Sinthiya-Sabbir

Sinthiya-Sabbir পেজে আসার জন্য ধন্যবাদ�
পোস্টগুলো ভালো লাগলে পেজে ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ রইলো�
(1)

06/07/2025

কত নতুন ইতিহাস গড়বে কিন্তু ২৪শের ইতিহাস পৃথিবীর বুক থেকে কখনও মুছবে না

06/07/2025

জুলাই ফিরে আসলো কিন্তু জুলাইয়ে প্রাণ যাওয়া লোক গুলো আর আসলো না ফিরে😭

Dreamy Moment 🤍
05/07/2025

Dreamy Moment 🤍

05/07/2025

জুলাই আমার অহংকার জুলাই আমার চেতনা!😅💝

ফেসবুকে আমি খুব একটা ফ্যামিলি ভ্লগ দেখি-না, তবে সেটা Safwan Shanaya Family Vlog হলে আলাদা কথা! একটা ফ্যামিলির সবাই এত্ত ...
05/07/2025

ফেসবুকে আমি খুব একটা ফ্যামিলি ভ্লগ দেখি-না, তবে সেটা Safwan Shanaya Family Vlog হলে আলাদা কথা! একটা ফ্যামিলির সবাই এত্ত কিউট কেমনে হয় রে ভাই? বাচ্চাগুলারে দেখলেই মন চায় মোবাইল এর ভিতরে ঢুকে গাল গুলা টেনে দেই! একেকজন যেনো 'কে বেশি কিউট?' এই প্রতিযোগিতায় নেমেছে!
এদের ভাই বোনের প্রতি ভালোবাসা, কিউটনেস আমাকে শুধুই মুগ্ধ করে! ভিডিও গুলা দেখলেই ভাল্লাগে, কোনো 'বাড়াবাড়ি' নাই,আছে শুধুই নিখাঁদ আনন্দ!
কিউটনেসে ভরপুর একটা ফ্যামিলি 🙂

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে! স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯...
05/07/2025

ছবিতে বসে থাকা যেই ভদ্রলোক কে দেখা যাচ্ছে, উনার সামনের গাড়িতে উনার স্ত্রী শুয়ে আছে!

স্ত্রী'র জানাজা হওয়ার কথা ছিলো রাত ৯ টায়, কিন্তু উনি চাচ্ছিলেন না এতো রাতে জানাজা হোক!
'মৃত মানুষ কে যতো দ্রুত সম্ভব কবর দেওয়া ভালো' এই ব্যাপার টা মাথায় রেখে কাউকে বলতেও পারতেছিলেন না যে 'ওকে আরেকটু থাকতে দাও আমার সামনে!'

উনার ছোট ছেলে ব্যাপার টা বুঝেছিলো, শেষ পর্যন্ত সকালেই জানাজা হয়েছিলো উনার স্ত্রী'র।

এই পোস্ট টা আসলে স্ত্রী'র জন্য উনার ভালোবাসা টা কেমন,সেইটা বলার জন্য!

স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। সবাই যে যার মতো চলে গেছে৷ ভদ্রলোক রাতে গাড়ির সামনে বসে আছে একা একা! স্ত্রী কে 'সঙ্গ' দিচ্ছিলেন! 'আমি আছি' প্রমাণ করেছিলেন!

উনার স্ত্রী মারাত্মক লাকি,এমন একজন কে পেয়েছিলেন যেই মানুষ টা মৃত্যু'র পরেও উনার সামনেই বসে ছিলেন। ছেড়ে যায়নি।

আমরা জীবনে এমন কাউকেই চাই, যার আমাদের জন্য ভালোবাসার অভাব হবেনা। নিজের সব টা দিয়েই ভালোবাসবে, থেকে যাবে পাশে আমরা দুনিয়া তে না থাকলেও! ❤️

ছবিঃ তানজিনা আফরিন মেরিন

দ্রুত আব্বুর আর আম্মুর আইডিতে ঢুকে এনটিভি আনফলো দিলাম।🙂
04/07/2025

দ্রুত আব্বুর আর আম্মুর আইডিতে ঢুকে এনটিভি আনফলো দিলাম।🙂

এই মেয়েটাকে তার 'ভালোবাসার মানুষ' তথা 'জামাই' দুনিয়া থেকে বিদায় করে দিছে!কেনো জানেন? যৌতুক এর জন্য!!!আমি শুধু মেয়েটার ছব...
04/07/2025

এই মেয়েটাকে তার 'ভালোবাসার মানুষ' তথা 'জামাই' দুনিয়া থেকে বিদায় করে দিছে!
কেনো জানেন? যৌতুক এর জন্য!!!

আমি শুধু মেয়েটার ছবির ক্যাপশন এর দিকে তাকিয়ে আছি!
'লক্ষী একটা বউ হওয়ার ইচ্ছে ছিলো!'
খুব সিম্পল একটা ইচ্ছে! সে কোটি কোটি টাকা চায় নাই, বাড়ি গাড়ি চায় নাই, চেয়েছিলো লক্ষী বউ হতে!
যার জন্য ছয় বছর আগে মোনাজাত করেছিলো, সেই মোনাজাতে চাওয়া মানুষ টাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলো!

মানুষ কিভাবে পারে? এই মানুষ টা তার ভালোবাসার মানুষ! কিভাবে পারলো?

সে লক্ষী বউ হয়ে থাকতে চেয়েছিলো, এটাই কি তার দোষ? ভালোবাসা চাওয়া দোষ এর কিছু? লক্ষী হতে চাওয়া দোষ?

হাহ! বেশি ভালোবাসতে পারা মানুষজন ভালোবাসা টাই পায় না!

©️ উমেদ

02/07/2025

জুলাই ফিরে আসলেও ওরা কখনো ফিরে আসবে না..!🙂

পুরো দেশ মাহিরার খোঁজে আর মাহিরা বয়ফ্রেন্ডের খোঁজে! গতকাল থেকে হারানো নি*খোঁজ সারাদেশে ছড়িয়ে পড়ে।র‍্যাবের একটি দল সেই হা...
01/07/2025

পুরো দেশ মাহিরার খোঁজে আর মাহিরা বয়ফ্রেন্ডের খোঁজে!
গতকাল থেকে হারানো নি*খোঁজ সারাদেশে ছড়িয়ে পড়ে।র‍্যাবের একটি দল সেই হারানো শিক্ষার্থীকে নাকি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে উদ্ধার করে।আগামীতে কেউ হারালেও মানুষ আগে বলবে দেখো কারো সাথে চলে গেল নাকি!

শেষ পরীক্ষার দিন পলাইতি..অন্তত ইন্টার পাশ করতি 🙂
01/07/2025

শেষ পরীক্ষার দিন পলাইতি..অন্তত ইন্টার পাশ করতি 🙂

Address

Khulna To Barishal
Bagherhat

Alerts

Be the first to know and let us send you an email when Sinthiya-Sabbir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category