Sanjida Aktar Rimu

Sanjida Aktar Rimu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sanjida Aktar Rimu, Digital creator, Bagerhat.

“একটা মেয়ে তার 🤵🏻Boy Friend কে জিজ্ঞেসকরেছিলোঃ👰🏻--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়েহয়ে গেলে তুমি  কি করবে?🤵🏻--ছেলেটা উত্...
27/07/2025

“একটা মেয়ে তার 🤵🏻Boy Friend কে জিজ্ঞেস
করেছিলোঃ
👰🏻--আচ্ছা অন্য কারো সাথে আমার বিয়ে
হয়ে গেলে তুমি কি করবে?
🤵🏻--ছেলেটা উত্তর দিলো, ভুলে যাবো
🤵🏻ছেলেটার উত্তর শুনে 👰🏻মেয়েটি রাগে
অন্যদিকে মুখ ঘোরালো।
🤵🏻ছেলেটি আবার বললো:
--সবচেয়ে বড় কথা
। আমি যত দ্রুত তোমাকে ভুলে
যাবো। তার চেয়েও বেশি দ্রুত
তুমি আমাকে ভুলে যাবে।
👰🏻প্রেমিকা প্রশ্ন করলোঃ
--কি রকম?
🤵🏻ছেলেটি বলতে শুরু করলঃ
"মনে করো বিয়ের প্রথম তিনদিন তুমি এক
ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে
গয়নার ভার, মুখে মেকআপ এর প্রলেপ,
চারিদিক থেকে ক্যামেরার ফ্লাশ,
মানুষের ভিড়। তুমি চাইলেও তখন আমার
কথা মনে করতে পারবে না। ''আর আমি তখন
তোমার বিয়ের খবর পেয়ে হয়তো কোন বন্ধুর
সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে পরে
থাকবো। আর একটু পর পর তোমাকে
হৃদয়হীনা বলে
গালি দিবো। আবার পরক্ষনেই পুরাতন
স্মৃতির কথা মনে করে বন্ধুকে জড়িয়ে ধরে
কাঁদবো। "বিয়ের পরের দিন তোমার আরো
ব্যস্ত সময় কাটবে। আর প্রথম সপ্তাহে ' স্বামী আর মিষ্টির
প্যাকেট, এই দুটো হাতে নিয়ে তুমি
বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে
বেড়াবে।
আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে
হবে। এই যে যেমন স্বামীর হাত ধরার সময়, এক
সাথে গাড়িতে চড়ার সময়। আর আমি তখন
ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াব। আর বন্ধুদের
বলবো, বুঝলি দোস্ত, জীবনে প্রেম
ভালোবাসা কিছুই নাই সব মিথ্যা। "পরের মাসে
তুমি হানিমুনে যাবে, নতুন বাড়ি পাবে,
শপিং, ম্যাচিং,শত প্লান, আর স্বামীর
সাথে হালকা মিষ্টি ঝগড়া। তখন তুমি
বিরাট সুখে,
হয়তো আমার কথা মনে হলে ভাববে, আমার
সাথে বিয়ে না হয়েই বোধ হয়
ভালোই হয়েছে। আমি ততদিনে বাপ, মা,
বন্ধুর ঝাড়ি খেয়ে
মোটামুটি সোজা হয়ে গিয়েছি।
ঠিক করেছি কিছু একটা কাজ করতে হবে,
তোমার চেয়ে একটা সুন্দরী মেয়ে বিয়ে
করে
তোমাকে দেখিয়ে দিতে হবে।
সবাইকে বলবো, তোমাকে ভুলে গেছি।
কিন্তু তখনও মাঝরাতে তোমার
এসএমএস গুলো বের করে পড়বো আর
দীর্ঘ একটা শ্বাস ছাড়বো। "পরের দুই বছর পর তুমি
আর কারো প্রেমিকা কিংবা
নতুন বউ নেই। মা হয়ে গিয়েছো।
পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ,ভালোবাসা
এসবের চেয়েও বাচ্চার ডায়াপার,হামের টিকা
এসব নিয়ে বেশি চিন্তিত থাকবে।
অর্থাৎ তখন আমি তোমার জীবন থেকে
মোটামুটি পারমানেন্টলি ডিলিট হয়ে
যাবো। এদিকে ততদিনে আমিও একটা কাজ পেয়ে গেছি।
বিয়ের কথা চলছে। মেয়েও পছন্দ হয়েছে।
আমি এখন ভীষণ ব্যাস্ত।

( Sanjida Aktar )

23/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

15/06/2025

S🫶😘🌸

09/06/2025

I got over 20 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

04/06/2025

Address

Bagerhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanjida Aktar Rimu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share