08/09/2023
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ২০২৩
পর্ব: ০২
ফ্রিল্যান্সিং কেন করবেন?
কেন ফ্রিল্যান্সিং করবেন এইটা বুঝতে হলে আপনাকে প্রথমে কিছু বিষয় জানতে হবে।
আপনার অনার্স মাষ্টার্স করতে কত সময় লাগে?
এরপর শুরু হয় আমাদের চাকরির পড়া, এই সময়ে নানা ধরনের বই কিনে পড়াশুনা শুরু করে দেই। একটি মাত্র চাকরির আশায়, প্রথমে সবার সরকারী চাকুরীর দিকে নজর থাকে, এর পরে কোম্পানি বা অনন্য দিকে, সেই অনুযায়ী পড়াশোনা করি। এর পরে চাকরির রিটেন আর ভাইভা পরীক্ষা এভাবেই চলতে থাকে। কিন্তু যদি আপনি ১/২ বছর ফ্রিল্যান্সিং নিয়ে ভালো ভাবে শিখেন, একটি নিদ্রিষ্ট স্কিল শিখে যদি একটি বিশাল পরিমান ইনকাম করতে পারেন। তাহলে আপনি কোনটির দিকে আগাবেন? বাংলাদেশের বর্তমানে বিশাল জনগোষ্টী বেকার, আর প্রতি বছর, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে, এদের যেকোন চাকরি পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।
এই সকল দিক বিবেচনায় আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। আপনি এর পিছনে ১/২ টা বছর ভালো করে সময় দিন, এবং ভালো একটি ট্রেনিং ইনস্টিটিউশনে নিদ্রিষ্ট একটি কোর্সের উপর কোর্স করে ফেলুন। তাহলে আপনাকে আর বেকারত্ব নিয়ে চিন্তা করতে হবেনা।