TULI Assalamulaikum

14/08/2025

আগামীকাল ১৫ই আগস্ট দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

কারণ আগামীকাল শুক্রবার।

11/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস 😋
11/08/2025

ভাইরাল শাকিলা আপার হাঁসের মাংস 😋

09/08/2025

আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই, ছিলাম ও না! তাই যেখানেই দেখতে পাই অবহেলা, সেখান থেকেই সরে যাই।

05/08/2025

Emni

31/07/2025

Good night

চাঁপাবাজ(পর্বঃ০২)আর বলে তার নাকি,,,,,আরেকটা মেয়েরে ভালো লাগছে। বিষয়টা আমার কাছে হাস্যকর ছিল।তারপর বেশ কিছুদিন ছেলেটার সা...
29/07/2025

চাঁপাবাজ(পর্বঃ০২)

আর বলে তার নাকি,,,,,আরেকটা মেয়েরে ভালো লাগছে। বিষয়টা আমার কাছে হাস্যকর ছিল।তারপর বেশ কিছুদিন ছেলেটার সাথে যোগাযোগ ছিলো না আমার।হঠাৎ একদিন জানতে পারি সেই ছেলেটাই আমার আরেক ফ্রেন্ডের সাথে শেয়ার করেছে তার নাকি এক জুনিয়র মেয়েরে ভালো লাগছে এবং মেয়েটার ব্যপারে জানতে আগ্রহী, বরাবরের মতোই এই ব্যপারটাও হাইড রাখতে বলে কিন্তু এগুলো তো আর চাঁপা থাকেনা,আমার ফ্রেন্ড আমাকে ঘটনা সব জানিয়ে দেয়।আমি বেশ মজা নিচ্ছিলাম,আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল। এমন করে বেশ কয়েকটা মেয়ের সাথে ইটিশপিটিশ করেও ব্যর্থ হয় ছেলেটা,একাধিক নৌকায় পা দিলে যা হয় আরকি। ঘটনাটা ছিলো ২০২২ সালের।ছেলেটার এমন স্বভাবের কারনে সবাই মজা নিতো খুব,আমিও অনেক ক্ষেপিয়েছি।এই মজা করা আর ক্ষেপানো এসবের মাধ্যমেই ছেলেটা একসময় ভালো বন্ধু হয়ে যায় আমার। আমাকে বড় ভাইয়ের মতোই পড়ালেখায় হেল্প করতো,আমিও তাঁকে বড় ভাই আর ভালো ফ্রেন্ডই(বেস্টফ্রেন্ড) মনে করি।কিন্তু ভাই যতই ভালো হোক ভাইয়ের তো বদ অভ্যাস আছেই। ভাই আবারও,,,,,,,,, (চলবে)

✍️তুলি

#গল্পকথা

চাঁপাবাজ(পর্বঃ০১)হঠাৎ একদিন অপরিচিত আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছিলো।মেসেজবক্স ওপেন করেই আমি তো অবাক,সেখানে দেখলাম অপরিচ...
28/07/2025

চাঁপাবাজ(পর্বঃ০১)

হঠাৎ একদিন অপরিচিত আইডি থেকে অনেকগুলো মেসেজ এসেছিলো।মেসেজবক্স ওপেন করেই আমি তো অবাক,সেখানে দেখলাম অপরিচিত ছেলেটা হেল্প চাই।কৌতুহলবসত আমি বললাম, হ্যা, বলুন আমি চেষ্টা করবো।তারপর ছেলেটি বললো "আপনার বান্ধবীকে আমার খুব পছন্দ হয়েছে যদি একটু হেল্প করতেন আর ব্যাপারটা হাইড রাখতেন!" এভাবে কিছুক্ষন কথোপকথন হলো।ব্যাপারটাতে আমার তেমন ইন্টারেস্ট ছিলনা।ছেলেটা আস্তে আস্তে আমার বান্ধবীর সাথে কথা বলা শুরু করে কিন্তু একপর্যায়ে বুঝতে পারে মেয়ের বফ আছে।এটা জানার পর ছেলেটা আবারও আমাকে মেসেজ করে আর বলে তার নাকি............(চলবে)

✍️তুলি

TULI #গল্প

28/07/2025

বিয়ে কি?সেটা জানার জন্য একজন বিজ্ঞানি বিয়ে করেছিল,সেই বিজ্ঞানি এখন ভুলে গেছে বিজ্ঞান কি?

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when TULI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share