Ridhinill

Ridhinill আমার ছোট্ট পেইজে সবাইকে আমন্ত্রণ রইলো

🍀❤️_____রইলো ৫ ধরনের ভিন্ন স্বাদের তৈরি " পনিরের " রেসিপি___❤️🍀👇👇👇১. কড়াই পনির ২. মেথি মালাই পনির৩. পনির ভুজী৪. আচারি প...
24/09/2025

🍀❤️_____রইলো ৫ ধরনের ভিন্ন স্বাদের তৈরি " পনিরের " রেসিপি___❤️🍀👇👇👇

১. কড়াই পনির
২. মেথি মালাই পনির
৩. পনির ভুজী
৪. আচারি পনির
৫. পনির পসিন্দা

~ প্রতিটি ছবির ক্যাপশনে রেসিপি সংযুক্ত রয়েছে।।

এইরকম রেসিপি টিপস পেতে হলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।
আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন আপনার টাইমলাইনে।

#রান্নাঘর ゚

ফিটকিরির ৩০+ আশ্চর্যজনক উপকারিতা একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য ত্বক ও সৌন্দর্যে...
24/08/2025

ফিটকিরির ৩০+ আশ্চর্যজনক উপকারিতা

একই সাথে স্বাস্থ্য, সৌন্দর্য, সংক্রমণ প্রতিরোধ ও গৃহস্থালির কাজে অনন্য

ত্বক ও সৌন্দর্যে ফিটকিরি

১. ব্রণ দূর করে ফিটকিরি গুড়া ও গোলাপজল মিশিয়ে মুখে লাগান।

২. ছকের চিলা ভাব দূর করে ফিটকিরি পানি দিয়ে প্রতিদিন মুখ ধুয়ে নিন।

৩. চুলকানি কমায় ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

৪. ত্বক মসৃণ করে স্নানের পানিতে ফিটকিরি মিশিয়ে গোসল করুন।

৫. দাড়ি কামানোর পর জীবাণুনাশক কাজ করে ফিটকিরি ব্লক ভিজিয়ে মুখে ঘষুন।

৬. পায়ের ফাটা গোড়ালি সারায় ফিটকিরি পানি দিয়ে পা ডুবিয়ে রাখুন, এরপর তেল মেখে ফেলুন।

৭. ত্বকের জ্বালা ও পোড়া কমায় আক্রান্ত স্থানে ফিটকিরি পানি লাগান।

ক্ষত ও সংক্রমণ প্রতিরোধে

৮. ছোট কাটা-ছেঁড়া দ্রুত সারায় ভেজা ফিটকিরি সরাসরি ক্ষতে লাগান।

৯. অতিরিক্ত ঘাম কমায় বগলে ফিটকিরি পানি লাগান।

১০. ইনফেকশন প্রতিরোধ করে ক্ষতস্থানে ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন।

১১. ফোড়া শুকায় গরম পানিতে ফিটকিরি মিশিয়ে তুলা দিয়ে লাগান।

১২. চুলকানিযুক্ত চর্মরোগ উপশম করে ফিটকিরি পানি দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিন।

১৩. পায়ের ফাঙ্গাস দূর করে ফিটকিরি পানি দিয়ে পা ধুয়ে নিন।

১৪. গৃহপালিত পশুর ক্ষত সারায় ক্ষতস্থানে ফিটকিরি পানি লাগান।

১৫. পানির জীবাণু নাশ করে পানিতে সামান্য ফিটকিরি দিয়ে রেখে পরিস্কার করে নিন।

১৬. পানির ময়লা পরিষ্কার করে ফিটকিরি মিশিয়ে রাখলে ময়লা নিচে জমে যাবে।

১৭. কাপড়ের দুর্গন্ধ দূর করে ধোয়ার পানিতে ফিটকিরি মিশিয়ে নিন।

১৮. স্নানঘরের দুর্গন্ধ কমায় ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

