17/09/2025
সাজেকে পর্যটকবাহী যানবাহন দুর্ঘ*টনায় আহ*তদের উ*দ্ধারে সেনাবাহিনী, পুলিশ, আনসার, স্থানীয় ও সাজেকের উদ্যোক্তাদের তৎপরতা
আজ দুপুর আনুমানিক ১টার দিকে সাজেকগামী একটি পর্যটকবাহী গাড়ি সিজুকছড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৩০০ ফিট নীচে পড়ে যায়। দুর্ঘ*টনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় ও সাজেকের বিভিন্ন উদোক্তাদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
ঘটনাস্থলেই একজন পর্যটক প্রা*ণ হা*রান। ১২ জন আ*হত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়, পরবর্তীতে তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২ জনের অবস্থা আ*শঙ্কা*জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
নি*হত পর্যটকের নাম ও ঠিকানা
রুবিনা আফসানা রিংকি (২৩),
পিতা-আব্দুর রহমান,
সাং-ভবানীপুর, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধ
আ*হতরা হলেনঃ
১। তনুশ্রী রায়
২। পুষ্পিতা সাহা
৩। সুমনা বিশ্বাস
৪। অনিন্দিতা
৫। সাদিয়া রহমান
৬। চন্দ্রিকা মন্ডল (২৪),
৭। চেরী খাতুন
৮। করিমুল হক (শিক্ষক)
৯। বর্ণা কুন্ড
১০। ইমামা খাতুন
১১। সায়দা তাসনিম
১২। অন্বেষা চক্রবর্তী
প্রায় ৩০০ ফিট নিচ থেকে দড়ির সাহায্যে হতাহতদের উপরে তুলে আনা হয়।