Ratul Roy

Ratul Roy Your go-to Local SEO expert for driving more traffic, leads, and sales from your community. Let’s grow your business with smart, data-driven SEO solutions.

হ্যালো লোকাল SEO লার্নারস! 🥱কি অবস্থা সবার?😶 আমরা তো সাইটম্যাপ সম্পর্কে সবাই কম বেশি জানি, কেন জরুরি, কিভাবে করতে হয় ব্...
30/05/2024

হ্যালো লোকাল SEO লার্নারস! 🥱

কি অবস্থা সবার?😶 আমরা তো সাইটম্যাপ সম্পর্কে সবাই কম বেশি জানি, কেন জরুরি, কিভাবে করতে হয় ব্লা ব্লা ব্লা....😐

কিন্তু আমার মতো একজন লোকাল SEO লার্নার হিসেবে আপনি কি GEO sitemap কি? কিংবা কিভাবে করতে হয় এটা কি জানেন? 🤔
হ্যা, এটা সত্য, এটা জানলে আপনি লোকাল SEO কিং হয়ে যাবেন না কিংবা খুব বেশি কিছু জেনে যাবেন তাও না। 😐

যাই হোক, এই পোস্টটা শুধু মাত্র আমার মতো বাচ্চা লোকাল SEO লার্নারদের জন্য 😉

GEO sitemap হলো একটা স্পেশালাইজড সাইট ম্যাপ যেটা লোকাল SEO তে সার্চ ইঞ্জিনকে বিজনেসের জিও গ্রাফিকাল লোকেশন এবং সার্ভিস এরিয়া সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এই স্পেশাল সাইট ম্যাপ মূলত সার্চ ইঞ্জিনকে আপনার ব্যবসার লোকেশনের ডিটেইলস সম্পর্কে একটা স্ট্রাকাচার্ড ডাটা দেয় যেটা নরমালি আপনাকে সার্চ ইঞ্জিনে লোকালি ভিজিবল হইতে ৯৯৯৯+১ = ১০০০০ এখানের এই ১ এর মতো হোইলেও হেল্প করবে 😑

এবার এসব বকবকানি ছেড়ে আসি কিভাবে এটা করবেন 😐

কাজ ১: সর্বপ্রথম আপনার কাজ ব্যবসার লোকেশন, সার্ভিস এরিয়া এগুলো সম্পর্কে পাই টু পাই ইনফরমেশন গ্যাদার করা street, city, state, postal code, country, latitude, longitude যা কিছু সম্ভব সব ইনফরমেশন কালেক্ট করেন!

কাজ ২: আপনি যদি কাস্টম সাইটম্যাপ আগে তৈরি করে থাকেন কিংবা করতে হবে এটা জানেন ( এটা এমন কোনো কঠিন কাজ না ) তাহলে আপনার জন্য শুধু স্ট্রাকচারটা বুঝলেই হবে, and নতুন শুধু এই দুটো ট্যাগ এড করতে হবে xml সাইটম্যাপ এর ভিতর। বোঝার সুবিধার্থে একটা স্যাম্পল কোড দিলাম আশা করি এখন বুঝবেন



http://www.example.com/location1

kml

37.774929
-122.419416





আর যদি কাস্টমলি তৈরি না করে থাকেন কিংবা কিভাবে করতে হয় এটা না জানেন যদি আমার মতো টুলস দিয়ে ( ম্যানুয়ালি পারি না তা কিন্তু না 😁) জেনারেট করা পাবলিক হন তাহলে আপনি এই টুলসা ইউজ করতে পারেন 🫴
https://www.geositemapgenerator.com/generate
এটা ব্যবহার করেও যদি করতে অসুবিধা হয় ইনবক্সে নক দিয়েন, চেষ্টা করবো সাহায্য করার।

কাজ ৩: Xml সাইট ম্যাপ তৈরি করা হয়ে গেলে আপনার কাজ হবে এটাকে কোনো টুলস এর মাধ্যমে ভ্যালিডেট করা যদি দেখেন সব ঠিক আছে তাহলে পরের স্টেপে চলে যান, ওহ সরি পরের কাজে অর্থাৎ কাজ ৪ 😁

কাজ ৪: এখন xml ফাইলটা কে ওয়েবসাইটের রুট ডিরেক্টরি তে আপলোড করে দেন এবং সার্চ ইঞ্জিনে নতুন সাইটম্যাপটা সামবিট করুন। ব্যাস আপনার কাজ শেষ 😪

যাই হোক আরেকটু বড় করি লেখাটাকে 😁

তিনটা বিষয় আপনি মাথায় রাখবেন এটা করার সময় 🤓

বিষয় ১: আপনার বিজনেস এর লোকেশন বেজড যে ডেটা গুলো দিচ্ছেন তা ১০০ বার এনসিওর করেন যেন একুরেট হয়।

বিষয় ২: আপনার গুগল বিজনেস প্রোফাইল এর ইনফরমেশন এর সাথে যেন ১০০০০০০০% মিল থাকে।

বিষয় ৩: যা কিছু ওয়েবসাইটে চেন্জ করতেছেন নিয়মিত সাইট ম্যাপ এ তা আপডেট করেন।

এই হলো লোকাল SEO যে GEO sitemap, একজন লোকাল SEO শিক্ষার্থী হিসেবে আমার মতো আপনার ও এটা জানা উচিৎ ( এক্সপার্ট দের জন্য নয় 🛡️) যেটা একটু হলেও আপনার নলেজকে ইনরিচ করবে🗡️

ভুল কিছু বললে, ছোট মানুষ হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভুলটাকে ধরিয়ে দিয়ে শুধরানোর সুযোগ দিবেন।

ধন্যবাদ 🤲

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Ratul Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share