Obyadullah

Obyadullah Also he was a media and Newspaper writer.

Kochi Obyadullah is a witer&content creator in BD.Poem writer,vlogger,voice artist.He is making videos Fb page YouTube.He started his career in content creation from his Kochi Obyadullah Blog YouTube channel.

হুট করেই, আপনার ব্যক্তিগত ছবি/ভিডিও ফেসবুক,ইন্সটাগ্রাম বা ডেটিং ওয়েবসাইট অথবা পর্-ণ ওয়েবসাইটে ছড়ালে, নিজে নিজে কিভবে রিম...
25/04/2025

হুট করেই, আপনার ব্যক্তিগত ছবি/ভিডিও ফেসবুক,ইন্সটাগ্রাম বা ডেটিং ওয়েবসাইট অথবা পর্-ণ ওয়েবসাইটে ছড়ালে, নিজে নিজে কিভবে রিমুভ করবেন! (যদি আপনার বয়স ১৮+ হয়)-

যেহেতু বহু মানুষ এই সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন, এবং এসব কাজে সময় দেওয়া আমাদের জন্য কষ্টকর , তাই পাবলিকলি একটা সমাধান দেই!

Stopncii.org ওয়েবসাইটে যাবেন, এবং সেখানে Create a new case এ গিয়ে যেসব ছবি/ভিডিও হুবহু (কোনো ইডিট না করে) সাবমিট দিন। ভাবতে পারেন, এই যে ওয়েবসাইটে সাবমিট দিচ্ছে এটা কি সেইফ?
- উত্তর হ্যা! কারণ আপনি ছবি/ভিডিও আকারে সাবমিট করলেও, সেগুলো Hash আকারে ওয়েবসাইটে স্টোর হয়, অর্থাৎ মেইন ছবি/ভিডিও স্টোর হয়না + এই অর্গানাইজেশন ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক সহ বহু পর্-ন ওয়েবসাইটের সাথে চুক্তিবদ্ধ যে,কোনো ভিক্টিম সেসব ওয়েবসাইটে ছড়িয়ে পড়া ছবি/ভিডিও যদি ভিক্টিমের মতের বিরুদ্ধে ছড়ানো হয়, তবে ভিক্টিমরা চাইলে stopncii এর মাধ্যমে সেগুলো রিমুভ করতে পারবে!!

এখানে ছবি/ভিডিও সাবমিশনে যেসব জিনিস মনে রাখতে হবে-
১. মেসেঞ্জার পাবলিক গ্রুপে শেয়ার করা ভিডিও-ও রিমুভ হয় এর মাধ্যমে
২. পাবলিকলি পোস্ট/ওয়েবসাইটে আপলোড করা কন্টেন্ট রিমুভ হয়
৩. যে ছবি/ভিডিও রিমুভ করবেন, হুবহু একই ছবি/ভিডিও এখানে আপলোড দিতে হবে।
৪. কেইস ওপেন করার সময় একটা ট্রাকিং নাম্বার দিবে (সেটা অবশ্যই অবশ্যই কপি করে কোথাও সেইভ রাখতে হবে) + একটা পাসওয়ার্ড সেট করতে হবে। এবং সেই ইউনিক ট্রাকিং কোড ছাড়া কেইসের আপডেট পাবেন্না।
৫. Whatsapp বা এনক্রিপডেট কনভারসেশনে ছড়ানো কন্টেন্ট রিমুভ করা যায়না, এই ওয়েবসাইটের সাহায্যে!

এর বাইরে যে কোনো সমস্যায়, পরিবারকে জানান, আইনী সহায়তা নিন!!

~ Abdullah Al Imran

StopNCII.org is operated by the Revenge P**n Helpline which is part of SWGfL, a charity that believes that all should benefit from technology, free from harm.

মানি, মোদের প্রেম নয়কো আগের মতন গভীর আর,নইকো মোরা- যেমন ছিলাম সাচ্চা খাঁটি ঈমানদার।লক্ষ্যহারা চঞ্চল মন, কিবলা মোদের নাইক...
21/04/2025

মানি, মোদের প্রেম নয়কো আগের মতন গভীর আর,
নইকো মোরা- যেমন ছিলাম সাচ্চা খাঁটি ঈমানদার।
লক্ষ্যহারা চঞ্চল মন, কিবলা মোদের নাইকো ঠিক,
তোমার প্রেমের পথ ছেড়ে আজ চলছি মোরা দিকবিদিক।
তুমিই-বা সে কম কিসে আর? কইতে যে পাই শরম-লাজ,
সবার সাথেই করছ তো প্রেম! ধরছো হরযায়ী'র সাজ!
-আল্লামা ইকবাল

(হরযায়ী- বহু-বিলাসিনী। একযায়ী।)

[গাজী আল্লামা মুহাম্মদ ইকবাল
জন্ম:- ৯ নভেম্বর ১৮৭৭
শিয়ালকোট, পাঞ্জাব।
মৃত্যু:- ২১ এপ্রিল ১৯৩৮ (বয়স ৬০)
লাহোর, পাঞ্জাব।]

