17/08/2025
বিভিন্ন প্রকার সারের কাজ, অভাব ও অতিরিক্ত ব্যবহারের ক্ষতি
🔹 ১. ইউরিয়া (Urea – নাইট্রোজেন সার)
কাজঃ
গাছের পাতা সবুজ ও কোমল করে
গাছের বৃদ্ধি ও শাখা-প্রশাখা বৃদ্ধি করে
ধান ও অন্যান্য ফসলে কুশি বাড়ায়
অভাবের লক্ষণঃ
পাতার রং হালকা সবুজ বা হলদেটে হয়ে যায়
গাছের বৃদ্ধি কমে যায়
ধানের কুশি সংখ্যা কম হয়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
গাছ অতিরিক্ত সবুজ হয়ে দুর্বল ও লিকলিকে হয়
রোগ-পোকার আক্রমণ বেশি হয়
শস্যে দানা ভরতে দেরি হয়
🔹 ২. টিএসপি (TSP – ট্রিপল সুপার ফসফেট, ফসফরাস সার)
কাজঃ
গাছের শিকড় মজবুত করে
ফুল ও ফল ধরা বৃদ্ধি করে
বীজের অঙ্কুরোদগমে সহায়তা করে
অভাবের লক্ষণঃ
পাতা গাঢ় সবুজ বা বেগুনি রঙ ধারণ করে
গাছ খাটো হয়, ফলন কমে যায়
শিকড় দুর্বল হয়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
মাটির পিএইচ পরিবর্তন হতে পারে
অন্য কিছু পুষ্টি গ্রহণে বাধা দেয়
ফল ছোট হয় এবং শক্ত হয়
🔹 ৩. ডিএপি (DAP – ডাই-অ্যামোনিয়াম ফসফেট)
কাজঃ
নাইট্রোজেন ও ফসফরাস একসাথে সরবরাহ করে
গাছের প্রাথমিক বৃদ্ধি ও শিকড় উন্নত করে
ফুল ও ফল উৎপাদনে সহায়তা করে
অভাবের লক্ষণঃ (নাইট্রোজেন+ফসফরাস অভাবের মিলিত প্রভাব)
পাতা হলদেটে ও বেগুনি দাগযুক্ত হয়
গাছের বৃদ্ধি কমে যায়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
অতিরিক্ত সবুজ বৃদ্ধি পায় কিন্তু ফলন কম হয়
মাটির অন্যান্য পুষ্টি ভারসাম্য নষ্ট হয়
ফসলে পাতা বেশি হয় এবং ফলন কমে যায়
🔹 ৪. এমওপি (MOP – মিউরিয়েট অব পটাশ, পটাশ সার)
কাজঃ
গাছকে শক্তিশালী করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
ফল ও দানার গুণগত মান উন্নত করে
পানি ব্যবস্থাপনায় গাছকে সহায়তা করে
অভাবের লক্ষণঃ
পাতার প্রান্তে পোড়া দাগ হয়
গাছ দুর্বল ও রোগাক্রান্ত হয়
ফলের আকার ছোট হয়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পায়
অন্যান্য পুষ্টি শোষণে সমস্যা হয়
🔹 ৫. জিপসাম (Gypsum – ক্যালসিয়াম ও সালফার সার)
কাজঃ
গাছের কোষ প্রাচীর মজবুত করে
সালফার সরবরাহ করে, যা প্রোটিন গঠনে জরুরি
মাটির গঠন উন্নত করে
অভাবের লক্ষণঃ
নতুন পাতা হলদেটে বা ফ্যাকাশে হয়
গাছ দুর্বল হয় এবং ফলন কমে যায়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
মাটিতে অতিরিক্ত ক্যালসিয়াম জমে
অন্য পুষ্টির শোষণ বাধাগ্রস্ত হয়
🔹 ৬. জিংক (Zinc)
কাজঃ
গাছের হরমোন ও এনজাইম সক্রিয় করে
গাছের শক্তি বৃদ্ধি করে
ধানের কুশি বৃদ্ধি করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
অভাবের লক্ষণঃ
পাতায় সাদা বা হলদেটে দাগ হয়
কুশি কম হয়
গাছ খাটো হয়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
লোহা ও তামা শোষণে সমস্যা হয়
🔹 ৭. বোরন (Boron)
কাজঃ
ফুল, ফল ও বীজ গঠনে সহায়তা করে
শিকড় বৃদ্ধি ও কোষ বিভাজনে ভূমিকা রাখে
অভাবের লক্ষণঃ
ফুল ঝরে যায়
ফল বিকৃত হয়
ফল ফেটে যায়
শিকড় দুর্বল হয়
মাত্রাতিরিক্ত ব্যবহারেঃ
পাতার প্রান্ত পোড়া রঙ ধারণ করে
গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়
কৃষি তথ্য এবং পরামর্শ পেতে আমাদের পেজটি ফলো করুন এবং পোস্টটি শেয়ার করুন।
#ইউরিয়া #টিএসপি #ডিএপি #এমওপি #জিপসাম #জিংক #বোরন #কৃষিতথ্য #হাবিব_ট্রেডার্স #ধান_চাষ #কৃষি_পরামর্শ
#আধুনিক_কৃষি #উচ্চ_ফলন #কৃষি_প্রযুক্তি