১৯. জুতা দুর্গন্ধমুক্ত করে জুতায় ফিটকিরি গুড়া ছিটিয়ে দিন রাতে।

২০. শৌচাগারের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি ছিটিয়ে দিন।

২১. বাথটবের পানি জীবাণুমুক্ত করে গোসলের পানিতে ফিটকিরি দিন।

২২. মাছ পরিষ্কার করার পর গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

মুখ ও দাঁতের যত্নে

২৩. দাঁতের ব্যথা কমায় ফিটকিরি পানি দিয়ে কুলি করুন।

২৪. মুখের দুর্গন্ধ দূর করে ফিটকিরি পানি দিয়ে গার্গল করুন।

২৫. মাড়ির ইনফেকশন ও রক্তপাত বন্ধ করে ফিটকিরি গুলানো পানি দিয়ে কুলি করুন।

২৬. ডায়রিয়া কমাতে সাহায্য করে অল্প পরিমাণ ফিটকিরি গুড়া পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

২৭. গলা ব্যথা ও কাশি উপশম করে হালকা গরম পানিতে ফিটকিরি মিশিয়ে গার্গল করুন।

২৮. চোখের প্রদাহ কমায় ফিটকিরি গুলানো পানি ছেঁকে ঠান্ডা করে চোখ ধুতে পারেন।

২৯. চুল পড়া কমায় ফিটকিরি পানি দিয়ে মাথা ধুয়ে নিন।

৩০. ত্বকের রঙ উজ্জ্বল করে ফেসপ্যাকের সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করলে ত্বক ফর্সা হয়।

ফিটকিরি হলো সহজলভ্য কিন্তু অসাধারণ উপকারী একটি প্রাকৃতিক উপাদান। স্বাস্থ্য, সৌন্দর্য, জীবাণুনাশ, গৃহস্থালি কাজ সব ক্ষেত্রেই এর ব্যবহার আপনাকে দেবে চমকপ্রদ ফলাফল।

কয়েকটি ভিন্ন রকমের ভিন্নস্বাদের রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজেই 🥰😋রেসিপি গুলো প্রত্যেক ছবির মধ্যে সংযুক্ত করা আছ...
08/08/2025

কয়েকটি ভিন্ন রকমের ভিন্নস্বাদের রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন খুব সহজেই 🥰😋
রেসিপি গুলো প্রত্যেক ছবির মধ্যে সংযুক্ত করা আছে 👍

📌 এই রকম আরও পোষ্ট পেতে পেজ টি ফলো করে দেবেন। ধন্যবাদ 🙏❤️

#প্রয়োজনীয়_কিছু_টিপস #রেসিপি

08/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

🌸গোলমরিচের ৩০টি জাদুকরী টিপস 🟪  টেস্ট বুস্টিং টিপসঃ--১.গোলমরিচ সবসময় রান্নার শেষ দিকে দিন - তাহলে ঝাঁজালো স্বাদ অক্ষুণ্...
01/08/2025

🌸গোলমরিচের ৩০টি জাদুকরী টিপস

🟪 টেস্ট বুস্টিং টিপসঃ--

১.গোলমরিচ সবসময় রান্নার শেষ দিকে দিন - তাহলে ঝাঁজালো স্বাদ অক্ষুণ্ণ থাকবে।
২.গোটা গোলমরিচ বেটে নিন রান্নার ঠিক আগে। পাউডার করা মরিচ ২-৩ দিনেই স্বাদ হারায়।
৩. মাংসের মেরিনেটে গোলমরিচ দিয়ে ৩০ মিনিট রাখুন - মাংস অসাধারণ নরম হবে।
৪. চা বানানোর সময় এক চিমটি গোলমরিচ পাউডার দিন - ঠান্ডা-কাশিতে দারুণ কাজ করে।
৫. কাঁচা মরিচের সাথে গোলমরিচ মিশিয়ে ভর্তা বানান - স্বাদে হবে অন্যরকম।

