29/05/2023
ফ্রেন্ডলিস্টে থাকা একটি মেয়ে প্রায়ই শাড়ি পরা ছবি দেয়; এতো ভাল্লাগে শাড়িতে তাকে - বলে বোঝাতে পারবো না। কিন্তু তার সব শাড়ি পরা ছবির ক্যাপশনে লেখা- "Ammur Shari ❤"
আমি একদিন তার কাছে ইনবক্সে জানতে চাইলাম-
"সব সময় আম্মুর শাড়ি পরেন ক্যান?"
মেয়েটি উত্তর দিলো-
" আমার কোন শাড়ি নাই। তাই আম্মুর শাড়ি পরি। আম্মুকে শাড়ি কিনে দিতে বললে আম্মু বলে বিয়ের সময় কিনে দিবে।"
আমি তাকে প্রশ্ন করলাম-
" আপনার বয়ফ্রেন্ড আপনাকে শাড়ি কিনে দেয় না?"
মেয়েটি উত্তর দিলো -
"আমার কোন বয়ফ্রেন্ড নাই।"
আমি জানতে চাইলাম-
" আমি যদি শাড়ি কিনে দেই; নিবেন?"
"আমি ক্যানো আপনার দেওয়া শাড়ি নিবো?", "আপনি ক্যানো আমাকে শাড়ি কিনে দিবেন?" - প্রথমে এরকম কথা বললেও পরে মেয়েটি রাজি হলো। মেয়েটি রাজি হওয়ার পর আমি পড়লাম মহাবিপদে। আমার অর্থনৈতিক অবস্থা খারাপ, নিজের খাওয়ার টাকা থাকে না ঠিকমতো, টাকার অভাবে মাঝেমধ্যে না খেয়ে থাকা লাগে, আমি কিভাবে শাড়ি কিনে দিবো? বহু কষ্টে ধার-দেনা করে মেয়েটিকে একটা শাড়ি কিনে দিলাম।
আজ সকালে মেয়েটি আমার দেওয়া শাড়ি পরার পর ছবি ফেসবুকে পোস্ট করে; ক্যাপশনে লিখেছে-
"Ammur Shari ❤"
😒