রিধিনীল

রিধিনীল আমার ছোট্ট পেইজে সবাইকে আমন্ত্রণ রইলো

কাবাব কার কার ভালো লাগে 🥹❤️
05/07/2025

কাবাব কার কার ভালো লাগে 🥹❤️

Big shout out to my newest top fans! 💎 সুহা সিনী, Sa DiaDrop a comment to welcome them to our community,
05/07/2025

Big shout out to my newest top fans! 💎 সুহা সিনী, Sa Dia

Drop a comment to welcome them to our community,

এখানে ৬ ধরনের সুস্বাদু মোমো–এর সম্পূর্ণ রেসিপি (প্রস্তুত প্রণালীসহ) দেওয়া হলোঃ---১. চিকেন মোমো রেসিপি👉 উপকরণ:* ময়দা – ২ ...
05/07/2025

এখানে ৬ ধরনের সুস্বাদু মোমো–এর সম্পূর্ণ রেসিপি (প্রস্তুত প্রণালীসহ) দেওয়া হলোঃ

---
১. চিকেন মোমো রেসিপি

👉 উপকরণ:

* ময়দা – ২ কাপ
* চিকেন কিমা – ২৫০ গ্রাম
* আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
* পেঁয়াজ কুচি – ১টি
* গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
* সয়াসস, লবণ – স্বাদ অনুযায়ী

👉 প্রণালী:

1. ময়দায় একটু লবণ ও জল দিয়ে শক্ত আটা মেখে রাখুন।
2. চিকেন কিমা, পেঁয়াজ, আদা-রসুন, সয়াসস, লবণ মিশিয়ে পুর তৈরি করুন।
3. আটা দিয়ে ছোট লুচির মতো রুটি বানিয়ে মাঝখানে পুর দিন।
4. গোল করে বা প্যাটার্ন করে বন্ধ করুন।
5. স্টিমারে ১৫ মিনিট ভাপে দিন।

---
🥬 ২. নিরামিষ সবজি মোমোঃ

👉 উপকরণ:

* ময়দা – ২ কাপ
* কাটা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম – ১ কাপ (মোট)
* আদা কুচি – ১ চা চামচ
* সয়াসস – ১ চা চামচ
* লবণ, গোলমরিচ – পরিমাণমতো

👉 প্রণালী:

1. সবজি কুচি করে হালকা ভেজে নিন, মশলা মেশান।
2. মোমোর পুর ঠান্ডা হলে ময়দার রুটিতে ভরুন।
3. স্টিমারে ১২-১৫ মিনিট দিন।

---
🍗 ৩. মটন মোমো রেসিপিঃ

👉 উপকরণ:

* ময়দা – ২ কাপ
* মটন কিমা – ২৫০ গ্রাম
* আদা-রসুন বাটা, পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
* ধনে পাতা কুচি, গরম মশলা – ১/২ চা চামচ

👉 প্রণালী:

1. মটন কিমায় সব উপকরণ মিশিয়ে পুর বানান।
2. ময়দা থেকে লুচি বানিয়ে পুর দিন।
3. স্টিমে ২০ মিনিট রেখে দিন যতক্ষণ না ভিতরের কিমা সেদ্ধ হয়।

---

🧀 ৪. পনির মোমো রেসিপি (নিরামিষ)

👉 উপকরণ:

* পনির কুচি – ২০০ গ্রাম
* পেঁয়াজ কুচি – ১টি
* ধনে পাতা – ১ চা চামচ
* গোলমরিচ, লবণ – সামান্য
* ময়দা – ২ কাপ

👉 প্রণালী:

1. পনিরের সঙ্গে সব উপকরণ মিশিয়ে পুর বানান।
2. রুটি বানিয়ে পনির ভরুন।
3. ১০–১২ মিনিট স্টিমে রাখুন।

---

🌶️ ৫. চিজি স্পাইসি মোমো (ফিউশন)

👉 উপকরণ:

* গ্রেট করা চিজ – ১ কাপ
* কুচানো ক্যাপসিকাম, পেঁয়াজ – ১/২ কাপ
* চিলি ফ্লেক্স, অরেগানো – সামান্য
* ময়দা – ২ কাপ

👉 প্রণালী:

1. সব উপকরণ মিশিয়ে পুর বানান।
2. লুচি বানিয়ে পুর ভরে মোমোর আকারে গড়ে নিন।
3. স্টিমে ১০ মিনিট রাখুন বা পছন্দ মতো shallow fry করুন।

---

🍳 ৬. ডিমের মোমো (Egg Momo)

