
05/09/2025
২০২২ সালের শ্রীধাম লক্ষীখালীতে রওনা দেবার দুইদিন পর আমরা পৌছালাম পঞ্চমালা গ্রামে সেখানে বিজন শিকদারের বাড়ি থেকে মহৎসব করে আমরা পঞ্চমালার পূর্বদিকে আশ্রমে রাত থাকার জন্য গেলাম। সেখানে রাত্রি যাপন শেষে সকালে আমাদের জলখাবার দেওয়া হল সাথে চায়ের ব্যবস্থা করা হলো চা খেতে খেতে মনে হল একটা স্মৃতি করে রাখি অ্যালবামে যুক্ত হলো অনেকটা ছবি,,, এরকমের হাজার ছবির কালেকশন রয়েছে আমার হাতে। সময় করে করে আস্তে আস্তে সবগুলো দেখাবো। আমাদের পেজের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের ছবিতে ভিডিওতে আপনার মূল্যবান কমেন্ট করবেন আর যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে লাইক দিয়ে কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন 🚩🚩🚩🤎🤎🤎 জয় হরিবল জয় গুরুচাঁদ 🚩🚩🚩🤎