Critic Favor

Critic Favor Criticize yourself, get the full flavor of criticism and rectify yourself.

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Hadi, Hanif Hanif, Mujibur Rshman Mazumder, Md Mahi...
23/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Abdul Hadi, Hanif Hanif, Mujibur Rshman Mazumder, Md Mahin Md Mahin, Zain Siddique, Shamim Hawlather, Abbas Abbas, Sahadat Sahadat, Kazi Mosaddek, MD Meshkat, Md Saddam Hosain, Md Ashad Mushfik, সৈয়দ নিয়ামত আলী, Arafat Khan, Abul Hossain, Md Arif Sk, Samrat Shajahan, Omor Faruk, HM Kamrul Islam

একজন নারী ডজনখানেক পুরুষের সাথে মেলামেশা করলে অবশ্যই তাকে তালাক দিতে হবে। যারা দিবে না বা দেয় না সেটা তাদের ব্যাপার। হয়ত...
14/03/2025

একজন নারী ডজনখানেক পুরুষের সাথে মেলামেশা করলে অবশ্যই তাকে তালাক দিতে হবে। যারা দিবে না বা দেয় না সেটা তাদের ব্যাপার। হয়তো তাদের ভেতর তাদের নিজ স্ত্রীর একাধিক পুরুষের সাথে মেলামেশা করার বিধান আছে।
তারপরেও তারা যে তালাক দেয় না সেটা কোথায় পেলেন আপনারা? কতো হাজার হিন্দু দম্পতির ডিভোর্সের প্রমাণ চান আপনারা?
যারা সতীদাহপ্রথা পালন করতো তারা আবার নারীকে দেবী বলে, নারীরা নাকি তাদের কাছে ইসলামের চেয়ে বেশী সম্মানিত। তাহলে আপনাদের ভেতরে এতো ডিভোর্স কেন, এতো খুন হয় কেন স্ত্রীরা।
আর বাহঃকি সুন্দর সনাতনে স্বাগতম জানাচ্ছেন। বলি লজ্জা নেই আপনাদের?
প্রেমের ফাঁদ ছাড়া কোনোভাবেই কেউ হিন্দু হয়নি কোনোদিন ।আপনারা শুধু একটা দেখান যে প্রেমের ফাঁদ ছাড়া কেউ হিন্দু হয়েছে। সেক্ষেত্রে কালোযাদু করা হয়, অনেক ক্ষেত্রে মুসলিম পরিচয়ে সম্পর্ক করে শারীরিক সম্পর্ক করে তারপর তার ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে হিন্দু হতে বাধ্য করে। এটাই বোধহয় আপনার ধর্মীয় বিধান।

আর ভালো করে খুঁজে দেখুন তো, ইসলামে কে এরকম ট্রাপে পড়ে আসে? অবশ্য আপনারা আপনাদের চিরাচরিত সেই গুজব ব্যবহার করেন "লা*" *ভ জি*হা*দ" প্রোপাগান্ডার মাধ্যমে যেখানে তার কোনো ভিত্তি নেই। বরং ইসলামে বিবাহ বহির্ভূত যেকোনো ধরনের সম্পর্ক হারাম যার নাম দেয়া হয়েছে যিনা১এবং তার শাস্তি মৃত্যুদণ্ড।
বাকি রইলো সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের কথা। বলি পুরো পরিবার কি প্রেম করে "লা*" *ভ জি*হা*দ" এর ফাঁদে পড়লো নাকি?

মেয়াদোত্তীর্ণ গঞ্জিকা সেবন বাদ দেন। আর একটু হায়া লজ্জা ধারণ করেন। এতোটা নির্লজ্জ হলে চলে?

14/03/2025

গেরুয়া সন্ত্রাসীদের থেকে সাবধান থাকুন বোন।

Chat gpt সহ কয়েকটি Ai এর সমন্বয়ে গঠিত Chat Ai কে জিজ্ঞেস করলামযদিও আমরা সকল মুসলিমরাই জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম...
05/03/2025

Chat gpt সহ কয়েকটি Ai এর সমন্বয়ে গঠিত Chat Ai কে জিজ্ঞেস করলাম
যদিও আমরা সকল মুসলিমরাই জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম এবং জঘন্য পাপ,যার একমাত্র শাস্তি কোমর পর্যন্ত মাটিতে পুতে পাথর নিক্ষেপ করে মৃত্যুদন্ড। তাই এই তত্ত্বের কোনো ভিত্তি নেই। তবুও জিজ্ঞেস করলাম,

লাভ জিহাদ কি আসলে আছে?