👉 উপকরণ:

* সেদ্ধ ডিম – ২টি (কুচানো)
* পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি – ১ টেবিল চামচ
* গোলমরিচ, লবণ – সামান্য
* ময়দা – ২ কাপ

👉 প্রণালী:

1. ডিম কুচি করে মসলা মিশিয়ে পুর তৈরি করুন।
2. ময়দা রুটি বানিয়ে পুর দিন।
3. স্টিমারে ১০-১২ মিনিট দিন।

---

🥣 অতিরিক্ত: টমেটো চাটনি (মোমোর সাথে খাওয়ার জন্য)

👉 উপকরণ:

* টমেটো – ২টি
* শুকনো লঙ্কা – ২টি
* রসুন – ৩-৪ কোয়া
* লবণ – স্বাদমতো

👉 প্রণালী:

1. সব উপকরণ হালকা ভেজে ব্লেন্ড করুন।
2. ইচ্ছেমতো ধনে পাতা দিয়ে পরিবেশন করুন।

10 টি ভিন্ন ধরনের মশলা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করুন খুব সহজেই ♥️মশলা বানানোর পদ্ধতি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে সংযুক্ত ...
04/07/2025

10 টি ভিন্ন ধরনের মশলা বাড়িতে বানিয়ে সংরক্ষণ করুন খুব সহজেই ♥️
মশলা বানানোর পদ্ধতি গুলো প্রত্যেক ছবির ক্যাপশনে সংযুক্ত করা আছে ❤️🥀

রাতে রুটির সাথে ১১টা হালকা খাবাররাতের খাবার হবে হালকা,সহজপাচ্য এবং কম খাটুনির। তাই সেই রকম ভাবেই এই লিস্টটা আমি সাজিয়েছ...
30/06/2025

রাতে রুটির সাথে ১১টা হালকা খাবার
রাতের খাবার হবে হালকা,সহজপাচ্য এবং কম খাটুনির। তাই সেই রকম ভাবেই এই লিস্টটা আমি সাজিয়েছি..... একটু চেক করে নাও.... পারলে সেভ করে রাখো 😋

1. আলু ভাজা - একদম সরু সরু করে আলু কেটে সামান্য তেলে পাঁচফোড়ন,কালোজিরে,বা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে। যত সরু করে কাটবে তত তাড়াতাড়ি ভাজা হবে আর কম তেলও লাগবে।

2. আলুর বাটি চচ্চড়ি - সরু সরু করে বা ডুমো করে আলু কেটে নিয়ে একটা বাটি বা কড়াইতে তার সাথে টমেটো কুচি,ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি,স্বাদমত লবণ ও হলুদ ও সামান্য সরষের তেল ও জল দিয়ে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে ঢিমে আঁচে তৈরি করে নিতে হবে।। বাটি চচ্চড়িতে জল কিন্তু বেশি দিলে হবেনা।

3. সাদামাটা রাজমা - এটা 100% ওয়েল ফ্রি একটা সুস্বাদু রেসিপি। তবে চাইলে তোমরা তেল দিতেও পারো।8- 10 ঘন্টা রাজমা ভিজিয়ে রাখার পর প্রেসার কুকারে রাজমা, আলুর টুকরো ছোট করে কাটা, দারচিনি, লবঙ্গ, আদা বাটা / রস,হলুদ গুঁড়ো,লঙ্কাগুঁড়ো,সামান্য জিরেগুঁড়ো ও সামান্য ধনে গুঁড়ো, টমেটো কুচি স্বাদমত লবন ও সামান্য তেল ও জল দিয়ে দুটো সিটি দিয়ে দিলেই হবে। এরপরে ঠান্ডা করে প্রেসার কুকার টা খুলে ভালোভাবে হাতা দিয়ে চুলায় বসিয়ে একটু ঘেটে দিলেই এই রেসিপি রেডি হয়ে যাবে। যদি সেদ্ধ না হয় আর একটু সেদ্ধ করে নেবে। এই রেসিপিটা আমি মাঝে মাঝেই করি বেশ ভালই লাগে।