🟪 স্টোরেজ হ্যাকসঃ--

৬.গোটা গোলমরিচ এয়ারটাইট কন্টেইনারে রাখুন - ৩ বছর পর্যন্ত ভালো থাকবে।
৭.ফ্রিজে গোলমরিচ রাখবেন না - আর্দ্রতায় নষ্ট হয়ে যাবে।
৮. চালের মধ্যে গোটা গোলমরিচ রাখুন - পোকামাকড় আসবে না।
৯.গোলমরিচ পাউডার বেশি দিন রাখতে চাইলে ফ্রিজে রাখুন ছোট কন্টেইনারে।
১০. কাঁচের পাত্রে গোলমরিচ রাখুন - প্লাস্টিকে স্বাদ নষ্ট হয়।

🟪 হেলথ বেনিফিট টিপসঃ--

১১.খালি পেটে গরম পানিতে গোলমরিচ পাউডার খেলে ওজন কমে।
১২. দাঁতের ব্যথায় গোলমরিচ পাউডার আর লবণের পেস্ট লাগান।
১৩.বদহজমে গোলমরিচ আর আদার চা খান - তৎক্ষণাত আরাম পাবেন।
১৪.গলা ব্যথায় গরম দুধে গোলমরিচ মিশিয়ে খান রাতে।
১৫. সর্দি-কাশিতে মধু আর গোলমরিচের মিশ্রণ দিনে ৩ বার খান।

🟪কুকিং হ্যাকসঃ--

১৬.ডিম ভাজার সময় গোলমরিচ ছিটিয়ে দিন - প্রোটিন শোষণ বাড়ে।
১৭. ভাতের সাথে ২-৩টা গোটা গোলমরিচ দিয়ে রান্না করুন - হজমশক্তি বাড়বে।
১৮. মাছের তেলে গোটা গোলমরিচ ফোড়ন দিন - তেলের গন্ধ নষ্ট হবে না।
১৯. সবজি রান্নার শেষে গোলমরিচ গুঁড়া ছিটান - ভিটামিন সি বাড়ে।
২০.ঝোলে গোটা গোলমরিচ দিন শুরুতে, পাউডার দিন শেষে।

🟪ইউনিক ট্রিকসঃ--

২১.গোলমরিচ আর হিং একসাথে ভেজে নিন - পেটের গ্যাস কমে।
২২. আমের আচারে গোটা গোলমরিচ দিন - বছরখানেক নষ্ট হবে না।
২৩. চিনির সাথে গোলমরিচ মিশিয়ে রাখুন - পিঁপড়া আসবে না।
২৪.গোলমরিচের তেল বানিয়ে রাখুন - যেকোনো রান্নায় ব্যবহার করুন।
২৫.লেবুর রসে গোলমরিচ মিশিয়ে সালাদ ড্রেসিং বানান।

🟪প্রিজারভেশন টিপসঃ--

২৬. আচার-চাটনিতে গোলমরিচ দিলে প্রাকৃতিক প্রিজারভেটিভ হিসেবে কাজ করে।
২৭. মসলার বয়ামে তুলসি পাতার সাথে গোটা গোলমরিচ রাখুন।
২৮.গোলমরিচ পানিতে ভিজিয়ে সেই পানি দিয়ে গাছে স্প্রে করুন - পোকা তাড়াবে।

🟪 প্রো টিপসঃ--

২৯. কালো গোলমরিচ সবচেয়ে ঝাঁঝালো, সাদা গোলমরিচ সুগন্ধি, সবুজ গোলমরিচ মাইল্ড।
৩০.গোলমরিচ কেনার সময় দেখুন - ভারী, গোল এবং সামান্য কুঁচকানো হতে হবে।

🟪গোলমরিচের তেল তৈরির পদ্ধতিঃ--

এখানে গোলমরিচের তেল বানানোর একটি সহজ পদ্ধতি দেওয়া হল:

উপকরণ:-

১/২ কাপ গোলমরিচ (গুঁড়ো করা)
১ কাপ যে কোনও ভেজিটেবল অয়েল (যেমন নারকেল তেল, জলপাই তেল ইত্যাদি)
একটি পরিষ্কার কাঁচের জার

