রাখির রাজ্য

রাখির রাজ্য একটি বইয়ের রাজ্যে বানাতে এতো আয়োজন.......

06/09/2025

কল্যাণীকে অনুপমের ফটো দেখিয়ে ছিলো

তবুও কেনো ট্রেনে অনুপমকে চিনলো না, কল্যাণী? 😒

ক্যারিয়ার এর চিন্তা এগুলো। লাখ মানুষের সপ্ন এসব বইয়ে। #রাখিররাজ্য
03/09/2025

ক্যারিয়ার এর চিন্তা এগুলো।

লাখ মানুষের সপ্ন এসব বইয়ে।

#রাখিররাজ্য

আজ ২ রা সেপ্টেম্বর প্রমথ চৌধুরীর মৃত্যুর দিন৷ বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তকপ্রমথ চৌধুরী:১৮৬৮ সালের ৭ আগস্ট যশোর...
02/09/2025

আজ ২ রা সেপ্টেম্বর প্রমথ চৌধুরীর মৃত্যুর দিন৷
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক

প্রমথ চৌধুরী:

১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।

তিনি বাংলা সাহিত্য চলিত গদ্যরীতির প্রবর্তক।

আমার তার সঙ্গে ভালো করে আলাপ ঘটে বই পড়া প্রবন্ধের মাধ্যমে। বুঝতে পারি মাস্টার পিস লোক একজন।

বর্তমানে আমার চলমান তিনটা বই। ১| অপরাজিত— বিভূতিভূষণ লেখকের বিখ্যত একটা কাজ এটা। সাহিত্য জগতে সবসময় হাইপে থাকে। বইটা পড়ে...
02/09/2025

বর্তমানে আমার চলমান তিনটা বই।
১| অপরাজিত— বিভূতিভূষণ
লেখকের বিখ্যত একটা কাজ এটা। সাহিত্য জগতে সবসময় হাইপে থাকে। বইটা পড়ে আপনার ভালো লাগবে। অনুপ্রাণিত হবেন।
২| Waiting For Godot —Sanuel Bakett
এটা একটা Modern Drama. এই বই নিয়ে বিভিন্ন মতবাদ আছে। তবে মানুষের মুক্তির আশা কিংবা গডের জন্য অপেক্ষা হতে পারে।
৩| T.S. Eliot এর কবিতা। অনেকগুলো কবিতা।

#রাখিররাজ্য

সব বই আনবক্সিং এর পরে ফাইনাল রিভিউ এক টেবিল ভর্তি বই। কিন্তু এতো বই রোজ রোজ গুছাতে গিয়ে মনে হয় মাদার তেরেসার যেমন তিনটা ...
01/09/2025

সব বই আনবক্সিং এর পরে ফাইনাল রিভিউ এক টেবিল ভর্তি বই।
কিন্তু এতো বই রোজ রোজ গুছাতে গিয়ে মনে হয় মাদার তেরেসার যেমন তিনটা শাড়ী ছিলো আমার তেমন তিনটা বই থাকলে হতো একটা সকালে পড়বো, একটা রাতে, একটা দুপুরে।
কিন্তু ওদিকে সপ্ন আকাশ ছোঁয়া। একদিন বিশাল একটা লাইব্রেরি হবে। সেখানে হাজার হাজার বই থাকবে৷ লোকজন সেখান থেকে বই নিয়ে পড়বে।
ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি একটু একটু করে আপনারা দোয়া করবেন।

#রাখিররাজ্য

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া চিঠি দিবস আজকে। (১লা সেপ্টেম্বর) কবি সুকান্ত ভট্টাচার্য্য এর মতো "রানার ছুঠছে রানার " আর হয়...
01/09/2025

কালের বিবর্তনে হারিয়ে যাওয়া চিঠি দিবস আজকে। (১লা সেপ্টেম্বর)
কবি সুকান্ত ভট্টাচার্য্য এর মতো "রানার ছুঠছে রানার " আর হয়না আবার মহাদেব সাহার মতো প্রেমিকার কাছে কেউ আর চিঠি চায়না।
কেউ বলেনা করুনা করে হলেও একটা চিঠি দিও।
একখানা পত্রে মিশে থাকে তোমার সারা শরীরের মায়া। তোমার হাতের যন্তের স্পর্শ।
চিঠিপত্র আমার জীবনেও আসেনি।
তবে ঠিক মনে আছে বইবাড়ি বুকশপ BoiBari Book Shop থেকে বই অর্ডার করে সাথে একখানা চিঠি পেয়েছিলাম খামে মোরানো চিঠি এবং খুব যন্তে তা পাঠিছিলো। জীবনে প্রথম বই অর্ডার করা এবং প্রথম চিঠি পাওয়া।

কেউ চাইলে ইনবক্সে চিঠি পাঠাতে পারো আমি রিপ্লাই দিবো।

31/08/2025

একটা চিঠি সংরক্ষণ করলাম।

ভিডিওটা অনেক আগে করা হয়েছে। কিন্তু আপলোড দিতে দেরি হয়েছে এবং চিঠি দিবস এসে গেছে।

বইবিলাসের ডায়েরি

#রাখিররাজ্য

31/08/2025

“বই মানেই নতুন জগতে প্রবেশ… আর সেই দরজা খুলে গেলো এই আনবক্সিং-এ।”

বইবিলাসের ডায়েরি

#রাখিররাজ্য

30/08/2025

1. "একটা বড় বাক্সে লুকানো ছিল আমার স্বপ্নের বইগুলো… চল দেখাই আনবক্সিংয়ের জাদু! 🎁📖"

২. "বই আসলে উপহার নয়, ওগুলো আসলে জীবনসঙ্গী ❤️ আর আজ সেই সঙ্গীর আনবক্সিং!"

ভিডিও শেষে বলে দিয়েছি বইগুলো কোথা থেকে নিয়েছি।

বইবিলাসের ডায়েরি

#রাখিররাজ্য

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে।অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে;বুঝবে, সেদিন বুঝবে!ছবি আমার বুকে বেঁধে,প...
27/08/2025

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে।
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে;
বুঝবে, সেদিন বুঝবে!
ছবি আমার বুকে বেঁধে,
পাগল হলে কেঁদে কেঁদে
ফিরবে মরু, কানন, গিরি,
সাগর, আকাশ, বাতাস চিরে
যেদিন আমায় খুঁজবে
বুঝবে, সেদিন বুঝবে! (কবিতা: অভিশাপ)

কবির সঙ্গে আমার আলাপ হয় সেই শিশু বেলায়। মুখস্থ করতাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তারপর একে একে তার ছড়া কাটি। কিন্তু বুঝতাম না জাতীয় কবি মানে কি? এখন ফিল করি আসলেই আমাদের জাতীয় কবি। আমাদের চেতনা কাজী নজরুল ইসলাম। একজন স্টার।

যেই কলমে বিদ্রোহের অগ্নিশিখা প্রজ্বলিত হইয়াছিল, সেই একই কলমে পুনরায় বাজিয়াছিল প্রেমের সুর। আজ সেই মহান কবি ‘কাজী নজরুল ইসলামের’ প্রয়াণ দিবসে তাঁহার আত্মার মাগফিরাত কামনা করিয়া, গভীর শ্রদ্ধা ও ভালবাসার সহিত তাঁহাকে স্মরণ করিতেছি।

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাখির রাজ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category