4.গুঁড়ো কাসুরি মেথির সবজি - যখন আমরা খুব হালকা মসলা দিয়ে কোন তরকারি করতে চাই তখন চেষ্টা করি
বিশেষ এমন কিছু দিতে যেটার জন্য পুরো তরকারি টার
টেস্ট সাধারণ থেকে অসাধারণ হবে। এখানে ঠিক কাসুরি মেথির রোস্ট করে ব্যবহার টা এইরকম। প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে পছন্দমত ফোড়ন দিয়ে আলু বা সাথে কোনো সবজি দিয়ে কিছুক্ষন ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে। দিতে হবে স্বাদমত লবন লবণ ও সামান্য হলুদ। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর রোস্ট করে রাখা কাসুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিন এবার ঢাকা দিন। তরকারি সেদ্ধ হলে নামিয়ে নিন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ যাচ্ছে। এখানে কাসুরি মেথি একটু বেশি দিতে হবে। সবজি ভাজার সময় কিন্তু কসুরি মেথির পাউডারটা দেয়া যাবে না।

5. শোরবা স্টাইল ডাল - মুগ ডাল বা মসুর ডাল বা দুটো ডাল মিশিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন একদম গলা গলা। লবণ হলুদ ধনে পাতা কুচি টমেটো কুচি দেবে। শোরবা হলো এক ধরনের ডালের স্যুপ। কিন্তু এই ডালটা পুরোপুরি একবারে নাও গলাতে পারো। রুটি দারুণ জমবে।

6. খাট্টা তিখা বৈগন - এটা বিহার এবং ইউপির খুব জনপ্রিয় একটা রেসিপি। একটু স্পাইসি তবে হালকা করে নিতে পারো। প্রথমে তেলে আলু তারপরে বেগুনটা ভেজে ( মাঝারি থেকে বড় করে কাটবে বেগুনটা )
তাতে বেশি করে টমেটো( যাতে একটু টক টক হয় খেতে ) ধনেপাতা আর রোস্টেড গুড়ো মসলা যেমন জিরা গুঁড়ো ধনেগুঁড়ো লঙ্কাগুঁড়ো হলুদ গুঁড়ো দেবে। স্বাদমতো লবণ আর হলুদ তো আছেই।ভাজতে ভাজতে একটা গলা ভাব আসবে ঠিক এরকম ভাবে ভাজবে। রুটির সাথে এই পদটা খেতে দুর্দান্ত লাগে।

7. হিং দিয়ে কুমড়োর ছেঁচকি - কড়াইতে সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, সামান্য হিং ও কালোজিরে ফোড়ন দিয়ে পাকা মিষ্টি কুমড়ো দিয়ে ভাজতে হবে। ভজার সময় আরও একটু হিং দিতে পারো। এবারে
ভাজতে ভাজতে যখন দেখবে মজে আসছে তখন সামান্য চিনি আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এইটা। রুটির সাথে জাস্ট অসাধারণ লাগে।

8. দুধ ভেন্ডি - প্রথমে ভেন্ডি কেটে নিতে হবে টুকরো করে তারপর কড়াইতে সামান্য তেলে ভেন্ডি গুলো ভালোভাবে লবন দিয়ে ভেজে নিতে হবে একেবারে 90% পর্যন্ত। এরপরে কড়াইতে নারকোলের দুধ,রোস্টেড বেসন ও রোস্টেড কাসুরি মেথি গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে অল্প ঘি দিয়ে নামিয়ে নিলি তৈরি হয়ে যাবে এই পদ। তবে বেসন কিন্তু বেশি দেয়া যাবে না, না হলে চিটচিটে হয়ে যাবে।

9. সয়া কিমা মসলা - সয়াবিন লবণ জলে সেদ্ধ করে নিয়ে কিমার আকারে কেটে নিতে হবে। এবারে কড়াইতে তেল দিয়ে পছন্দ মতন গোটা গরম মসলা ও জিরে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা আলু ও কিমা দিয়ে ফ্রাই করতে হবে। মসলা হিসেবে রোস্টেড জিরা গুঁড়ো,ধনেগুঁড়ে, গোল মরিচ গুঁড়ো স্বাদমত লবণ ও হলুদ দিতে হবে। কুচি করা টমেটো দিয়ে ভাজতে হবে। একটু রস রস থাকবে।ভাজতে ভাজতে সবথেকে শেষে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পদ।

10.তাওয়া বেগুন ভর্তা - শীতকালে বেগুন ভর্তা খাওয়ার মজাই আলাদা। অন্য সময় কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। কিন্তু এই পদ টি যেকোনো সময় বানিয়ে নেওয়া যেতে পারে। এবং যেকোনো সাইজ দিয়ে করে নিতে পারবে। এটা ওপেন ফ্রাই সিস্টেমে হয় বলে একটু স্মোকি ফ্লেভার আসবে। আর ভাজা হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়েই একটু ভর্তা করে নিতে হবে। সাথী স্বাদমত লবণ,হলুদ,টমেটো কুচি ধনেপাতা কুচি অবশ্যই দেবে।

