Mohammad Jihad

Mohammad Jihad “ইমান ও ইসলামি ভাবনার বার্তা পৌঁছে দিতে চাই আমার কণ্ঠের মাধ্যমে। সুর নয়—এ এক আত্মার ডাক, তোমার হৃদয়ের জন্য।”

FB- Ahammed S IA M

13/06/2025

Advance Happy Father's Day 🖤

31/05/2025

আছো ঠিকঠাক 👀

30/05/2025

কেউ বিশ্বাস করে না ছোট বেলায় এমন শান্ত ছিলাম।😪

26/05/2025

বাবা, আমার জীবনের সাহস

আমি অনেক সময় ভেঙে পড়ি।
মন বলে—“আর পারবো না।”
জীবন ক্লান্ত করে তোলে, দুনিয়ার সমস্যাগুলো পাহাড় হয়ে দাঁড়ায় সামনে।
তখন একমাত্র একজন মানুষ আছেন যিনি বলার মতো সাহস দেন।

তিনি আমার আব্বু।

তিনি বলেন,
“চিন্তা করিস না বাবা, আল্লাহ আছে। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।”

এই একটা লাইন…
এই ছোট্ট বাক্যটাই যেন আমার মনের অন্ধকার ভেদ করে আলো দেখায়।
যেন মনে হয়, হ্যাঁ, আমি আবার উঠবো, লড়বো…
কারণ আমার পাশে একজন আছেন যিনি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন—আমার আব্বু।

আব্বু আছেন বলেই জীবনের সব কষ্ট সহজ হয়ে যায়।
তিনি শুধু বাবা নন, তিনি আমার ছায়া, আমার শান্তি, আমার আত্মবিশ্বাস।

আমি জানি না, তিনি কতোটা কষ্টে দিন পার করেন,
কিন্তু কখনও তাঁর কষ্টের ছায়া আমার ওপর ফেলতে দেন না।
শুধু বলেন, “তুই শুধু চেষ্টা কর, বাকিটা আল্লাহ দেখবেন।”

আল্লাহ, আমার আব্বুকে হেফাজতে রাখো।
তাঁকে সুস্থতা দাও, ঈমানদার হায়াত দাও।
যতদিন তিনি থাকবেন, আমার পৃথিবীটা নিরাপদ থাকবে।

---

দুআ করি:

যারা বাবাকে হারিয়েছেন, আল্লাহ তাঁদের বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আর যাঁদের বাবা এখনো জীবিত, তাঁরা যেন তাঁর কদর করতে পারেন, দুআ করতে ভুলে না যান।

---

#আব্বু #বাবা #ভালোবাসা #জীবনেরআলো #ইসলামীভাবনা #অনুপ্রেরণা #পিতা #দুআ #ছায়া #আলহামদুলিল্লাহ

26/05/2025

গল্প: জীবনের পথে চলা

একদিন, রাস্তার ধারে একটি ছোট্ট ছেলে বসে ছিল। তার পাশে একটি পুরনো ব্যাগ, আর হাতে কিছু খালি কাগজ। লোকজন রাস্তা দিয়ে চলেও যাচ্ছিল, কেউই তাকে লক্ষ্য করছিল না।

এক ব্যক্তি, যে প্রতিদিন সেই রাস্তা দিয়ে চলত, একদিন ছেলেটির কাছে গিয়ে দাঁড়াল।
"তুমি এখানে কেন বসে আছো?"
ছেলেটি মাথা নিচু করে বলল, "আমি পথ হারিয়ে ফেলেছি। জীবন আমাকে কোথাও নিয়ে যেতে পারছে না। আমি বুঝতে পারছি না, কোথায় যাব।"

ব্যক্তি একটু ভাবলেন, তারপর উত্তর দিলেন, "পথ হারানোর ভয় পেও না। জীবন একটা দীর্ঘ রাস্তা, কখনো কখনো আমরা পথ ভুলে ফেলি। তবে, ভুল পথে হাঁটার মাঝেই আমরা নিজেদের খুঁজে পাই।"

ছেলেটি কিছু সময় চুপচাপ ভাবল, তারপর মুচকি হাসল।
"তাহলে, আমি কি আবার চলতে পারি?"

