23/07/2025
মানুষের প্রতি মানুষের দয়া মায়া উঠে গেছে অনেক আগেই।এজন্য আল্লাহর ও আগের মতো রহমত নাই।শেষ জামানায় যা হওয়ার কথা।জালিমরা সবার উর্ধে থাকবে।ঈমানদাররা হবে দূর্বল।সম্মানি মানুষের সম্মান থাকবে না।যাকে মাথায় রাখা উচিত।তাকে পায়ে ঠেলে দিবে।মানুষের স্বার্থপর রুপ দেখতে হবে।যতদিন নিজের সব কিছু সেক্রিফাইস দিয়ে করে যাবেন।নিজের জায়গা ছেড়ে দিয়ে তাদের সুখে রাখবেন।দিনশেষে তারাই আপনার সকল কস্টের কারন হবে।একদিন শুনা লাগবে কি করেছেন আপনি।এসব জালিমরা নিজেরদেরকে অনেক বড় কিছু মনে করে।কারো অবদান স্বীকার করা তো দূরে থাক।১% মূল্য /প্রায়োরিটি দিবে না।তাদের জীবনে সেক্রিফাইস নামে কোনো শব্দ নাই।যা ইচ্ছা তাই করবে।নিজেকে ভালো রাখবে।অন্যকে না।একটা সংসারের কথা ভাবেন।একটা বাচ্চা পালতে মা রা কত কস্ট করে।এখন কার ম্যাক্সিমাম বাবারা বাচ্চা পালায় বউকে সাপোর্ট করে না।যা আমরা প্রতিনিয়ত দেখি।তারপর ও পুরুষেরা বাড়ি ফিরে নিজের তেজ দেখাবে।বউের তেজ সহ্য হয় না। বউকে খুন ও করে ফেলতেছে মাছ কাটা নিয়ে।স্বামী স্ত্রী কেউ কাউকে সাপোর্ট দিচ্ছে না।উল্টা কম্পেটিটর হয়ে যাচ্ছে। শুরুতেই বললাম ভালবাসার অভাব/ দ্বায়িত্বের অভাব/ নিজের ১৬ আনা বুঝবে শুধু।আর আপনি যখন নিজের ১৬ আনা বুঝে নিতে যাবেন।তখন এতদিনের সার্থপর মানুষের কাছে আপনি হবেন সবচেয়ে খারাপ মানুষ।যেসব মেয়েরা বিলাসিতা টাকা পয়সা গহনা কিনতেই থাকে।ওরা একদিক দিয়ে সুখী।ঐগুলার মধ্যে ওদের সুখ আছে।ওরা স্বামীর টাকা বাচায় না।
আর যারা স্বামীর থেকে শুধু ভালবাসা সম্মান / সিমপ্যাথি পেতে চায়।ওরা পায়না কিছুই। ওরা এক সময় ২ আনা কিছু কিনতে গেলে ও স্বামী ভাববে এতো কিছু লাগে কেন।তাই তো এখন মেয়েরা সাবলম্বী হচ্ছে। তা ও সুখী হতে পারছে না।কারন ঐ যে যার জন্য যত করবেন কিছুই করেন নাই।শুধু উপরে উঠার চিন্তা।