11. লাউ আর ছোলার ডালের তরকারি - লাউ ছাড়াও এটা ধুন্দুল ঝিঙে দিয়েও করা যাবে। কড়াইতে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে পাতলা করে কাটা লাউ ভাজতে হবে। ভাজার সময় আগে থেকে ভেজানো ছোলার ডাল দিয়ে দিতে হবে। এর সাথে দিতে হবে সামান্য পরিমাণ ঘি ও এলাচ। লবন আর হলুদ দিলে যখন জল বেরোবে তখন ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়া পর্যন্ত। ব্যাস নাবি নেওয়ার আগে টাকাটা খুলে একটু ঘি ছড়িয়ে দিতে হবে।

রুটি সাথে খাওয়ার মতন অনেক কিছুই আছে কিন্তু খুব সহজেই করা যাবে এবং নিরামিষ হবে এমন কিছু রেসিপি তুলে ধরলাম। নামিদামি জিনিস ঘরে সবসময় এভেলেবেল থাকে না তাই খুব সহজেই বানিয়ে নেয়া যায় এরকম কিছু রেসিপি লিখলাম। মতামত জানিও। খুব ভালো লাগবে।

#প্রয়োজনীয়_কিছু_টিপস #রেসিপি

চিংড়ী মাছ দিয়ে রান্না বান্না ❤️☺️             #রেসিপি    #প্রয়োজনীয়_কিছু_টিপস
28/06/2025

চিংড়ী মাছ দিয়ে রান্না বান্না ❤️☺️

#রেসিপি #প্রয়োজনীয়_কিছু_টিপস

১০ টি ভিন্নস্বাদের " সসের " রেসিপি নিয়ে আজকের আয়োজন। 👇১. ডিপিং সস২. চিজ সস৩. সেজুয়ান সস৪. অ্যাভোকাডো ক্রিম সস৫. হট সস৬....
27/06/2025

১০ টি ভিন্নস্বাদের " সসের " রেসিপি নিয়ে আজকের আয়োজন। 👇

১. ডিপিং সস
২. চিজ সস
৩. সেজুয়ান সস
৪. অ্যাভোকাডো ক্রিম সস
৫. হট সস
৬. পার্সলে সস
৭. বার্বিকিউ সস
৮. গার্লিক সস
৯. সুইট চিলি সস
১০. তন্দুরি সস

~ প্রতিটি ছবির ক্যাপশনে রেসিপি সংযুক্ত রয়েছে।।

এইরকম রেসিপি টিপস পেতে হলে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।
আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখুন আপনার টাইমলাইনে।

#প্রয়োজনীয়_কিছু_টিপস #রেসিপি

10 টি ভিন্ন ধরনের ভিন্নস্বাদের পটলের রেসিপি 😋🥰রেসিপি গুলো প্রত্যেক ছবির মধ্যে সংযুক্ত করা আছে ✌️   ゚viralfbreelsfypシ゚vir...
26/06/2025

10 টি ভিন্ন ধরনের ভিন্নস্বাদের পটলের রেসিপি 😋🥰
রেসিপি গুলো প্রত্যেক ছবির মধ্যে সংযুক্ত করা আছে ✌️

゚viralfbreelsfypシ゚viral ゚viralシ

☘️ বাড়িতেই তৈরি করুন সহজ পদ্ধতিতে " কাঁচা আমের সস " :-উপকরণ: কাঁচা আম: ১ কেজিসাদা ভিনেগার: ১/২ কাপলবণ: স্বাদমতোশুকনো মর...
26/06/2025

☘️ বাড়িতেই তৈরি করুন সহজ পদ্ধতিতে " কাঁচা আমের সস " :-

উপকরণ:
কাঁচা আম: ১ কেজি
সাদা ভিনেগার: ১/২ কাপ
লবণ: স্বাদমতো
শুকনো মরিচ: ২-৩টি
রসুন: ৪ কোয়া
চিনি: ৩/৪ টেবিল চামচ (স্বাদমতো কম-বেশি করা যেতে পারে)
ফুড কালার (ঐচ্ছিক): ২-৩ ফোঁটা
পানি: প্রয়োজনমতো