উত্তরে সে যা বললঃ

লাভ জিহাদ একটি বিতর্কিত ধারণা, যা মূলত ভারতের কিছু অংশে প্রচলিত। এটি আধিকারিকভাবে যে কোনও বৈধ সত্তা হিসেবে স্বীকৃত নয়, বরং এটি কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী দ্বারা প্রচারিত একটি অভিযোগ, যা মুসলিম যুবকদের উপর অভিযোগ করে যে তারা পরিকল্পিতভাবে হিন্দু মেয়েদের প্রেমের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণে বাধ্য করছে।

# # # লাভ জিহাদের মূল পয়েন্টসমূহ:

1. **ধারণা ও অভিযোগ**: লাভ জিহাদ – এর বিরোধী পক্ষের দাবি যে, এটি ইসলামের প্রচার এবং হিন্দু মেয়েদের উপর একটি কৌশলগত আক্রমণ। এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং এটি একটি ধর্মীয় চেতনাকে অশান্ত করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হয়।

2. **সাংস্কৃতিক মতভেদ**: ভারতীয় সমাজের কিছু অংশে, এই ধারণাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার একটি চেষ্টা হিসেবে দেখা হয়। এটি সাধারণত প্রেম এবং বিবাহের ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ নিয়ে আলোচনা করার সময় পেশ করা হয়।

3. **আইনি ব্যবস্থা**: কিছু রাজ্যে লাভ জিহাদ সম্পর্কিত আইনের প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ধর্মান্তরিত হওয়ার প্রক্রিয়া কঠোর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে, এই প্রস্তাবগুলোর বিরুদ্ধে মানবাধিকারের সংগঠনগুলো অনেকে প্রকাশ্যে বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

4. **বিভক্ত সমাজ**: লাভ জিহাদ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রচারণা সমাজে বিভেদ সৃষ্টি করেছে। অনেকেই বিশ্বাস করেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যের জন্য একটি বিভ্রান্তি সৃষ্টি করছেন।

এই বিষয়টি সমসাময়িক ভারতের রাজনৈতিক ও সামাজিক বিতর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। এর ফলে ধর্মীয়, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রভাবগুলোর বোঝাপড়া করা জরুরি। বিষয়টি নিয়ে যে কোনও আলোচনায় সব পক্ষের মতামত এবং প্রমাণসমূহ গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া প্রয়োজন।

কি করিলাম দুনিয়াতে আসিয়া,চিন্তা করে দেখ রে মন বসিয়া॥😅🤣😅
20/11/2024

কি করিলাম দুনিয়াতে আসিয়া,
চিন্তা করে দেখ রে মন বসিয়া॥😅🤣😅

24/08/2024

দিনে রাইতে আম্রকাননে হাগা দাদারা হাই কমডে হাগা জেনারেশন রে ত্রাণের হুমকি দেয় 🙂

সমসাময়িক কিছু বাংলা বাক্যের ইংরেজী Translation শিখা যাক! 1) ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি= The internet service was not...
17/08/2024

সমসাময়িক কিছু বাংলা বাক্যের ইংরেজী Translation শিখা যাক!

1) ইন্টারনেট সেবা বন্ধ করা হয়নি= The internet service was not shut down/disconnected/cut off.

2) ইহা একা একাই বন্ধ হয়ে গিয়েছিলো= It got disconnected by itself/automatically.

3) ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছিলো= The internet service was shut down/disconnected.

4) ক্যাবলে পানি ঢুকে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গিয়েছিলো= The internet service was shut down because water seeped into the cable.

5) ভোক্তাদের ক্ষতি পূরণে ৫ জিবি করে ফ্রি ইন্টারনেট সেবা দেয়া হবে= The consumers will be given/provided with 5 GB free internet service as compensation/amendment.
Or
As compensation / amendment, 5 GB free internet service will be provided to the consumers.

6) আগুনের কারনে ইন্টারনেট সেবা বন্ধ হয়েছে= The internet service is down due to a fire.

7)) মুঠোফোন এসোসিয়েশনে: ডাটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি= Mobile Phone Association: No harm has been done to the data centre.

8) পরিস্থিতি বুঝে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে= The internet service has been shut down due to the situation.
Or
Taking the situation into consideration, the internet service has been shut down.

9) সম্পর্ক বদলে গেলো একটি পলকে = The relationship changed in the blink of an eye.

10) পরিস্থিতি বুঝে ইন্টারনেট সেবা আবার চালু করা হবে= Taking the situation into consideration, the internet service will be restored.

