MD Raju Islam Raj

MD Raju Islam Raj Welcome to MD RAJU ISLAM RAJ official page! Stay connected by following us for regular updates and exciting new videos.

Don’t miss out fresh content is coming your way!

01/06/2025

Attitude 😎

কবে ইন্টে'রিম?
09/05/2025

কবে ইন্টে'রিম?

08/05/2025

আমাদেরকে কেউ গুলি করে থামাইতে পারবেন না।

আমরা আমাদের জীবন ওয়াক'ফ করে দিয়েছে এই বাংলাদেশকে। জুলাই এর পক্ষের সকল শক্তি নিজেদের জীবন এই দেশের জন্য ওয়াক'ফ করেছে।

জুলাই আমাদের! জুলাই আমাদের সবার!!

আমাদের ম্যান্ডেট শুধুমাত্র জনগণের কাছে, আমাদের ম্যান্ডেট জুলাইয়ের ২০০০ শহীদ এবং ৩০ হাজার আহত'র কাছে।

02/05/2025

"আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চাই—যেখানে ক্ষমতা প্রশ্নের ঊর্ধ্বে নয়। যেমন খলিফা ওমর (রাঃ) এর শাসনব্যবস্থায়, অর্ধ পৃথিবীর শাসককেও একজন সাধারণ মানুষ জিজ্ঞাসা করতে পারে: 'আপনি এই কাপড় কোথা থেকে পেলেন?' আমরাও চাই এমন একটি সমাজ, যেখানে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে থাকবে জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা।" - Hasnat Abdullah

28/04/2025

শুভ জন্মদিন নাহিদ ভাই❣️বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক।
নাহিদ ইসলাম

মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ওয়েবসাইট—এই ৫টি ফ্রি AI টুল দিয়ে!আপনি যদি ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, ফেসবুক প...
27/04/2025

মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ওয়েবসাইট—এই ৫টি ফ্রি AI টুল দিয়ে!

আপনি যদি ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা, ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল চালান—তাহলে নিজের একটা ওয়েবসাইট থাকা এখন সময়ের দাবি। আর এখন AI এর সাহায্যে আপনি নিজেই মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল মানের ওয়েবসাইট, কোনো কোডিং ছাড়াই!

১) Durable.co – AI দিয়ে ৩০ সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে দেয়, শুধু পেজের নাম লিখলেই হবে।

২) Bookmark.com – AI ডিজাইনার "AIDA" আপনার ব্যবসা বুঝে ওয়েবসাইট বানিয়ে দেবে নিজে থেকেই।

৩) Zyro.com – AI Website Builder এবং AI Writer দুটোই আছে। সহজ ইন্টারফেসে সব করা যায়।

৪) Framer.ai – যারা একটু ডিজাইন ফোকাসড ওয়েবসাইট চান, তাদের জন্য দারুণ অপশন।

৫) Hostinger AI Website Builder – একদম ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা নিয়ে তৈরি, কোনো কোড লাগবে না।

এইসব টুল ব্যবহার করে আপনি পোর্টফোলিও, ব্লগ, বিজনেস ওয়েবসাইট বা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাতে পারেন ফ্রিতে বা অনেক কম খরচে।

একটু সময় দিন, আর নিজের অনলাইন উপস্থিতি তৈরি করে ফেলুন আজই!

#ফ্রিওয়েবসাইট #বাংলায়টেকনোলজি

৩০টি ফ্রি AI ভিডিও টুল! ভিডিও এডিটিং না জানলেও এখন আপনি নিজেই বানাতে পারবেন প্রফেশনাল ভিডিও!আপনি কি ইউটিউব, ফেসবুক, ইনস্...
26/04/2025

৩০টি ফ্রি AI ভিডিও টুল! ভিডিও এডিটিং না জানলেও এখন আপনি নিজেই বানাতে পারবেন প্রফেশনাল ভিডিও!

আপনি কি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানান? ভিডিও এডিটিং শেখা না থাকলেও এখন ৩০টি ফ্রি AI টুল দিয়ে আপনি নিজেই বানাতে পারবেন চমৎকার প্রফেশনাল ভিডিও!

