Ovimani Sohor ツ

Ovimani Sohor ツ ╱◥██████◣
│∩│🪟▤│🪟│
▓▆▇█▓🚪▓█▇
🎙️💭 যেখানে শব্দ থেমে যায়, অনুভূতিগুলো কথা বলে... 🌙💫 সেখানে তুমি, আমি, আর অভিমান…💔

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক অবাক হয়ে দেখলেন—তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে!তিনি একবার চেয়ারের দিকে তাকালেন, তারপর হেসে মনে মন...
23/09/2025

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষক অবাক হয়ে দেখলেন—তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে!
তিনি একবার চেয়ারের দিকে তাকালেন, তারপর হেসে মনে মনে কিছু ভাবলেন।
কোনো রাগ না দেখিয়ে ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখলেন তিনটি প্রশ্ন

পরীক্ষা – ১৫ মিনিট, পূর্ণমান ৩০

প্রশ্ন ১: চেয়ার এবং মেঝের মধ্যে দূরত্ব সেন্টিমিটারে নির্ণয় করো। (১ নম্বর)

প্রশ্ন ২: চেয়ারটি ছাদের দিকে কত ডিগ্রি কোণে ঝুঁকে আছে তা নির্ণয় করো। (১ নম্বর)

প্রশ্ন ৩: যে ছাত্রটি চেয়ারটি ছাদে ঝুলিয়েছে এবং যেসব বন্ধু তাকে সাহায্য করেছে, তাদের নাম লিখো। (২৮ নম্বর)

শিক্ষক মুচকি হেসে বললেন
“যে সবার আগে উত্তর জমা দেবে এবং সর্বোচ্চ নম্বর পাবে, তার জন্য রয়েছে বিশেষ পুরস্কার।”

শেষ পর্যন্ত চেয়ার ঝুলিয়ে রাখা ছাত্রটিকে চিহ্নিত করতে শিক্ষকের খুব বেশি বেগ পেতে হলো না।

— নারী রসবোধ-সম্পন্ন পুরুষ পছন্দ করে, দাম্ভিক পছন্দ করে না।— পুরুষ হাসিখুশি নারী পছন্দ করে, সঙ্কীর্ণমনা পছন্দ করে না।— ন...
19/09/2025

— নারী রসবোধ-সম্পন্ন পুরুষ পছন্দ করে, দাম্ভিক পছন্দ করে না।
— পুরুষ হাসিখুশি নারী পছন্দ করে, সঙ্কীর্ণমনা পছন্দ করে না।

— নারী নিজের রূপ নিয়ে অন্য নারীর সাথে অবচেতনেই প্রতিযোগিতায় লিপ্ত থাকে।
— পুরুষ অন্য পুরুষের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকে ক্ষমতার গৌরব নিয়ে।

— নারী যখন পুরুষকে কোনো প্রশ্ন করে, এর উত্তরটি আগেভাগে জেনে ফেলেই করে।
— পুরুষ নারীকে প্রশ্ন করে এটা জেনেই যে— উত্তর দেওয়া না-দেওয়া নির্ভর করছে নারীর ইচ্ছের উপর।

— নারী মনে করে— প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ।
— পুরুষ মনে করে— সে'ক্স ছাড়া জীবন অসম্পূর্ণ।

— নারী অপর নারীর পুরুষকে পছন্দ করেও চেপে রাখে।
— পুরুষ অপর পুরুষের নারীকে পছন্দ না-করে পারেই না।

— নারী গোপন কথা গোপন রাখতে পারে সর্বোচ্চ ৪৭ ঘণ্টা।
— পুরুষ এমনকি তার নারীর কাছেও আজীবন গোপন কথা গোপন রাখতে পারে।

— নারী তাকে অপেক্ষা করিয়ে রাখাকে প্রচণ্ড অপমানজনক ভাবে।
— পুরুষকে অপেক্ষা করিয়ে রাখা নারীর স্বাভাবিক একটি আর্ট।

— নারী সন্দেহপ্রবণ।
— পুরুষ আড্ডাপ্রবণ।

— নারীর পছন্দের বিষয় জেনে গেলে তাকে খুশি করা সহজ।
— এই জগতে পুরুষের প্রধান পছন্দ নারীদেহ, এতেই সে উন্মাদের মতো খুশি।

— একজন নারী একজন পুরুষের তুলনায় দ্বিগুণ দুঃখযন্ত্রণা সইতে পারে।
— নারীর সাহস পাশে না-পেলে পুরুষ সামান্য দুঃখযন্ত্রণাতেই ভেঙ্গে পড়ে।

— নারী বছরে ১২০ ঘণ্টা কাটায় আয়নায় নিজেকে দেখে।
— পুরুষ শেভ করতে-করতে ভাবে— শেভ না-করেও, আয়নার ভিতরে নারী এতোক্ষণ করেটা কী!

— নারী পরশ্রীকাতর।
— পুরুষ পরস্ত্রীকাতর।

🎇 হয়তো সব নারী পুরুষ এক হয় না কেউ কেউ আছে অন্যরকম।

💍✨ বিয়েরদিন ভাই তার বোনের বরকে বলছে…“বোন বিয়ে দিয়েছি…লাইসেন্স করা কাজের মেয়ে দি নাই।ভাত-কাপড়ের অভাবে বোন বিয়ে দেই নাই…বো...
16/09/2025

💍✨ বিয়েরদিন ভাই তার বোনের বরকে বলছে…
“বোন বিয়ে দিয়েছি…
লাইসেন্স করা কাজের মেয়ে দি নাই।
ভাত-কাপড়ের অভাবে বোন বিয়ে দেই নাই…
বোনের মানসিক শান্তির জন্য বিয়ে দিয়েছি।
সমাজ ও ধর্ম মেনে আপনাদের হাতে তুলে দিয়েছি—
পরিবারের সবার কলিজার টুকরা, দুই নয়নের মনি।
সঙ্গী হিসেবে একমাত্র ছোট বোনটা ছিল,
আজ তাও দিয়ে দিলাম…” 💔

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ovimani Sohor ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category