01/06/2025
সবচেয়ে সুন্দর কন্ঠে সূরা ইয়াসিন (سورة يس) এর তিলাওয়াত | Surah Yasin by Shamsul Haque
► Surah Yaseen / Yasin - سورة يس
► 36th chapter of the Qur'an
► Recited by Shamsul Haque
► Quran Visualization by Islami Jibon Japon team
-------------------------------------------------------------------------------------
৪টি কারণ সূরা ইয়াসিন আপনার দৈনন্দিন জীবনে পড়া উচিত -
হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘প্রত্যেক বস্তুরই একটা হৃদয় থাকে আর কুরআনের হৃদয় হল সুরা ইয়াসিন। যে ব্যক্তি সুরা ইয়াসিন একবার পড়বে, মহান আল্লাহ তাকে দশবার পুরো কুরআন পড়ার সওয়াব দান করবেন।’ (তিরমিজি)
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘সুরা ইয়াসিন কুরআনের রূহ বা হৃৎপিণ্ড। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের কল্যাণ লাভের জন্য সুরা ইয়াসিন পাঠ করবে তার জন্য রয়েছে মাগফিরাত বা ক্ষমা।
গোনাহ মাফের মাধ্যম সুরা ইয়াসিন।
অভাবমুক্ত থাকার আমল সুরা ইয়াসিন।
মৃত্যুর যন্ত্রণা মুক্ত থাকার মাধ্যম সুরা ইয়াসিন।
রোগ মুক্তির মাধ্যম সুরা ইয়াসিন।
“আল-খতিব বর্ণনা করেছেন যে আলী বলেছেন: আল্লাহর রসূল (সাঃ) বলেছেন: যে ব্যক্তি সূরা ইয়াসীন শুনবে, তা আল্লাহর রাস্তায় তার জন্য ২০ দিনার সমতুল্য হবে।আর যে ব্যক্তি তা পাঠ করবে, তা তার জন্য ২০টি দলিলের সমতুল্য।এবং যে ব্যক্তি এটি লিখলো এবং পান করলো,অতএব হাজার বিশ্বাস,হাজার আলো,হাজার বরকত,হাজার রহমত এবং হাজার রিযিক তার পেটে প্রবেশ করেছে এবং তার থেকে সমস্ত মন্দ ও রোগ দূর করে দিয়েছে।”
---------------------------------------------------------------------------------