02/09/2025
ঘূর্ণিঝড় এর সিজন আসছে সামনে।
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর।
এই সময়ে বঙ্গোপসাগরে ঘন ঘন সিস্টেম তৈরী হবে, আর এদের ভেতর থেকে ১ টি বা দুটি ঘূর্ণিঝড় এ পরিনত হতে পারে।
আর আছড়ে পড়তে পারে ভারতে, অথবা বাংলায় অথবা বার্মায়।
সাগরে সিস্টেম এর পূর্বাভাস শুরু হলেই শুরু হয়ে যাবে গুজবের রমরমা ভিউ ব্যাবসা। ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুরু হবে আতংক সৃষ্টিকারী বিভিন্ন খবর!
যেমন, এবার বঙ্গোপসাগরে তৈরী হতেযাচ্ছে ৫০ বছরের ভেতরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, যাতে ডুবে যাবে দেশের উপকূলীয় ১০ টি জেলা ধ্বংস হতে পারে দেশের একাংশ ইত্যাদি ইত্যাদি। আরো ভয়াবহ হলে, বিলিন হতে পারে উমক দ্বীপ ইত্যাদি। বাতাসের গতিবেগ থাকবে ৩০০ কিলোমিটার এর বেশি, এমন অনেক আতঙ্ক সৃষ্টিকারী নিউজ শোনা যাবে সেইসময়।
তাই আপনাদের উচিৎ ঐসকল ভিউ বাড়ানো ও আতঙ্ক সৃষ্টিকারী নিউজ এড়িয়ে চলা। এবং বিশ্বস্ত সোর্স এর দিকে নজর রাখা।
সাগরে নিম্নচাপ আর ঘূর্ণিঝড় যা কিছু তৈরী হোক না কেনো আমরা আপনাদের ঘন্টায় ঘন্টায় রিয়েল টাইম নিউজ দিয়ে যাবো সেইসময় ইনশাআল্লাহ।
সুতরাং কোন মাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারি নিউজ দেখলে সাথে সাথে আমাদের পেজে এসে দেখে নিবেন আসলে এইরকম কিছু সাগরে হচ্ছে কিনা।
এটি একটি বিশ্বস্ত আবহাওয়া প্রতিষ্ঠানের পেজ, সুতরাং আবহাওয়ার ভালোমন্দ কোনকিছু ঘটলে আগে এখানে আপডেট হবে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ওয়েবসাইট ও পেইজেও সঠিক তথ্য পাবেন। তারপর নিউজ মিডিয়া বা অন্য যেকোন কোন মাধ্যমে সেই সত্য তথ্য প্রকাশিত হবে।
আর হ্যাঁ আমাদের ঘূর্ণিঝড় স্পেশাল একটি আবহাওয়া পেজ আছে, যেখানে ঘূর্ণিঝড় এর সকল বিস্তারিত আপডেট থাকে।
Cyclone News: Bay of Bengal
ধন্যবাদ : CPP MONGLA