চলুন জেনে নেই কোন টুল কী কাজে লাগে:

১) Pictory – শুধু লিখে দিলেই ভিডিও বানিয়ে দেয়, ভয়েসসহ।
২) Lumen5 – ব্লগ বা আর্টিকেল থেকে অটো ভিডিও তৈরি করে।
৩) Runway ML – ব্যাকগ্রাউন্ড রিমুভ, ভিডিও রিস্টোর, স্মার্ট কাটসহ আরও অনেক কিছু।
৪) Synthesia – AI স্পিকার দিয়ে যেকোনো ভাষায় ভিডিও তৈরি।
৫) InVideo – টেমপ্লেট দিয়ে সহজে মার্কেটিং ভিডিও বানানো যায়।
৬) Descript – টেক্সট দিয়ে ভিডিও এডিট করা যায়, ভয়েসও এডিট করা যায়।
৭) Veed.io – অনলাইন ভিডিও এডিটিং, সাবটাইটেল অটো যুক্ত করে।
৮) Flexclip – সহজ ইন্টারফেসে স্লাইড ভিডিও, টেক্সট ও অডিও যুক্ত করার সুযোগ।
৯) CapCut (AI) – স্মার্ট কাট, রিমুভাল, এফেক্টসসহ অসাধারণ টুলস।
১০) Magisto – অটো ভিডিও তৈরি করে AI দিয়ে।
১১) Wisecut – ভিডিও থেকে নিরবতা কেটে সাবটাইটেল যুক্ত করে।
১২) Animoto – ফটো থেকে ভিডিও বানায় প্রফেশনাল লুকে।
১৩) Steve.ai – স্ক্রিপ্ট দিলেই ভিডিও তৈরি করে কার্টুন বা লাইভ অ্যাকশন ফর্মে।
১৪) Kaiber – ছবি ও ভিডিও থেকে সিনেমাটিক এফেক্টস যুক্ত করে।
১৫) DeepBrain – ফেস ও ভয়েস দিয়ে প্রেজেন্টেশন ভিডিও তৈরি।
১৬) Heygen – বাস্তবধর্মী ভিডিও তৈরি করে মুখে ভাষা বদলে।
১৭) Rephrase.ai – ভিডিওতে কাস্টমাইজড AI মুখ ব্যবহার করে।
১৮) Synthesys – রিয়েলিস্টিক ভয়েসওভার ও মুখ নিয়ে ভিডিও তৈরি করে।
১৯) Elai.io – প্রোডাক্ট ভিডিও বা প্রেজেন্টেশন বানাতে ভালো।
২০) Clipchamp – উইন্ডোজ ইউজারদের জন্য সহজ ভিডিও এডিটিং টুল।
২১) Powtoon – অ্যানিমেটেড প্রেজেন্টেশন ও ভিডিওর জন্য বিখ্যাত।
২২) Tome – ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ভিডিওর জন্য আদর্শ।
২৩) Designs.ai Videomaker – সহজে প্রোমো ভিডিও বানানো যায়।
২৪) Murf.ai – ভয়েসওভার দিয়ে ভিডিও তৈরি করতে সহায়ক।
২৫) Wave.video – সোশ্যাল মিডিয়ার ভিডিও মার্কেটিংয়ের জন্য দারুণ।
২৬) Veed Studio – ফিচার-সমৃদ্ধ ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম।
২৭) AutoDraw + Video – হাতে আঁকা ছবিকে ভিডিওতে রূপান্তর করে।
২৮) Kapwing – ভিডিও কাট, সাবটাইটেল, ট্রান্সলেশন—সব এক জায়গায়।
২৯) Canva Video Editor – প্রেজেন্টেশন ও রিল টাইপ ভিডিও বানানো যায় সহজে।
৩০) Remove.bg + Canva – ছবি ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিওতে যুক্ত করতে সহজ টুলস।

এইসব টুল ব্যবহার করে আপনি নিজের কনটেন্টকে এক লেভেল ওপরে নিয়ে যেতে পারবেন—একেবারেই ফ্রি!

#বাংলায়ভিডিওএডিট #ভিডিওবানান #ডিজিটালবাংলাদেশ

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —  ১...
26/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

ফলো করুন MD Raju Islam Raj পেইজ কে👍

24/04/2025

This Scenari 🥰🥰

Address

Bagerhat

Telephone

+8801748425932

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Raju Islam Raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Raju Islam Raj:

Share