পদ্ধতি:-
১. প্রথমে, গোলমরিচ গুঁড়ো করে নিন।
২. একটি পাত্রে তেল গরম করুন।
৩. গরম তেলে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিন।
৪. মাঝারি আঁচে ৫-৭ মিনিট ভেজে নিন।
৫. তেল ঠান্ডা হতে দিন।
৬. ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাঁচের জারে ঢেলে নিন।

এই তেল চুলে বা ত্বকে ব্যবহার করতে পারেন।

এই তেল ব্যবহারের কিছু উপকারিতা:-

চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
মাথার ত্বক পরিষ্কার রাখে।
ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে।
পেশী ব্যথায় আরাম দেয়।

🟪বোনাস টিপঃ--
গোলমরিচ শুধু মসলা নয়, এটি একটি প্রাকৃতিক ওষুধ! রোজ অল্প করে খান, স্বাস্থ্য ভালো রাখুন।

চিতল মাছের ঝাল 🥹🤤❤️
12/07/2025

চিতল মাছের ঝাল 🥹🤤❤️

👇❤️৭ ধরনের ডিমের রেসিপি একসঙ্গে❤️👇***প্রত্যেকটার ছবির সাথেও রেসিপি দেওয়া আছে***1…. ডিমের শাহী কোরমা রেসিপি 👇উপকরণ:5 টি ...
11/07/2025

👇❤️৭ ধরনের ডিমের রেসিপি একসঙ্গে❤️👇
***প্রত্যেকটার ছবির সাথেও রেসিপি দেওয়া আছে***
1…. ডিমের শাহী কোরমা রেসিপি 👇
উপকরণ:
5 টি ডিম
1 চা চামচ নুন
1 চা চামচ ভিনিগার
2 টি মাঝারি মাপের পেঁয়াজ
4 টি কাঁচা লঙ্কা
১০-১২ টি ভিজিয়ে রাখা কাজু
স্বাদমতো নুন
জল
স্বাদমতো নুন
গোলমরিচ গুঁড়ো
2 চা চামচ মাখন
তেল পরিমাণ মতো
3-4 টি লবঙ্গ
4-5 টি এলাচ
2 টি দারুচিনি
2 টি শুকনো লঙ্কা
1 চা চামচ মৌরি
2 চা চামচ আদা রসুন বাটা
1 চা চামচ ধনেগুঁড়ো
1/2 চা চামচ জিরা গুঁড়ো
স্বাদমতো নুন
1 চা চামচ মেথি গুঁড়ো
১/2 চা চামচ এলাচ গুঁড়ো
২ চামচ টক দই
২ চামচ ফ্রেশ ক্রিম
১ চামচ গোলাপ জল

পদ্ধতি:
প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেবো… আমি ডিমগুলো ২ ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত ডিমও দিতে পারেন, কিন্তু অবশ্যই ডিমের ওপরে একটু cut করে দেবেন যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যেতে পারে… এবার একটা কড়াইতে একটু তেল দিয়ে cut করা পেঁয়াজগুলো দিয়ে দেবো, সাথে দেবো ২ টি কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু বাদাম আর পরিমাণমতো নুন দিয়ে হালকা করে ভেজে নেবো। এখানে মনে রাখবেন পেঁয়াজগুলো যেন লাল না হয়ে যায় কারণ গ্রেভিটা আমরা সাদা রঙের বানাবো… তারপর জল দিয়ে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ করে নেবো… সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে মিক্সারে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো। এবার সেদ্ধ ডিমগুলোর ওপরে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে নেবো… কড়াইতে একটু বাটার দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেবো… তারপর একই কড়াইতে আরেকটু তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর ধনেগুঁড়ো আর জিরাগুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ৫-৬ মিনিট মিশিয়ে নেবো, তারপর পরিমাণমতো জল দিয়ে স্বাদ মতো নুন, ২ চামচ টক দই, ২ চামচ ফ্রেশ ক্রিম অথবা দুধ দিয়ে ৪/৫ মিনিট ফোটাতে থাকবো তারপর এলাচ গুঁড়ো,মেথি গুঁড়ো, ২টি কাঁচা লঙ্কা আর গোলাপ জল দিয়ে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে ১-২ মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি ডিমের শাহী কোরমা… এটাকে ভাত বা পরোটার সাথে পরিবেশন করুন।

