Tauhidul Islam Khan

Tauhidul Islam Khan SALAM, This is Tauhid Khan from Bagerhat

27/09/2025

জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভা জামায়াতের বিক্ষোভ মিছিল।

27/09/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত জু্লাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা ও পৌরসভা জামায়াতের বিক্ষোভ মিছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আমাদের বাগেরহাটের কৃতী সন্তান বিজয়ী হওয়ায় অভিনন্দন।মো: বে...
13/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আমাদের বাগেরহাটের কৃতী সন্তান বিজয়ী হওয়ায় অভিনন্দন।

মো: বেলাল হোসেন অপু, কার্যকরী পরিষদ সদস্য, ডাকসু।

#ডাকসু_নির্বাচন #বাগেরহাট #কৃতী_শিক্ষার্থী

07/09/2025

“স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী
আমরা থামব না।”

#ঐক্যবদ্ধশিক্ষার্থীজোট
#ডাকসু২৫

06/09/2025

কার্যনির্বাহী সদস্য প্রার্থী | ব্যালট নং ১৩৭

বেলাল হোসাইন অপু খান
সমাজকল্যাণ বিভাগ
সেশন ২০১৮-২০১৯

#ঐক্যবদ্ধশিক্ষার্থীজোট #অপুবাগেরহাট

বাংলাদেশ থেকে ড. খলিলুর রহমান (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রো'হিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ...
05/09/2025

বাংলাদেশ থেকে ড. খলিলুর রহমান (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রো'হিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ) চীনের সামরিক প্রদর্শনীর সময় বিশ্ব নেতাদের সাথে উপস্থিত ছিলেন।

এটা দেশের ভবিষ্যৎ ভূ-রাজনৈতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ জন্মের পর প্রথম এমন দৃশ্য দেখলাম🖤🇧🇩

ইন্দোনেশিয়ায় এই ১ সপ্তাহের বিক্ষোভে কত জন মারা গেছে জানেন?মাত্র ৭ জন। এমনকি আরেকটু বাড়িয়ে যেটা নিউজে বলা হয়েছে সেটাও ১০ ...
04/09/2025

ইন্দোনেশিয়ায় এই ১ সপ্তাহের বিক্ষোভে কত জন মারা গেছে জানেন?

মাত্র ৭ জন। এমনকি আরেকটু বাড়িয়ে যেটা নিউজে বলা হয়েছে সেটাও ১০ জনের বেশি নয়।

প্রথম যে ডেলিভারি ম্যানের মৃত্যু নিয়ে আন্দোলন ফুঁসে উঠে, সেটাও মার্ডার উইপেন ব্যবহার করে করা হয়নি।

প্রথম মৃত্যুর পরে সরকার ক্ষমা চেয়েছে, পুলিশ ক্ষমা চাইছে। ২৪ ঘন্টার মধ্যে সব দাবি সরকার মেনেও নিয়েছিল।

অথচ ৪ আগস্ট শুধু ঢাকায় ৯৭ জন মারা যায়। সরাসরি মার্ডার উইপেন ব্যবহার করা হয়। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে নিরস্ত্র ছাত্রদের গুলি করা হয়। গুলি করার পর শো ডাউন করে রাস্তায় রাস্তায় ঘুরানো হয়।

তারপরেও হাসিনা ও তার কর্মীরা মনে করেন তারা কোনো ভুল করেন নাই। সামান্য অনুশোচনা তাদের মধ্যে নাই।

01/09/2025

ডিভাইসটা দেখতে সুন্দর। দেখেই মনে হচ্ছে শিশুদের কোনো খেলনা মোবাইল অথবা রেডিওর মতো কিছু একটা?আদতে এটা এমন একটা ডিভাইস যেটা...
01/09/2025

ডিভাইসটা দেখতে সুন্দর। দেখেই মনে হচ্ছে শিশুদের কোনো খেলনা মোবাইল অথবা রেডিওর মতো কিছু একটা?