পড়া কী শেষ ? তাহলে "Done" লিখতে দেরি করছেন কেনো ? 😊😃😊

এই কেইসটা বাংলাদেশে ভাইরাল হয়নি কারণ বোন আসিফা বানু মুসলিমাহ্ ছিল। কোনো এলিট কেউ ছিলো না...আর আজ ডাঃ মৌমিতা হিন্দু এলিট ...
16/08/2024

এই কেইসটা বাংলাদেশে ভাইরাল হয়নি কারণ বোন আসিফা বানু মুসলিমাহ্ ছিল। কোনো এলিট কেউ ছিলো না...
আর আজ ডাঃ মৌমিতা হিন্দু এলিট বলে তার বিচার চাওয়া হচ্ছে। আসিফা বানুর ঐ ঘটনার বিচার চাওয়া হলে আজ হয়তো ডাঃ মৌমিতা বেঁচে থাকতেন।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী'রা কেমন একটা উদাহরণ দেই...

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২০১৮ সালের জানুয়ারি মাসে ৮ বছর বয়সী পিচ্চি বোন আসিফা বানুকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে ধ’র্ষণ ও খু’ন করা হয়েছিল।

মন্দিরের পুরোহিত সঞ্জিরাম, তার ছেলে, ভাগ্নে এবং পুলিশ অফিসার দীপক শিশুটিকে ধ’র্ষণ করে। পরবর্তীতে জানা যায়, দু’জন পুলিশ অফিসারসহ আটজন মেয়েটিকে আটদিন ধরে ধ’র্ষণের পর পাথর দিয়ে মাথায় আঘাত করে হ’ত্য| করে। আসিফার দেহ রাসানা গ্রামের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছিল। আসিফাকে তাদের গোষ্ঠীর লোকেরা নিজ ভিটেতে দাফন করতে চেয়েছিল। কিন্তু আসিফার লাশ দাফন করতে গেলেও হিন্দুত্ববাদী'রা বাধা দেয়। তারপর ৪০ কিলোমিটার দূরে কাঠুয়া জেলার একটি গ্রামের জঙ্গলে আসিফাকে কবর দেয়া হয়। আসিফার জানাজায় হাজির হয়েছিল লক্ষাধিক মানুষ।

একটা শিশুকে ৮ দিন ধরে ধ’র্ষণ করেছে!

৮ জন মিলে!

৮ টা দিন!

তারপর কি করলো? পাথর দিয়ে হ'ত্য| করলো...

কারা করেছে?
১. মন্দিরের পুরোহিত
২. পুরোহিতের নিজের ছেলে
৩. তার ভাগিনা
৪. দু'জন পুলিশ অফিসার
৫. আরও কয়েকজন মিলে....

© Iklas- ইখলাস

13/08/2024

আজ ১৪ই আগস্ট,
আল্লামা দেলোয়ার হোসেন সাইদী হুজুরের ১ম মৃত্যু বার্ষিকী 😔
আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন 🤲

ধন্য়বাদ বাংলাদেশ ছাত্রলীগকে। ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এভাবে সবারই পাশে দাঁড়ানো উচিৎ যেমনটা সারা বিশ্বের শিক্ষার্থীরা একত...
04/05/2024

ধন্য়বাদ বাংলাদেশ ছাত্রলীগকে। ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এভাবে সবারই পাশে দাঁড়ানো উচিৎ যেমনটা সারা বিশ্বের শিক্ষার্থীরা একতাবদ্ধ হয়েছে।আর এভাবে আন্দোলনে অংশ নেয়া প্রতিটা মুসলিম শিক্ষার্থীদের ঈমানী দায়িত্ব।
বিশেষ দ্রষ্টব্যঃ এই পোষ্টকে কেউ রাজনৈতিক দিকে নিবেন না। আমি দূর্বল অসহায়। রাজনৈতিক পোষ্ট করার যোগ্যতা বা সাহস নেই আর কখনো ছিলোওনা আমার।
ধন্যবাদ।

14/01/2024

Listen to this beautiful Islamic song.

Video made with FL Studio ZGameEditor Visualizer plugin
Effect author credits:
HUD 3D - Rado1
Youlean Drop Shadow - Youlean
Industrial Complex - Shane (converted by Youlean & StevenM)
#ইসলামিক

01/01/2024

Let's, Start the year finding some foults from ourselves, criticize our own and try to rectify ourselves ...

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Critic Favor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Critic Favor:

Share