2…. ডিম ভাপা

উপকরণ:
ডিম
সাদা সর্ষে
পোস্ত
কালো সর্ষে
নারকেল কোরা
হলুদ গুঁড়ো
লবণ
কাঁচা লঙ্কা
সর্ষের তেল
পদ্ধতি:প্রথমেই সাদা, কালো সর্ষে ও পোস্ত ভিজিয়ে রাখুন। অন্তত ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর এই সর্ষে ও পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিন।মশলা বাটার সময় সামান্য নুন দিয়ে দেবেন। এবার ওই মশলায় নারকেল কোরা যোগ করে আরও একবার মিক্সিতে পেস্ট করে নিন।এরপর এই মশলা একটা ঢাকনা সমেত টিফিন বক্সে এই মশলাটা দিয়ে তাতে সেদ্ধ করে নেওয়া ডিম দিন। তাতে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা ও সামান্য কাঁচা তেল দিন।কড়াইতে জল গরম করতে দিন। এবার তাতে এই টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে বসিয়ে দিন। ১০-১৫ মিনিট ভাপানোর সময় দিয়ে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

3…এগ চিলি
উপকরণ:
সেদ্ধ ডিম ৩-৪টে
২টো মাঝারি মাপের পেঁয়াজ
একটা ক্যাপসিকাম
কাঁচা লঙ্কা চেরা
আদা ও রসুন কু চি
কর্নফ্লাওয়ার
ময়দা
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো তেল
গোলমরিচ গুঁড়ো
ডিমের সাদা অংশ
১ চা-চামচ সয়া সস
১ চা-চামচ ভিনিগার
২-৩ চা-চামচ টমেটো কেচাপ

পদ্ধতি:
প্রথমেই ডিম গুলো সেদ্ধ করে নিন। ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার চার ফালি করে কে টে নিন।
এবার একটি বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার, তিন চামচ ময়দা, স্বাদমতো গোলমরিচ, ও নুন দিন। আরও যোগ করুন সেজওয়ান সস। এবার এগুলি সব মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিন। আর হ্য়াঁ এতে অল্প পরিমাণে জল মেশাতে ভুলবেন না।
এবার সেদ্ধ ডিমগুলি এই ব্যাটারে ডুবিয়ে ময়দার কোট করে নিন। এরপর কর্নফ্লাওয়ারে আরও একবার কোট করুন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে ডিমগুলি ভেজে নিন।
এবার ওই কড়াইয়েই কে টে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম দিন। হালতা ভাজা-ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা ও টমেচটো কেচাপ মেশান। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। গ্রেফি থকথকে করার জন্য একটু কর্নফ্লাওয়ার যোগ করুন। এবার এতে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিন। চাইলে একটু চিনিও মেশাতে পারেন। ব্যাস তৈরি আপনার এগ চিলি।

4…. ডিমের ডালনা
উপকরণ:
৪ টি ডিম সিদ্ধ
২ টি মাঝারি আলু
৩ টি বড় পেঁয়াজ কু চি
২ টি মাঝারি টমেটো বাটা
২ টেবিল চামচ আদা রসুন বাটা
১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
১ চা চামচ চিনি
১ টি তেজপাতা
২ টি শুকনো লঙ্কা
পরিমাণ মতো সর্ষের তেল