আদতে এটা এমন একটা ডিভাইস যেটাতে অডিও আকারে বাইবেল শোনা যায়৷ আর, মানুষের হাতে হাতে এটা বিলি করছে খ্রিস্টান মিশনারীর দল। তাদেরই একটা দল টিএসসির মতো জায়গায় এসে এটা বিলি করে গিয়েছে সেখানকার ছাত্র, কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে। একেবারে বিনামূল্যে। ঘটনাটা আরও ৬-৮ মাস আগের।

ওয়েল। এটাকেই বলে ডেডিকেশান। পশ্চিমের আয়েশি জীবনযাপন ছেড়ে এইসকল মিশনারীরা বছরের পর বছর ধরে পড়ে থাকে বাংলাদেশে। তা-ও আবার গুলশান, বনানী, বারিধারায় থাকে না তারা৷ তাদের অধিকাংশ কাজ হলো পার্বত্য অঞ্চলে, উত্তরবঙ্গের দুর্গম অঞ্চলগুলোতে যেখানে দারিদ্র‍্যের মাত্রা অত্যধিক।

যেসকল মানুষেরা দারিদ্র-পীড়িত, এইসব মিশনারীরা টার্গেট করে তাদেরকেই বেশি। তারা খাবার দেয়, অনেককে ভ্যান, রিকশা, অটো কিনে দেয়, কাউকে দোকান করে দেয়। তাদের ছেলেমেয়েদের জন্য সেখানে তারা আলাদা স্কুল খুলে। ওরাই চালায়—মিশনারী স্কুল।

এইসবকিছুর আল্টিমেট উদ্দেশ্য হলো—মানুষকে খ্রিস্টান বানানো।

আপনি ভাবতে পারেন, ‘আরেহ, এত সহজ নাকি? কাউকে বলল আর খ্রিস্টান হয়ে গেল? মানুষ এত বোকা?’

জি, মানুষ এত বোকা নয়, তবে তারা যেসব অঞ্চলে কাজ করে সেসব অঞ্চলের মানুষের যুক্তিবোধ, ঈমান-বোধ এত তীব্র আর প্রখরও নয়। তারা অতি অল্পতেই বিশ্বাস করে ফেলে সবকিছু। মিশনারীদের কৌশলও অভিনব। তারা খ্রিস্টান ধর্মকে এমনভাবে উপস্থাপন করে, যেন তা ইসলামের বিরোধি কিছু বলে মনে না হয়৷ যেন দুটো ধর্ম একেবারে কাছাকাছি। একই মায়ের পেটের দুই সহোদর ভাইয়ের মতো। ইসলাম ছেড়ে খ্রিস্টান হলে যেন খুব বেশি কিছু হেরফের হয় না।

গরিব মানুষগুলো যখন দেখে তারা খাবার পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে, বাঁচার অবলম্বন পাচ্ছে, সন্তানদের পড়াশোনা হচ্ছে, তখন তারা খুব সহজেই বিশ্বাস বদলে ফেলে।

আমরা রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে মেতে আছি৷ আমাদের আলোচনার টেবিলে, সোশ্যাল মিডিয়া ফিডে কতো বাহারি টপিকের আলোচনা, কিন্তু একই সময়ে ( ভুল বলেছি। তাদের এই তৎপরতা বহু বহু বছর ধরে বিদ্যমান) খ্রিস্টান মিশনারীরা সারাদেশজুড়ে তাদের মিশন চালিয়ে যাচ্ছে নীরবে, নিভৃতে। তারা এখন পৌঁছে যাচ্ছে টিএসসির মতো শিক্ষিত আর এলিটদের জায়গাতেও৷

আমাদের সুসংগঠিত কোনো কর্মপরিকল্পনা নেই। সুসংগঠিত কোনো দল নেই, মিশন নেই, ভিশন নেই৷ নিজেদের দল, মত, পন্থাকে জয়ী করতেই আমাদের সমস্ত শ্রম বিনিয়োগ করছি।

অন্যদিকে, কওমের আস্ত একটা অংশকে ঈমান থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সেদিকে আমাদের কোনো পদক্ষেপ তো দূর, ভ্রুক্ষেপই নেই।

আরিফ আজাদ

01/09/2025

আলহামদুলিল্লাহ!
"ডাকসু হবে"।
হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত।

31/08/2025

22 মানেই আগুন🏮🏮
সাদিক কায়েম

.
আসছে আগামীকাল
চোখ রাখুন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পেইজে
Video: Dhanshalik

চবিতে ছাদ থেকে কুপিয়ে ফেলে দেয়া ভাইটা ছাত্রশিবিরের রাজিউর রহমান রাজু।
31/08/2025

চবিতে ছাদ থেকে কুপিয়ে ফেলে দেয়া ভাইটা ছাত্রশিবিরের রাজিউর রহমান রাজু।

Address

Bagerhat
Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tauhidul Islam Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tauhidul Islam Khan:

Share