Fariya Muntasha Rima

Fariya Muntasha Rima আমার মৃত্যু খবর যদি কখনো শুনতে পাও আমার জন্য আফসোস করিও না আমার মাগফিরাতের জন্য দোয়া করিও 💔

22/08/2025
বাবা হারা সন্তানই বুঝে, পৃথিবীটা কতভয়া'ন'কপৃথিবীটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ঠিক ততটাইকঠিন। এই কঠিন পৃথিবীতে টি...
10/07/2025

বাবা হারা সন্তানই বুঝে, পৃথিবীটা কত
ভয়া'ন'ক
পৃথিবীটা দেখতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ঠিক ততটাই
কঠিন। এই কঠিন পৃথিবীতে টিকে থাকতে একজন
সন্তানের সবচেয়ে বড় ভরসা হলো তার "বাবা"। বাবা যেন
সন্তানের জীবনের প্রথম পাহাড়—যে পাহাড় ভেঙে জীবন
এগিয়ে যায়, আশ্রয় খুঁজে পায়। কিন্তু যখন কোনো সন্তান
তার বাবাকে হারায়, তখন সে হঠাৎ করেই পৃথিবীর নিষ্ঠুরতা
টের পায়। তখন বুঝে যায়—এই পৃথিবীটা আসলে কত
ভয়া'ন'ক, কতটা নির্দয়।
একজন বাবা শুধু একজন অভিভাবক নয়, তিনি হচ্ছেন
একটা নিরাপত্তার দেয়াল।
ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটা পদক্ষেপে বাবা
থাকেন একজন অদৃশ্য অভিভাবকের মতো।
যখন সন্তান হাঁটতে শেখে, প্রথম হাতটা বাবারই তো থাকে।
যখন স্কুলে ভর্তি হয়, পাশে থেকে সাহস দেন বাবা।
যখন জীবনের প্রথম ব্যর্থতায় বুক ফেটে কাঁদে, তখন কাঁধে
হাত রেখে বলেন— “ভ'য় নেই বাবা, আমি আছি।”
কিন্তু যেদিন সেই বাবা আর থাকেন না, সেদিন থেকেই শুরু হয় সন্তানের জীবনের এক নতুন অধ্যায়
অন্ধকার, কঠিন আর নীরবতার অধ্যায়।
কোনো ভরসা থাকে না, কেউ জিজ্ঞেস করে না, "কেমন
আছো?"
রাতের অন্ধকারে বুক চেপে কান্না আসে, কিন্তু সান্ত্বনা
দেওয়ার কেউ নেই।

বন্ধুরা যখন বাবাকে নিয়ে গল্প করে, কেউ বলে “আমার
বাবা নতুন মোবাইল কিনে দিয়েছে", কেউ বলে “আমার
বাবা কলেজে ভর্তি করিয়েছে”–তখন বাবা-হারা সন্তান চুপ
করে থাকে। মুখে হাসি রাখলেও ভিতরে এক টুকরো করে
ভেঙে পড়ে।
বাবা না থাকলে অনেক দরজা বন্ধ হয়ে যায়। স্কুলের
বেতন, সংসারের খরচ, ছোট ভাইবোনের দায়িত্ব—সবকিছু
নিজের ঘাড়ে এসে পড়ে। অথচ সেই সন্তানের বয়স তখনো
খুব
বেশি নয়, হয়তো এখনো সে নিজের জন্যও ঠিকঠাক
ভাবতে শেখেনি। কিন্তু বাস্তবতা কোনো সুযোগ দেয় না,
তাকে বড় হতে বাধ্য করে।
বাবা হারানোর পর বুঝি, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ শুরু
হয় ঘরের ভেতর থেকে।
মায়ের চোখের অশ্রু দেখে মুখ ফিরিয়ে কান্না চেপে রাখতে
হয়।
নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে পরিবারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে
হয়।
কেউ বুঝতে চায় না তার ভেতরের যুদ্ধ, কেউ জানতে চায়
না তার রাতের ঘুম কেমন কেটে যায়।
তবুও সে থামে না ।
কারণ সে জানে, এখন সে একা নয়, একা হয়ে গেছে।
একা পথ চলতে হয়, একা সিদ্ধান্ত নিতে হয়।
একা ভুল করতে হয়, আবার একাই তার মাশুল দিতে হয়।
শেষ কথা:
বাবা হারা সন্তানদের চোখে পৃথিবীটা আর রঙিন থাকে না।
সেখানে সবই ধূসর, শূন্য আর ভয়ের

প্রিয় ক্বাবা মালিকএকটি বার আমাকে ডাকো তোমার ঘরে 🤲
27/06/2025

প্রিয় ক্বাবা মালিক
একটি বার আমাকে ডাকো তোমার ঘরে 🤲

26/06/2025

আগামীকাল শুক্রবার ১লা মহররম,
আরবী ১ম মাস,

আশুরার রোযা
১০ই মহররম (৬ জুলাই) আশুরার দিন। আশুরার রোযা দুইটি। ০৯ ও ১০ই মহররম, অথবা ১০ ও ১১ই মহররম,অর্থাৎ_৫_ও_৬ জুলাই_অথবা_৬_ও_৭ জুলাই,

আশুরার রোযা দুইটি,আশুরার দিন অথবা আশুরার আগেরদিন, ও আশুরার দিন অথবা আশুরার পরের দিন, এভাবে রাখতে হবে।

আশুরার রোযা, ৯ ও ১০ ই মুহররম যেমন রাখা যায়, তেমনি ১০ ও ১১ তারিখও রাখা যায়। উভয় অবস্থারই দলীল বিদ্যমান রয়েছে। তবে ৯ ও ১০ই মহররম উত্তম।

হাদীসে এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: তোমরা আশুরার রোযা রাখবে আশুরার আগে বা পরে আরো একদিন রোযা রাখ।
[মুসনাদে আহমাদ, হাদীস নং-২১৫৪, ১/২৪১]

আশুরার রোযার ফজিলতঃ
আশুরার দিবসের রোযা এতটাই ফযীলতপূর্ণ যে, নবীজী সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম অন্যান্য দিবসের রোযার তুলনায় আশুরার রোযার ফযীলত লাভের জন্য বেশি উদগ্রীব থাকতেন। তেমনি অন্য মাসের তুলনায় রমযান মাসের রোযার ব্যাপারেও।
[সহীহ মুসলিম, হাদীস নং-১১৩২; সুনানে নাসায়ী, হাদীস নং-২৩৭০]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোযার ফযীলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন,
আশুরার রোযা োযা রাখার সমান।

-Dream Corner 💙🌸 One day in sha allah
25/06/2025

-Dream Corner 💙🌸 One day in sha allah

22/06/2025

ইয়া রব 🤲

তোমার মতো ভাগ্য যদি আমার হতো! ""
17/01/2025

তোমার মতো ভাগ্য যদি আমার হতো! ""

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fariya Muntasha Rima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share