
28/08/2025
নিয়তি কখনো হিসেব ভুল করে না। ভুল করি আমরা ভাবনায়, স্বপ্নে, বিশ্বাসে। আমরা যা ধরেই নিই পেয়ে গেছি কিংবা ভেবেই নেই এটা সেটা আমাদের, সেগুলো কখনোই আমাদের হয় না। কখনো ধরে নিতে নেই, ভেবে নিতে নেই, অতি আত্মবিশ্বাসী হতে নেই, কেননা নিয়তি বড় পাক্কা খেলোয়াড়! 🖤