Bagerhat News-বাগেরহাট নিউজ সবার কথাবলে

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • Bagerhat News-বাগেরহাট নিউজ সবার কথাবলে

Bagerhat News-বাগেরহাট নিউজ সবার কথাবলে সংবাদ-সংযোগ-বিনোদনসহ দেশ-বিদেশের সর্?

রুপসায় এসিল্যান্ডের কাছে  বিচারক  চাইতে গিয়ে কর্মচারীদের হামলায় আহত সেবা গ্রহীতা ইমরানপ্রতিনিধি: খুলনার রুপসা উপজেলার এস...
01/10/2024

রুপসায় এসিল্যান্ডের কাছে বিচারক চাইতে গিয়ে
কর্মচারীদের হামলায় আহত সেবা গ্রহীতা ইমরান

প্রতিনিধি: খুলনার রুপসা উপজেলার এসিল্যান্ডের কাছে বিচার চাইতে গিয়ে কর্মচারীদের হামলার স্বীকার হয়েছেন ইমরান হোসেন নামে এক সেবা গ্রহীতা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রুপসা ভূমি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ জমাদিতে গেলে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার স্বীকার ইমরান হোসেন খুলনা ল কলেজের আইনের ছাত্র এবং ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মো ফজলুল হকের ছেলে। হামলার ঘটনায় তিনি রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগ থেকে জানাগেছে, একটি নামজারী ও মিস মামলায় রুপসা ভূমি অফিসের কর্মচারী জাফর মল্লিকের দুর্নীতি ও হয়রানির স্বীকার হয়ে ইমরান বিষয়টি এসিল্যান্ডকে মৌখিক ভাবে জানালে। এসিল্যান্ড লিখত ভাবে
অভিযোগ দেওয়ার জন্য ইমরানকে পরামর্শ দেয়।
২৯ সেপ্টেম্বর দুপুরে ইমরান রুপসা ভূমি অফিসে কর্মচারী জাফর মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমাদিতে গেলে অফিসের কর্মচারী রেজাউল অভিযোগ জমানিতে অস্বীকার করে এবং ক্ষিপ্ত হয়ে জাফর মল্লিক কে ডেকে নিয়ে আসে। জাফর মল্লিক এসে সেবা গ্রহীতা ইমরানের শার্টের কলার ধরে টেনে হিচড়ে মেরে অফিসের বাহিরে নিয়ে যায়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার বিচার চেয়ে ইমরান রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয় জানতে চাইলে ভূমি কর্মচারী জাফর মল্লিক কোনকিছু জানাতে সাফ অস্বীকার করেন। ভূমি অফিসে সেবানিতে গেলে যেখানে একজন আইনের ছাত্র কে এ ধরনের হেনস্তার স্বীকার হতে হয়। সেখানে সাধারণ মানুষের সেবার মান কেমন হতে পারে তা সচেতন মহলের কাছে এখন প্রশ্নবিদ্ধ।

আমার মন যখন ভীষন খারাপ থাকে বা কোন বিষয়ে মনে কষ্ট জমে। ভাইজানের সাথে একবার দেখাকরি। কেনযেন জানিনা ভাইজানের সাথে কথাবললে...
09/06/2024

আমার মন যখন ভীষন খারাপ থাকে বা কোন বিষয়ে মনে কষ্ট জমে। ভাইজানের সাথে একবার দেখাকরি। কেনযেন জানিনা ভাইজানের সাথে কথাবললে আমার মন খারাপ আর থাকেনা। ঠিক তদ্রূপভাবে জীবন চলার পথে সুখ দুঃখে যিনি পাশে থাকেন আজ তার জন্মদিন। ভাইজানের ব্যবহার, সততা ও ভালোবাসা আমাকে দারুণভাবে মুগ্ধ করে। জন্মদিনের এইখানে আল্লাহ তায়ালার নিকট দোয়া করি আল্লাহ যেন ভাইজানকে শত শত বছর নেক হায়াত দান করেন শুধু আমাদের অনুপ্রেরণার ও ভালবাসার জন্য ♥️

10/04/2024
26/01/2024

ফকিরহাটের পাইকপাড়া স্কুল মাঠে সেই ওয়াজ মাহফিল শীত কমলে আবারও শুরু হবে

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২---------------------------------------------------------বাগেরহাটের ফকিরহাট উপজলোর বৈল...
26/01/2024

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
---------------------------------------------------------
বাগেরহাটের ফকিরহাট উপজলোর বৈলতলী এলাকায় মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জানুয়ারী) সকাল ৮টার দিকে ফকিরহাটের বৈলতলীয় এবং একই এলাকায় গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই দুই দুর্ঘটনা ঘটে। ফকিরহাট মডলে থানার অফিসার ইনর্চাজ (ওস) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন। ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, শুক্রবার সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে মোংলা যাওয়ার পথে বৈলতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাক চালক সোয়েইব হোসনে (২২) ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত সহকারী জাহাঙ্গীর সরদারকে (৩০) প্রথমে উপজলো স্বাস্থ কমপেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলজে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সোয়াইব হোসনে সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরম্নল ইসলামরে ছেলে। এদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজলোর বৈলতলী একই এলাকায় ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাফ ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন। নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থতি হয়ে মরদহে উদ্ধার করে।

সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন!
14/08/2023

সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন!

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Bagerhat News-বাগেরহাট নিউজ সবার কথাবলে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share