Sohani Soha

Sohani Soha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohani Soha, Digital creator, Bagerhat.

23/07/2025

মানুষের প্রতি মানুষের দয়া মায়া উঠে গেছে অনেক আগেই।এজন্য আল্লাহর ও আগের মতো রহমত নাই।শেষ জামানায় যা হওয়ার কথা।জালিমরা সবার উর্ধে থাকবে।ঈমানদাররা হবে দূর্বল।সম্মানি মানুষের সম্মান থাকবে না।যাকে মাথায় রাখা উচিত।তাকে পায়ে ঠেলে দিবে।মানুষের স্বার্থপর রুপ দেখতে হবে।যতদিন নিজের সব কিছু সেক্রিফাইস দিয়ে করে যাবেন।নিজের জায়গা ছেড়ে দিয়ে তাদের সুখে রাখবেন।দিনশেষে তারাই আপনার সকল কস্টের কারন হবে।একদিন শুনা লাগবে কি করেছেন আপনি।এসব জালিমরা নিজেরদেরকে অনেক বড় কিছু মনে করে।কারো অবদান স্বীকার করা তো দূরে থাক।১% মূল্য /প্রায়োরিটি দিবে না।তাদের জীবনে সেক্রিফাইস নামে কোনো শব্দ নাই।যা ইচ্ছা তাই করবে।নিজেকে ভালো রাখবে।অন্যকে না।একটা সংসারের কথা ভাবেন।একটা বাচ্চা পালতে মা রা কত কস্ট করে।এখন কার ম্যাক্সিমাম বাবারা বাচ্চা পালায় বউকে সাপোর্ট করে না।যা আমরা প্রতিনিয়ত দেখি।তারপর ও পুরুষেরা বাড়ি ফিরে নিজের তেজ দেখাবে।বউের তেজ সহ্য হয় না। বউকে খুন ও করে ফেলতেছে মাছ কাটা নিয়ে।স্বামী স্ত্রী কেউ কাউকে সাপোর্ট দিচ্ছে না।উল্টা কম্পেটিটর হয়ে যাচ্ছে। শুরুতেই বললাম ভালবাসার অভাব/ দ্বায়িত্বের অভাব/ নিজের ১৬ আনা বুঝবে শুধু।আর আপনি যখন নিজের ১৬ আনা বুঝে নিতে যাবেন।তখন এতদিনের সার্থপর মানুষের কাছে আপনি হবেন সবচেয়ে খারাপ মানুষ।যেসব মেয়েরা বিলাসিতা টাকা পয়সা গহনা কিনতেই থাকে।ওরা একদিক দিয়ে সুখী।ঐগুলার মধ্যে ওদের সুখ আছে।ওরা স্বামীর টাকা বাচায় না।
আর যারা স্বামীর থেকে শুধু ভালবাসা সম্মান / সিমপ্যাথি পেতে চায়।ওরা পায়না কিছুই। ওরা এক সময় ২ আনা কিছু কিনতে গেলে ও স্বামী ভাববে এতো কিছু লাগে কেন।তাই তো এখন মেয়েরা সাবলম্বী হচ্ছে। তা ও সুখী হতে পারছে না।কারন ঐ যে যার জন্য যত করবেন কিছুই করেন নাই।শুধু উপরে উঠার চিন্তা।

25/06/2025

পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর কম্বিনেশন হইলোঃ

অশিক্ষিত + টাকা + ক্ষমতা।

এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়। কোন দূর সম্পর্কের নয় একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই। আজকে ওনার মৃত্যুর জন্য ও...
09/05/2025

এই মানুষটা আমার সম্পর্কে মামা হয়। কোন দূর সম্পর্কের নয় একদমই আপন। আমার মায়ের আপন মামাতো ভাই।
আজকে ওনার মৃত্যুর জন্য ওনার পরিবারের মানুষের দোষ সব থেকে বেশি।
আচ্ছা আপনারাই তো পোস্ট করেন শাশুড়ি খারাপ তার জন্য জীবন অতিষ্ট হয়ে যায়। ব্যাপারটা কিছুটা তেমনই। দুই বছর হইছে বিয়ে করছিলো। মানলাম বউ খারাপ। ভালো না। কিন্তু যখন তার মা দেখলো তারে নিয়ে এতো অশান্তি তার মা কি পারতো না অন্য দুই ছেলের কাছে পাঁচটা মাস থাকতে? বাড়িতে তাদের বিশাল বিল্ডিং। কোন অভাব নাই।তিন ছেলেই জীবনে সফল।টাকা পয়সার কমতি নেই। কিন্তু না উনি তো উনিই।সব শেষ হয়ে যাবে তবুও ছেলেকে ছাড়বে না। ছেলে সারাদিন পর অফিস থেকে ফিরলে মা ছেলে কে ছাড়ে না। মায়ের ব্যাথার গল্প, ছোট বেলার গল্প তো শেষ হয় না এদিকে তার বউয়ের সাথে ঘরে যাইতে যাইতে তার রাত্রি একটা বাজে। তার বউও তো এক্সপেক্ট করে, সে স্বামীর সাথে একটু কথা বলবে। যখনই ঘুরতে যাবে, সব জায়গায় তার মার জোর করে যাওয়া লাগবে।অন্য ছেলেদের কাছে এসব গুলো করে পাত্তা পেত না এজন্য সে সবসময় ছোট ছেলের কাছে থাকতো। অন্য ছেলে ও তার বো দের সাথে ও সম্পর্ক ভালো ছিল না। অন্য ছেলেরা মা অন্যায় আবদারের বিরুদ্ধে কথা বললেও, পলাশ মামা সত্যি বলতে মা বলতে অন্ধ ছিল। আরো অনেক সংসারের কথা আছে থাক না হয় এখন।
আজকে তার ভাই ইন্টারভিউ দিচ্ছে যে তারা ভাইয়ের বউ কে বোঝাইছে শাশুড়িরা এমনই হয় তাদের সাথে মানিয়ে চলতে হয় তাহলে নিজের বউ কে এই কথা বলে নি কেনো?
ভালো সাজতে আসছে। আজকে তাদের কাছে এই মা রে রাখবে কিনা সন্দেহ। মহিলা এতোটাই ভয়ংকর।মা এর এইসব কিছুর শিকার হয়ে হয় ছেলেটা আত্মহত্যা করে, তা না হলে বউটা আত্মহত্যা করে, আর না হয় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায়, আর সাফার করে তার বাচ্চাগুলা আর জিতে যায় মা রা।
বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে তোর পাওয়া যাবে না একটা ডাইলক আছে না।
বাংলাদেশের অভিনেত্রি দিঘী র একটি নাটক আছে।" শেষ চিঠি"। সেম কাহিনী, মার জন্য ছেলেটা শেষ পর্যন্ত তার বউকে নিয়ে এবং তার গর্ভে সন্তান থাকা অবস্থায় বিষ খায়।
প্লিজ একবার দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইলো.
একটা শোক কাটাইয়া উঠতে পারলাম না😭। সকাল থেকে দেখতেছি সবাই বউটার দোষ দিয়ে যাচ্ছে।আরে যার স্বামী লাখ লাখ টাকা মাসে আয় করে তার কোন জিনিসটা অপূর্ণ ছিলো বলেন?
অনেক বার ভাবছি পোস্ট করবো না। মানসিক ভাবে আমরা কেউই ভালো নেই। কিন্তু মানুষের এতো এতো পোস্ট আর ভুল ধারণার জন্য বাধ্য হইলাম🙏


Copy From
@প্রিয়তা পূজা সাহা।

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohani Soha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share