পদ্ধতি:
প্রথমে আলু গুলো বড়ো টুকরো করে কাট করে লবণ আর হলুদ দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিন।এটা করলে সময় কম লাগে।
কড়াইতে তেল গরম করে অর্ধেক সিদ্ধ করে রাখা আলু গুলো একটু ভেজে নিন। ডিম সিদ্ধ গুলোর গায়ে কিছু দিয়ে হালকা করে কাট করে নিন তারপর সামান্য লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে হাল্কা করে ভেজে তুলে রাখুন।
এবার তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কু চি দিয়ে লালচে করে ভাজুন। তারপর একে একে আদা রসুন বাটা,টম্যাটো বাটা,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো,লবণ,চিনি দিয়ে মশলা ভালো করে কষান।
মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু গুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল ঢেলে দিন।
ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫-৬মিনিট রান্নার পর ভেজে রাখা ডিম গুলো দিন।তারপর আবার ঢাকা দিয়ে রান্না করুন যতক্ষণ না আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
ঝোল পছন্দ মতো ঘনত্বে আসলে নামিয়ে নিন।নামানোর আগে অল্প ধনেপাতা ছড়িয়ে নিতে পারেন।

5…. ডিম মালাইকারি
উপকরণ:
4টি সেদ্ধ ডিম
2টি বড় পেঁয়াজ
4 কোয়া রসুন
১ ইঞ্চি আদা
২টি কাঁচা মরিচ
10টি কাজু
1/4 চা চামচ হিং
1/2 চা চামচ হলুদ
1/2 চা চামচ গরম মসলা গুঁড়া
প্রয়োজন অনুযায়ী লবণ
1 টেবিল চামচ তেল
1/2 কাপ দুধ
1/4 কাপ ফ্রেশ ক্রিম
1/2 চা চামচ ধনে গুঁড়া
1/2 চা চামচ জিরা গুঁড়া

পদ্ধতি:
একটি ব্লেন্ডা/রে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ এবং কাজু যোগ করুন। প্রয়োজনে 1-2 চামচ জল যোগ করুন এবং একটি ঘন পেস্ট তৈরি করতে ভালভাবে মিশ্রিত করুন।একটি প্যানে তেল গরম করুন। হিং যোগ করুন এবং এটি কয়েক সেকেন্ডের জন্য হতে দিন। এখন প্রস্তুত মসলা যোগ করুন এবং এটি প্যানের পাশ ছেড়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন। এবার হলুদ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া এবং লবণ দিন। ভালো করে মিশিয়ে নিন।এবার দুধ, ফ্রেশ ক্রিম যোগ করুন এবং একটি মিশ্রণ দিন। একবার ফুটে উঠলে, সামঞ্জস্য সামঞ্জস্য করতে 1/4 কাপ জল যোগ করুন। আবার কয়েক মিনিটের জন্য রান্না করুন, যতক্ষণ না আপনি পছন্দসই ধারাবাহিকতা পান
এবার সেদ্ধ ডিমগুলোকে যোগ করুন। আরও দুই মিনিট রান্না করুন এবংগ্যাস বন্ধ করুন।ফ্রেশ ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

6…. ডিমের দো পিয়াজা
উপকরণ:
৫টা ডিম
৩ টা বড় পেঁয়াজ
১ টুকরো আদা
২টো রসুন
স্বাদ মত কাঁচা লঙ্কা
১ টা টমেটো
১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১ চা চামচ ধনে গুঁড়ো
স্বাদ মত নুন
পরিমাণ মত সর্ষের তেল

পদ্ধতি:
ডিম সেদ্ধ করে ঠান্ডা করে খোসা ছড়িয়ে নিয়ে ডিম গুলোর গায়ে হালকা চিরে নুন,হলুদ ও লংকা গুঁড়ো মেখে ভেজে নিতে হবে |
এবার একটা করাই তে ২ বড় চামচ তেল গরম করে একে একে তেজ পাতা,গোটা গরম মসলা,ও কু চি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এক এক করে আদা,রসুন বাটা ও কাচা লংকা বাটা দিয়ে কষাতে হবে,
তারপর ১ চামচ জিরা গুঁড়ো,১/২ চামচ ধনে গুঁড়ো ১ চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো ও হলুদ দিয়ে ভালো করে কষাতে মসলা কসে তেল বেরোতে লাগল |
টমেটো বাটা দিতে হবে টমেটো বাটা দিয়ে আরো কিছুক্ষন কষিয়ে নুন ও সামান্য চিনি দিয়ে দিতে হবে,
এবার সামান্য জল দিয়ে ফোটাতে হবে তারপর ভেজে রাখা ডিম গুলো দিয়ে মাখো মাখো হলে নামিয়ে নিলেই

