
20/05/2025
এই কবুতরটা হঠাৎ বাসায় আসছে পরে দেখি কবুতরের গলায় একটা তাবিজ ।মানুষ কি পরিমান খারাপ হলে এগুলা করে থাকে কবুতরের গলায় তাবিজ দিয়ে রাখা এই তাবিজের ভিতর একটা মেয়ে এবং একটা মহিলার নাম লেখা এটা মানে কি বুঝতে পারলাম না এবং আরবিতে অনেক কিছুই লেখা আছে এবং একটা পাখির ছবি আছে।