ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি মোংলা।

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি মোংলা।

ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি মোংলা। মানবতার সেবাই আমাদের লক্ষ।

মাঠ মহড়ার অংশ বিশেষ।
24/09/2025

মাঠ মহড়ার অংশ বিশেষ।

21/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

ঘূর্ণিঝড় এর সিজন আসছে সামনে।অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর।এই সময়ে বঙ্গোপসাগরে ঘন ঘন সিস্টেম তৈরী হবে, আর এদের ভেতর থেকে ১...
02/09/2025

ঘূর্ণিঝড় এর সিজন আসছে সামনে।
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর।

এই সময়ে বঙ্গোপসাগরে ঘন ঘন সিস্টেম তৈরী হবে, আর এদের ভেতর থেকে ১ টি বা দুটি ঘূর্ণিঝড় এ পরিনত হতে পারে।
আর আছড়ে পড়তে পারে ভারতে, অথবা বাংলায় অথবা বার্মায়।

সাগরে সিস্টেম এর পূর্বাভাস শুরু হলেই শুরু হয়ে যাবে গুজবের রমরমা ভিউ ব্যাবসা। ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে শুরু হবে আতংক সৃষ্টিকারী বিভিন্ন খবর!

যেমন, এবার বঙ্গোপসাগরে তৈরী হতেযাচ্ছে ৫০ বছরের ভেতরে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়, যাতে ডুবে যাবে দেশের উপকূলীয় ১০ টি জেলা ধ্বংস হতে পারে দেশের একাংশ ইত্যাদি ইত্যাদি। আরো ভয়াবহ হলে, বিলিন হতে পারে উমক দ্বীপ ইত্যাদি। বাতাসের গতিবেগ থাকবে ৩০০ কিলোমিটার এর বেশি, এমন অনেক আতঙ্ক সৃষ্টিকারী নিউজ শোনা যাবে সেইসময়।

তাই আপনাদের উচিৎ ঐসকল ভিউ বাড়ানো ও আতঙ্ক সৃষ্টিকারী নিউজ এড়িয়ে চলা। এবং বিশ্বস্ত সোর্স এর দিকে নজর রাখা।
সাগরে নিম্নচাপ আর ঘূর্ণিঝড় যা কিছু তৈরী হোক না কেনো আমরা আপনাদের ঘন্টায় ঘন্টায় রিয়েল টাইম নিউজ দিয়ে যাবো সেইসময় ইনশাআল্লাহ।

সুতরাং কোন মাধ্যমে আতঙ্ক সৃষ্টিকারি নিউজ দেখলে সাথে সাথে আমাদের পেজে এসে দেখে নিবেন আসলে এইরকম কিছু সাগরে হচ্ছে কিনা।

এটি একটি বিশ্বস্ত আবহাওয়া প্রতিষ্ঠানের পেজ, সুতরাং আবহাওয়ার ভালোমন্দ কোনকিছু ঘটলে আগে এখানে আপডেট হবে। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ওয়েবসাইট ও পেইজেও সঠিক তথ্য পাবেন। তারপর নিউজ মিডিয়া বা অন্য যেকোন কোন মাধ্যমে সেই সত্য তথ্য প্রকাশিত হবে।

আর হ্যাঁ আমাদের ঘূর্ণিঝড় স্পেশাল একটি আবহাওয়া পেজ আছে, যেখানে ঘূর্ণিঝড় এর সকল বিস্তারিত আপডেট থাকে।
Cyclone News: Bay of Bengal
ধন্যবাদ : CPP MONGLA

আলহামদুলিল্লাহ,, অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইলো প্রিয় স্যার জনাব মামুনার রশীদ সহকারী পরিচালক  সিপিপি মোংলা ও শরনখোল...
02/09/2025

আলহামদুলিল্লাহ,,
অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা রইলো প্রিয় স্যার জনাব মামুনার রশীদ সহকারী পরিচালক সিপিপি মোংলা ও শরনখোলা উপজেলা, এবং জনাব আলমগীর হোসেন, উপ পরিচালক সিপিপি খুলনা জোন।

    Cpp
01/09/2025

Cpp

27/08/2025
উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার আছে, আকাশ দিয়ে সাদা সাদা মেঘের খন্ড দক্ষিণ পুর্ব হতে উত্ত...
26/08/2025

উপগ্রহের চিত্রে দেখা যাচ্ছে দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার আছে, আকাশ দিয়ে সাদা সাদা মেঘের খন্ড দক্ষিণ পুর্ব হতে উত্তর পশ্চিম দিকে ভেসে যাচ্ছে।
আজ রাতে পার্বত্য চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশকিছু এলাকায় তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
আর দিনে খুলনা ও বরিশাল বিভাগের দু এক স্থানে ও দেশের সামান্য স্থানে সল্পস্থায়ীভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আপডেট : ২৬ শে অগাস্ট দুপুর ১ টা।
CPP MONGLA

ঘূর্ণিঝড় এর সময় আসছে সামনে!!আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস  ঘূর্ণিঝড় সৃষ্টির সময়। প্রতিবছর এই সময় বঙ্গোপসাগরে ছ...
23/08/2025

ঘূর্ণিঝড় এর সময় আসছে সামনে!!

আগামী অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস ঘূর্ণিঝড় সৃষ্টির সময়। প্রতিবছর এই সময় বঙ্গোপসাগরে ছোট বড় ঘূর্ণিঝড় সৃ‌ষ্টি হয়, আর কপাল খারাপ থাকলে কোন কোন বছর ঘূর্ণিঝড় সরাসরি আমাদের দেশে আঘাত করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে থাকে।

সামনে যেহেতু ঘূর্ণিঝড় এর মৌসুম তাই আপনাদের ও জানা দরকার কখন সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে ও সেই গুলো কত শক্তি নিয়ে কোথায় আঘাত হানতে পারে।

এসব তথ্য সবার আগে অনেকটা নির্ভুলভাবে জানার জন্য আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন weather team ঘূর্ণিঝড় এর মৌসুমে সবসময় সাগরে নজর রাখবে, তাই আপনারা বিভিন্ন স্থানের আজেবাজে আতঙ্ক সৃষ্টিকারি নিউজ ফলো না করে নিয়মিত আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আমরা সময়মতো আপনাদের সবচেয়ে গ্রহনযোগ্য আপডেট দেবার চেষ্টা করবো।
MONGLA

26/07/2025

দূর্যোগপূর্ণ ও বাজে আবহাওয়ার সতর্কতা!!
আগামীকাল ২৭ শে জুলাই দুপুর হতে পরপর কিছুদিন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় একটানা বৃষ্টির সম্ভাবনা আছে, এতে জনজীবনের স্বাভাবিক কাজকর্মের ব্যঘাত ঘটতে পারা।
অপরদিকে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশকিছু এলাকায় টানা বৃষ্টির সম্ভাবনা আছে।

কিছুদিন পর রংপুর বিভাগেও টানা বৃষ্টির কবলে পড়তে পারে।
ধন্যবাদ : CPP MONGLA

04/07/2025

আজ রাতে ও কাল সকালে দেশের উপকূলে টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। অলরেডি বেশ কিছু এলাকায় বৃষ্টি চলছে!

11/06/2025
করোনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য।
08/06/2025

করোনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য।

Address

Bagerhat
9350

Alerts

Be the first to know and let us send you an email when ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি মোংলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি মোংলা।:

Share

Category