7…. ডিম কষা
উপকরণ:
6 টি ডিম
4 টি বড় পেঁয়াজ
1 টি টমেটো
2 চা চামচ রসুন বাটা
1.5 চা চামচ আদা বাটা
1 টেবিল চামচ জিরে গুঁড়ো
3-4 টেবিল চামচ ধনে গুঁড়ো
2 চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদমতো নুন ওচিনি
স্বাদমতো লঙ্কা বাটা
1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
2 টি তেজপাতা
100 গ্রাম সর্ষের তেল
1/2 চা চামচ গোটা জিরে জন্য।ফোঁড়নের জন্য

পদ্ধতি:
ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিন।প্রতিটা ডিমের গায়ে ছু রি দিয়ে চিড়ে দিয়ে নুন,হলুদ মাখিয়ে রাখুন।
পেঁয়াজ, টমেটো লম্বা করে কু চি করে রাখুন।সব বাটা মশলা ও সব গুঁড়ো মশলা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এবার কড়াইতে অল্প তেল দিয়ে ডিম গুলো ঢিমে আঁচে ভেজে তুলে নিন।
বাকি তেল ভালো করে গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিন।
পেঁয়াজ ছাড়ুন ও সোনালী করে ভাজুন।টমেটো কু চি দিন।নুন দিন। ভাজুন।
মশলার মিশ্রণ দিয়ে,নুন,চিনি দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান।প্রয়োজনে সামান্য জল দিয়ে আবার কষান।
তেল ছেড়ে এলে, খানিকটা জল দিয়ে ফুটতে দিন।যেহেতু কষা হবে,তাই অনেক জলের দরকার নেই।
ঝোল ফুটে উঠলে ডিম গুলো ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিন।ভালো করে ফুটতে দিন।কষা কষা করে নামিয়ে নিন।







কাবাব কার কার ভালো লাগে 🥹❤️
05/07/2025

কাবাব কার কার ভালো লাগে 🥹❤️

Big shout out to my newest top fans! 💎 সুহা সিনী, Sa DiaDrop a comment to welcome them to our community,
05/07/2025

Big shout out to my newest top fans! 💎 সুহা সিনী, Sa Dia

Drop a comment to welcome them to our community,

এখানে ৬ ধরনের সুস্বাদু মোমো–এর সম্পূর্ণ রেসিপি (প্রস্তুত প্রণালীসহ) দেওয়া হলোঃ---১. চিকেন মোমো রেসিপি👉 উপকরণ:* ময়দা – ২ ...
05/07/2025

এখানে ৬ ধরনের সুস্বাদু মোমো–এর সম্পূর্ণ রেসিপি (প্রস্তুত প্রণালীসহ) দেওয়া হলোঃ

---
১. চিকেন মোমো রেসিপি

👉 উপকরণ:

* ময়দা – ২ কাপ
* চিকেন কিমা – ২৫০ গ্রাম
* আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
* পেঁয়াজ কুচি – ১টি
* গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
* সয়াসস, লবণ – স্বাদ অনুযায়ী

👉 প্রণালী:

1. ময়দায় একটু লবণ ও জল দিয়ে শক্ত আটা মেখে রাখুন।
2. চিকেন কিমা, পেঁয়াজ, আদা-রসুন, সয়াসস, লবণ মিশিয়ে পুর তৈরি করুন।
3. আটা দিয়ে ছোট লুচির মতো রুটি বানিয়ে মাঝখানে পুর দিন।
4. গোল করে বা প্যাটার্ন করে বন্ধ করুন।
5. স্টিমারে ১৫ মিনিট ভাপে দিন।

