
25/04/2025
হুট করেই, আপনার ব্যক্তিগত ছবি/ভিডিও ফেসবুক,ইন্সটাগ্রাম বা ডেটিং ওয়েবসাইট অথবা পর্-ণ ওয়েবসাইটে ছড়ালে, নিজে নিজে কিভবে রিমুভ করবেন! (যদি আপনার বয়স ১৮+ হয়)-
যেহেতু বহু মানুষ এই সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, এবং এসব কাজে সময় দেওয়া আমাদের জন্য কষ্টকর , তাই পাবলিকলি একটা সমাধান দেই!
Stopncii.org ওয়েবসাইটে যাবেন, এবং সেখানে Create a new case এ গিয়ে যেসব ছবি/ভিডিও হুবহু (কোনো ইডিট না করে) সাবমিট দিন। ভাবতে পারেন, এই যে ওয়েবসাইটে সাবমিট দিচ্ছে এটা কি সেইফ?
- উত্তর হ্যা! কারণ আপনি ছবি/ভিডিও আকারে সাবমিট করলেও, সেগুলো Hash আকারে ওয়েবসাইটে স্টোর হয়, অর্থাৎ মেইন ছবি/ভিডিও স্টোর হয়না + এই অর্গানাইজেশন ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক সহ বহু পর্-ন ওয়েবসাইটের সাথে চুক্তিবদ্ধ যে,কোনো ভিক্টিম সেসব ওয়েবসাইটে ছড়িয়ে পড়া ছবি/ভিডিও যদি ভিক্টিমের মতের বিরুদ্ধে ছড়ানো হয়, তবে ভিক্টিমরা চাইলে stopncii এর মাধ্যমে সেগুলো রিমুভ করতে পারবে!!
এখানে ছবি/ভিডিও সাবমিশনে যেসব জিনিস মনে রাখতে হবে-
১. মেসেঞ্জার পাবলিক গ্রুপে শেয়ার করা ভিডিও-ও রিমুভ হয় এর মাধ্যমে
২. পাবলিকলি পোস্ট/ওয়েবসাইটে আপলোড করা কন্টেন্ট রিমুভ হয়
৩. যে ছবি/ভিডিও রিমুভ করবেন, হুবহু একই ছবি/ভিডিও এখানে আপলোড দিতে হবে।
৪. কেইস ওপেন করার সময় একটা ট্রাকিং নাম্বার দিবে (সেটা অবশ্যই অবশ্যই কপি করে কোথাও সেইভ রাখতে হবে) + একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এবং সেই ইউনিক ট্রাকিং কোড ছাড়া কেইসের আপডেট পাবেন্না।
৫. Whatsapp বা এনক্রিপডেট কনভারসেশনে ছড়ানো কন্টেন্ট রিমুভ করা যায়না, এই ওয়েবসাইটের সাহায্যে!
এর বাইরে যে কোনো সমস্যায়, পরিবারকে জানান, আইনী সহায়তা নিন!!
~ Abdullah Al Imran
StopNCII.org is operated by the Revenge P**n Helpline which is part of SWGfL, a charity that believes that all should benefit from technology, free from harm.