
01/10/2024
রুপসায় এসিল্যান্ডের কাছে বিচারক চাইতে গিয়ে
কর্মচারীদের হামলায় আহত সেবা গ্রহীতা ইমরান
প্রতিনিধি: খুলনার রুপসা উপজেলার এসিল্যান্ডের কাছে বিচার চাইতে গিয়ে কর্মচারীদের হামলার স্বীকার হয়েছেন ইমরান হোসেন নামে এক সেবা গ্রহীতা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রুপসা ভূমি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ জমাদিতে গেলে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার স্বীকার ইমরান হোসেন খুলনা ল কলেজের আইনের ছাত্র এবং ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মো ফজলুল হকের ছেলে। হামলার ঘটনায় তিনি রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগ থেকে জানাগেছে, একটি নামজারী ও মিস মামলায় রুপসা ভূমি অফিসের কর্মচারী জাফর মল্লিকের দুর্নীতি ও হয়রানির স্বীকার হয়ে ইমরান বিষয়টি এসিল্যান্ডকে মৌখিক ভাবে জানালে। এসিল্যান্ড লিখত ভাবে
অভিযোগ দেওয়ার জন্য ইমরানকে পরামর্শ দেয়।
২৯ সেপ্টেম্বর দুপুরে ইমরান রুপসা ভূমি অফিসে কর্মচারী জাফর মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমাদিতে গেলে অফিসের কর্মচারী রেজাউল অভিযোগ জমানিতে অস্বীকার করে এবং ক্ষিপ্ত হয়ে জাফর মল্লিক কে ডেকে নিয়ে আসে। জাফর মল্লিক এসে সেবা গ্রহীতা ইমরানের শার্টের কলার ধরে টেনে হিচড়ে মেরে অফিসের বাহিরে নিয়ে যায়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার বিচার চেয়ে ইমরান রুপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয় জানতে চাইলে ভূমি কর্মচারী জাফর মল্লিক কোনকিছু জানাতে সাফ অস্বীকার করেন। ভূমি অফিসে সেবানিতে গেলে যেখানে একজন আইনের ছাত্র কে এ ধরনের হেনস্তার স্বীকার হতে হয়। সেখানে সাধারণ মানুষের সেবার মান কেমন হতে পারে তা সচেতন মহলের কাছে এখন প্রশ্নবিদ্ধ।