---
🥬 ২. নিরামিষ সবজি মোমোঃ

👉 উপকরণ:

* ময়দা – ২ কাপ
* কাটা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম – ১ কাপ (মোট)
* আদা কুচি – ১ চা চামচ
* সয়াসস – ১ চা চামচ
* লবণ, গোলমরিচ – পরিমাণমতো

👉 প্রণালী:

1. সবজি কুচি করে হালকা ভেজে নিন, মশলা মেশান।
2. মোমোর পুর ঠান্ডা হলে ময়দার রুটিতে ভরুন।
3. স্টিমারে ১২-১৫ মিনিট দিন।

---
🍗 ৩. মটন মোমো রেসিপিঃ

👉 উপকরণ:

* ময়দা – ২ কাপ
* মটন কিমা – ২৫০ গ্রাম
* আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
* ধনে পাতা কুচি, গরম মশলা – ১/২ চা চামচ

👉 প্রণালী:

1. মটন কিমায় সব উপকরণ মিশিয়ে পুর বানান।
2. ময়দা থেকে লুচি বানিয়ে পুর দিন।
3. স্টিমে ২০ মিনিট রেখে দিন যতক্ষণ না ভিতরের কিমা সেদ্ধ হয়।

---

🧀 ৪. পনির মোমো রেসিপি (নিরামিষ)

👉 উপকরণ:

* পনির কুচি – ২০০ গ্রাম
* পেঁয়াজ কুচি – ১টি
* ধনে পাতা – ১ চা চামচ
* গোলমরিচ, লবণ – সামান্য
* ময়দা – ২ কাপ

👉 প্রণালী:

1. পনিরের সঙ্গে সব উপকরণ মিশিয়ে পুর বানান।
2. রুটি বানিয়ে পনির ভরুন।
3. ১০–১২ মিনিট স্টিমে রাখুন।

---

🌶️ ৫. চিজি স্পাইসি মোমো (ফিউশন)

👉 উপকরণ:

* গ্রেট করা চিজ – ১ কাপ
* কুচানো ক্যাপসিকাম, পেঁয়াজ – ১/২ কাপ
* চিলি ফ্লেক্স, অরেগানো – সামান্য
* ময়দা – ২ কাপ

👉 প্রণালী:

1. সব উপকরণ মিশিয়ে পুর বানান।
2. লুচি বানিয়ে পুর ভরে মোমোর আকারে গড়ে নিন।
3. স্টিমে ১০ মিনিট রাখুন বা পছন্দ মতো shallow fry করুন।

---

🍳 ৬. ডিমের মোমো (Egg Momo)

👉 উপকরণ:

* সেদ্ধ ডিম – ২টি (কুচানো)
* পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি – ১ টেবিল চামচ
* গোলমরিচ, লবণ – সামান্য
* ময়দা – ২ কাপ

👉 প্রণালী:

1. ডিম কুচি করে মসলা মিশিয়ে পুর তৈরি করুন।
2. ময়দা রুটি বানিয়ে পুর দিন।
3. স্টিমারে ১০-১২ মিনিট দিন।

---

🥣 অতিরিক্ত: টমেটো চাটনি (মোমোর সাথে খাওয়ার জন্য)

👉 উপকরণ:

* টমেটো – ২টি
* শুকনো লঙ্কা – ২টি
* রসুন – ৩-৪ কোয়া
* লবণ – স্বাদমতো

👉 প্রণালী:

1. সব উপকরণ হালকা ভেজে ব্লেন্ড করুন।
2. ইচ্ছেমতো ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।

10 টি ভিন্ন ধরনের মশলা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করুন খুব সহজেই ♥️মশলা বানানোর পদ্ধতি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে সংযুক্ত ...
04/07/2025

10 টি ভিন্ন ধরনের মশলা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করুন খুব সহজেই ♥️
মশলা বানানোর পদ্ধতি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে সংযুক্ত করা আছে ❤️🥀

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridhinill posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridhinill:

Share