যা আসলে পুরোটাই ক্যামিক্যাল,ফর্সা হওয়ার ক্রিম,সাবান যেটাতে মার্কারির পরিমাণ . ৩% এর কম থাকার নিয়ম থাকলেও এরা ৯০% এর উপরে ব্যবহার করছে এই কেমিক্যাল। আরো মারাত্মক ব্যাপার হলো এই ক্রিম বা সাবান ব্যবহারে সাময়িকভাবে ত্বক পরিষ্কার হলেও এই মার্কারি সরাসরি হরমোন জনিত বিষক্রিয়ায় সন্তানহীন করে দিচ্ছে আমাদের মেয়ে,মহিলাদের।তাছাড়া এই ব্যাপক মার্কারি স্কিন ক্যান্সারের সবচেয়ে বড় অস্ত্র।
আমরা সচেতন হই,সৌন্দর্য বৃদ্ধির জন্য নিজের বা পরিবারের ক্ষতি না করি।এছাড়াও ভেজাল লোশন,মেহেদী সহ আরো অনেক কসমেটিকস সেখানে উৎপাদন করে।বাইরে কোনরকম সাইনবোর্ড নাই,বাইরে থেকে তালা দিয়ে খুব গোপনীয়তার সাথে তারা এই অপকর্ম করে আসছিল।
১৫-৩০ টাকা দিয়ে তৈরি এর পণ্য কোনটা বাজারে ৩৪০/৩৫০ টাকায় বিক্রি করছে।