ইনশা আল্লাহ
12/04/2025

ইনশা আল্লাহ

বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম।বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম জমির পরিমানের উপরে ভিত্তি করে জায়গা ছাড়া হয়। তাছ...
11/04/2025

বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম।

বাড়ি করার সময় জায়গা ছাড়ার নিয়ম জমির পরিমানের উপরে ভিত্তি করে জায়গা ছাড়া হয়। তাছাড়া ভবনের উচ্চতা বেশি হলে বেশি জায়গা ছাড়তে হয়। একটা ৪ থেকে ৫ কাঠা জমি হলে নুন্নতম সামনে ১.৫মি দুই পশে ১.২৫ মি, পিছনে ২ মি জমি ছাড়তে হয়। চার পশে জমি ছেড়ে ই বাড়ি তৈরির নিয়ম।
সেট ব্যাক রুল (SetBack Rule) কি?
ভবনের চার পাশে নূন্যতম যে জায়গা ছেড়ে করতে হয় তাকে সেট ব্যাক রুল (SetBack Rule) বলে। বাড়ির চার পশে জমি ছেড়ে করা ই বাড়ি তৈরির নিয়ম।

এই সেট ব্যাক রুল নির্ভর করে জমির পরিমান ও রাস্তার উপরে। নিচে জমির মাপ ও উচ্চতা অনুযায়ী জায়গা ছাড়ের তালিকা দেওয়া হলো।।।।

জায়গা জমি সংক্রান্ত আরো আপডেট পেতে আমাদের ভূমি তথ্য বিডি পেইজে লাইক/ফলো করে আমাদের সাথেই থাকুন

#জমি #দলিল #বাংলা #ভূমি #পরিমাপ #খতিয়ান #জমির #নামজারি #জমি_খবর

08/04/2025
08/04/2025

কালামে ইকবাল...

আলহামদুলিল্লাহ।২৯ রমাদানের শেষ সাহরি, বিদায় নিচ্ছে রমাদান—ঈদ মোবারক, আহলান, সাহলান।হে মালিক জানিনা কতটুকু হতে পেরেছি সফল...
29/03/2025

আলহামদুলিল্লাহ।
২৯ রমাদানের শেষ সাহরি, বিদায় নিচ্ছে রমাদান—
ঈদ মোবারক, আহলান, সাহলান।

হে মালিক জানিনা কতটুকু হতে পেরেছি সফল। রয়েছি কোন দলে—
এ রমাদানে পাপমুক্ত করে প্রভূ, রাখুন আপনার দয়ার ছায়াতলে।

হে মালিক আমাকে ক্ষমা করুন, যেমন ক্ষমা করেছেন প্রিয় কোন মুখ, প্রিয় কোন নাম।
আমাকে তাদের দলে রাখুন, যাদের নাই বিন্দু পরিমাণ বদনাম।

এই রমাদানকে শ্রেষ্ঠ করুন, নিষ্পাপ করুন আমাকে;
পাপের সকল দুয়ার বন্ধ করে, আপনার মত কে আর যতনে আগলে রাখে।

হে আরশের মালিক
আমাকে জান্নাতিদের দলে অন্তর্ভুক্ত করুন। আমিন

©
Obyadullah

রমাদানুল মোবারক
02/03/2025

রমাদানুল মোবারক

18/02/2025

নৈঃশব্দ্য প্রহরে ছুঁয়ে যায় আঙুলে আঙুল দূরে বেশ দূরে, বহুদূরে—
এ শব্দ প্রাচীর ডিঙিয়ে চলে যায় রাত কোন কোন বুকের গভীরে।

ভিজে যায় শিশিরে শিশির রাতেদের সব অলিগলি—
আরও পুড়ে আগুনে আগুন, সেথা বসে একা দ্বীপ জ্বালি।

কত দিন কত রাত কত কত সময়ের কাটা, হেঁটেছে একা একা সূদীর্ঘ আলপথ ধরে।
ভেঙেছে উনুনে হাড়ি, জলে ডুবে এতটা গভীরে।

সব রঙ মুছে যায় ছুঁয়ে যায় কুয়াশা যখন। ছুঁয়ে যায় অনাকাঙ্ক্ষিত রাত জানি! খুব বেশি বেজে ওঠে ঘন্টা ধ্বনি, বেজে ওঠে বাঁশির সুর— তারও দূরে প্রভাতের বাণী।

১৯/০২/২০২৩
এলিফ্যান্ট রোড, ঢাকা।

Address

Sonakhali, Morrelgonj
Bagerhat
9320

Alerts

Be the first to know and let us send you an email when Obyadullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obyadullah:

Share

যা কিছু সব আমার

মানুষ বেঁচে থাকেনা, থাকে মৃত্যুর অপেক্ষায়।

নিতান্তই সাধারণ একজন!

শুধু মানুষ হওয়ার চেষ্টা।

অমানুষ হওয়া সহজ