Islami Jibon Japon

Islami Jibon Japon حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، نِعْمَ الْمَوْلَىٰ وَنِعْمَ النَّصِيرُ-

hello, কেমন আছো সবাই? আশা করি সবাই ভাল আছ. আমার Page টা সবাই Like দাও. তাহলে প্রতিনিয়ত মজার মজার Post পাবে.

04/12/2025

সূরা আর রহমান (الرحمن) - পৃথিবীর সেরা কুরআন তেলাওয়াত | Best Quran Recitation by Sheikh Masud

03/12/2025

যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।

30/11/2025

শক্তিশালী রুকাইয়া আয়াত। জ্বীন, ভূত, কালো যাদু , রোগ, দুশ্চিন্তা কেটে যাবে - POWERFUL RUQYAH AYAT

30/11/2025

আপনার অন্তর প্রশান্ত করুন | সূরা হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত | Surah Al-Hashr

30/11/2025

ইসলামে “হুর” শুধু নারী নয়।

বিস্তারিতভাবে বুঝাই—
🟦 ১) “হুর” শব্দের অর্থ

আরবি حُورٌ ("হুর") শব্দটি লিঙ্গ-নিরপেক্ষ।
অর্থ:

অত্যন্ত উজ্জ্বল চোখের অধিকারী

পবিত্র, সুন্দর, নির্মল সঙ্গী
শব্দটি পুরুষ ও নারী—দুই ক্ষেত্রেই ব্যবহার হতে পারে।

🟦 ২) কাদের জন্য হুর?

কুরআনে জান্নাতে “হুর” শব্দটি এসেছে, কিন্তু কোথাও বলা হয়নি যে
শুধু পুরুষরাই হুর পাবে বা হুর মানেই নারী।

পুরুষ মুমিনরা তাদের উপযুক্ত সঙ্গী পাবে।

নারী মুমিনরাও তাদের পছন্দনীয়, সম্মানজনক সঙ্গী পাবে (স্বামী বা তাদের জন্য উপযুক্ত সঙ্গী)।

অর্থাৎ নারীদের জন্যও সমান পুরস্কার—কিন্তু তাদের ক্ষেত্রে “হুর” শব্দটি আলাদা করে ব্যবহার করা হয়নি, তবে প্রতিশ্রুতির প্রকৃতি একই: “যা মন চায়, যা চোখকে তৃপ্ত করে”।

🟦 ৩) নারী মুমিনদের জন্য কি পুরস্কার?

কুরআন বারবার বলে—

“তোমাদের জন্য জান্নাতে থাকবে তোমাদের মন যা চায় সবকিছু।”

— সূরা ফুসসিলাত 31, সূরা যুখরুফ 71, সূরা কাহফ 31

তাই নারীর জন্য হুর না লিখলেও, সঙ্গী, সুখ, সম্মান—সবই পূর্ণাঙ্গভাবে প্রাপ্ত হবে।

🟦 ৪) তাহলে হুর কেন নারী আকারে বর্ণিত হয়?

অনেক আয়াতের ব্যাখ্যায় ও হাদীসে উদাহরণ হিসেবে নারীর রূপ ব্যবহৃত হয়েছে—
কারণ প্রথম শ্রোতারা অধিকাংশই ছিলেন পুরুষ, তাই ভাষাগত রীতি ছিল পুরুষকে উদ্দেশ্য করে ব্যাখ্যা দেওয়া।

এটা ধারা মাত্র, মূল নীতি নয়।

✔ সারাংশ
হুর লিঙ্গ-নিরপেক্ষ শব্দ।
শুধু নারীকেই বোঝায় না।
পুরুষ-নারী উভয়েই তাদের উপযুক্ত সঙ্গী পাবে।
জান্নাতে প্রতিটি মুমিনের জন্য সম্পূর্ণ সুখ ও পূর্ণতা নিশ্চিত।
Islami Jibon Japon

28/11/2025

Surah Ar Rahman Really beautiful recitation | সূরা আর রহমান (سورة الرحمن) by Sheikh Masud

27/11/2025

আপনার অন্তর প্রশান্ত করুন | আয়াতুর কুরসী | Ayatul kursi

26/11/2025

সূরা ইয়াসিন (يٰس) - মন জুড়ানো তেলাওয়াত | sura yasin bangla | recited by Shamsul Haque

25/11/2025

🌿 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🌿

জীবনে যত সমস্যাই আসুক না কেন, মনে রাখবেন—
আল্লাহ কখনোই কোনো বান্দাকে এমন পরীক্ষায় ফেলেন না, যা সে সহ্য করতে পারবে না।

হয়ে যেতে পারে আজকের দিনটি ভারী…
মনের ভেতর অশান্তি… দুনিয়ার চিন্তায় হৃদয় ক্লান্ত…
তবুও হতাশ হবেন না।

🕊️ আল্লাহর রহমত আপনার ভাবনার চেয়েও বেশি বিস্তৃত।
একটু ধৈর্য ধরুন, একটু দোয়া করুন—
ঠিক সময়ে সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।

🤲 اللَّهُمَّ اجْعَلْ لَنَا مَخْرَجًا مِمَّا نَخَافُ
হে আল্লাহ, আমাদের সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ সহজ করে দিন।

24/11/2025

মানসিক প্রশান্তির জন্য শুনুন সূরা মারইয়াম। Surah Maryam for Anxiety

23/11/2025

আপনার অন্তর প্রশান্ত করুন | সূরা ইয়াসীন | Surah Yaseen

22/11/2025

গতকালকের ভূমিকম্প আমাদের জন্য এক বড় শিক্ষার জায়গা।

হঠাৎ করে মাটি কেঁপে ওঠা আমাদের বুঝিয়ে দেয়—মানুষ হিসেবে আমরা কতটা অসহায়, আর আল্লাহর কুদরতি শক্তি কত মহামহিম। ইসলামে বলা হয়েছে, আল্লাহ কখনো কখনো মানুষের ঈমানকে জাগিয়ে তোলার জন্য, তাদেরকে নিজের ক্ষমতা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এ ধরনের নিদর্শন দেখান।

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন—
“তিনি তোমাদের ভয় দেখান, যাতে তোমরা ফিরে আসো।” (সূরা রা’দ: ৩১)

ভূমিকম্প হোক আর অন্য যে কোনো প্রাকৃতিক ঘটনা—এসবের মাধ্যমে আল্লাহ আমাদের দিকে ডাক দেন, যেন আমরা তওবা করি, নিজের আমল ঠিক করি, আর তাঁর কাছে বেশি বেশি ক্ষমা চাই।

➡️ আসুন, এই ঘটনাকে ভয় নয়, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক সুযোগ হিসেবে দেখি।
➡️ বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলি।
➡️ নামাজ, দোয়া ও সৎকাজে মন দিই।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। 🤲
Islami Jibon Japon

Address

Bagerhat Sadar
Bagerhat
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islami Jibon Japon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share