✅ প্রস্তুত প্রণালী:
প্রথমে, কাঁচা আম খোসা ছাড়িয়ে আঁটি ফেলে দিন।
আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন।
একটি পাত্রে আম, ভিনেগার, লবণ, শুকনো মরিচ, রসুন, চিনি, এবং ফুড কালার (যদি ব্যবহার করেন) যোগ করুন।
প্রয়োজনে সামান্য পানি যোগ করে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটি একটি পাত্রে নিয়ে মাঝারি আঁচে চুলায় বসান এবং কিছুক্ষণ পর পর নেড়ে দিন।
আম নরম হয়ে গেলে এবং সস ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন।
ঠান্ডা হয়ে গেলে একটি বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

゚viralシ ゚viralfbreelsfypシ゚viral

হোয়াইট সস """"""""""""""""""'উপকরণঃবাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রস...
25/06/2025

হোয়াইট সস
""""""""""""""""""'
উপকরণঃ
বাটার অথবা তেল-১ টেবিল চামচ,ময়দা -১ টেবিল চামচ,চিনি -১চা চামচ , তরল দুধ -১/২ কাপ,রসুন কুচি +গোল মরিচ গুঁড়া+লবন -১/৪ চা চামচ করে

প্রণালীঃ-
প্যানে বাটার গলে যাওয়ার পর ময়দা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে যোগ করতে হবে রসুন কুচি, গোল মরিচ গুঁড়া,লবন, চিনি। এরপর তরল দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। ঘন ক্রিমের মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে।(চুলার আঁচ লো রাখতে হবে)

তেল,ডিম ছাড়া শর্মা সস
"""""""""""""""""""""""'""""""""""""'
উপকরণঃ
টক দই(পানি ঝরানো) - ১/২ কাপ,রসুন বাটা -১/৪ চা চামচ,গুঁড়ো দুধ - ১ টেবিল চামচ,সরিষা বাটা -১/৪ চা চামচ ,গোল মরিচ গুঁড়া - ২ চিমটি পরিমাণ,চিনি - দেড় চা চামচ (স্বাদ মতো),লবণ - স্বাদ বুঝে,টমেটো সস -২ থেকে ৩ টেবিল চামচ
**ঝাল বাড়াতে চাইলে অল্প মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন।

প্রণালীঃ-
সব গুলো উপকরণ একত্রে চামচের সাহায্যে ভালো ভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই শর্মা সস তৈরি।

**ব্লেন্ডার ব্যবহার করতে চাইলে সবগুলো উপকরণ ৩০-৪০ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলেই হবে, সেক্ষেত্রে রসুন আর সরিষা আস্ত দেওয়া যাবে।
**টমেটো সস, সরিষা বাটা বাদ দিয়ে একই ভাবে ব্লেন্ড করে মেয়োনিজ তৈরি করতে পারেন।

মেয়োনিজ
""""'"""""'"""""'
উপকরণঃ
ডিম(নরমাল টেম্পারেচার) -১ টি,সয়াবিন তেল -১ কাপের মতো (ডিমের সাইজের উপর নির্ভর করবে),গোল মরিচ গুঁড়া -আধা চা চামচ, চিনি -২ চা চামচ ,লবন - কোয়ার্টার (১/৪) চা চামচ,সিরকা অথবা লেবুর রস - ১ টেবিল চামচ

প্রণালীঃ-
ব্লেন্ডারে তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো ভাবে ৩০ সেকেন্ডের ব্লেন্ড করে, আস্তে আস্তে তেল ঢালতে হবে। তেল একবারে ঢালা যাবে না। থেমে থেমে ৪,৫ বারে ঢালতে হবে।২মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে মেয়োনিজ।

***মেয়োনিজ ১ সপ্তাহের মতো নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়।
***মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি বোঝার উপায় হলো- ব্লেন্ডার উপুড় করে ধরলে সাথে সাথে গড়িয়ে পড়বে না, পড়লে আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

বার্গার/শর্মা সস
"""""""""""""""""""""""
উপকরণঃ
ডিম -১ টি,চিনি - ১ টেবিল চামচ,লবন - আধা চা চামচ,সাদা সরিষা বাটা - আধা চা চামচ,তেল -১ কাপ বা কিছু টা কম,রসুন কুচি -১ চা চামচ,সিরকা -১টেবিল চামচ,গোল মরিচ গুঁড়া - আধা চা চামচ, গুঁড়া দুধ -১ টেবিল চামচ (অপশনাল),টমেটো সস - ৪ টেবিল চামচ

প্রণালীঃ-
মেয়োনিজ এর মতো একই পদ্ধতিতে ব্লেন্ড করে টমেটো সস এ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে শর্মা সস।

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when রিধিনীল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রিধিনীল:

Share