ব্যক্তি হেসে বলল, "হ্যাঁ, চলতে পারো। আর মনে রেখো, পথ না জানলেও হোঁচট খাওয়া মানে হারিয়ে যাওয়া নয়। জীবন হলো একটা যাত্রা—শুধু চলতে থাকো, নিজের পথ খুঁজে পাবে।"

#জীবন #জীবনেরপাঠ #অনুপ্রেরণা #সফলতা #আশাবার্তা #মোটিভেশন #ছোটগল্প #জীবনেরগল্প #প্রেরণামূলকগল্প #বাংলাগল্প #জীবনেরযাত্রা #সফলজীবন

"তোরে নিয়ে এমন একটা দিন দেখতে হবে, তা কখনো কল্পনাও করিনি।আজকের এক্সিডেন্টের খবরটা শুনার পর থেকে মনটা খুব খারাপ হয়ে আছে।ক...
25/05/2025

"তোরে নিয়ে এমন একটা দিন দেখতে হবে, তা কখনো কল্পনাও করিনি।
আজকের এক্সিডেন্টের খবরটা শুনার পর থেকে মনটা খুব খারাপ হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না—ভালো লাগবেই বা কীভাবে!
তুই এমন অবস্থায় থাকবে, আর আমি চুপচাপ থাকব—তা হয় না ভাই।
আল্লাহর কাছে শুধু একটা দোয়া, যেন তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠিস।
তোকে আবার আগের মতো হাসতে দেখতে চাই, কথা বলতে চাই।
তুই অনেক শক্তিশালী—এই সময়টা পার করে উঠবি ইনশাআল্লাহ।
ভালো থাকিস ভাই, তোর জন্য মন থেকে দোয়া রইল।"

উনি একজন উপস্থাপিকা। অতিথিদের সামনে বেগুন, শসা ইত্যাদি হাতে নিয়ে অদ্ভুত প্রশ্ন করেন এবং বলেন—"এইগুলো আপনার কাজে লাগবে।"...
20/05/2025

উনি একজন উপস্থাপিকা। অতিথিদের সামনে বেগুন, শসা ইত্যাদি হাতে নিয়ে অদ্ভুত প্রশ্ন করেন এবং বলেন—"এইগুলো আপনার কাজে লাগবে।"
এমনকি অতিথিকে জিজ্ঞেস করেন, “কক্সবাজারে গেলে আইফোন কে দিয়েছে?”

ভাবতে অবাক লাগে—এই মানুষটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন।

দু:খজনকভাবে, দেশে আজকাল অনেক বিকৃত রুচির মানুষ আছে, আর এই ধরনের অনুষ্ঠানের দর্শক তারাই। অথচ আমাদের সমাজে এখনও অনেক সুস্থ, বিবেকবান মানুষ আছে। পরিবারের সদস্য, সন্তান এবং কিছু নূন্যতম পারিবারিক মূল্যবোধও আছে।

এই উপস্থাপিকারা এবং যাঁরা এই ধরনের অনুষ্ঠান প্রযোজনা করেন, তাঁরা সমাজের সাধারণ ভদ্রতা ও রুচিকে চরম অবজ্ঞা করছেন।

এর দীর্ঘমেয়াদি পরিণতি ভয়াবহ হতে পারে।
অশ্লীলতা ছড়ানোর জন্য এর বিরুদ্ধে অতি দ্রুত একশন নেয়া হোক।

20/05/2025

---

**"এই অল্প বয়সেই কত মানুষ দেখেছি—হিসেব করে শেষ করা যাবে না। কিছু মানুষ এসেছেন জীবনে আলো জ্বালাতে, আবার কিছু এমনও এসেছেন, যাঁদের স্পর্শে মনে শুধু অন্ধকারই ঘনিয়েছে। পৃথিবীতে মানুষের রকমফের সত্যিই বিস্ময়কর—ভালো মন্দ মিলেমিশে এক অদ্ভুত দোলাচলে বাঁধা এই জীবন।

তবু মনে হয়, খারাপ মানুষের সংখ্যাই যেন একটু বেশি। তারা শুধু চলে আসে না, থেকে যায় হৃদয়ের গভীরে বিষের মতো। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই খারাপদের অনেকেই হয়তো আমাদের খুব কাছের—রক্তের সম্পর্কের মানুষ, আত্মীয়স্বজন।

যাদের কাছে একটু আশ্রয় খুঁজেছিলাম, তারাই হয়তো সবচেয়ে বেশি স্বার্থপরতার ছুরি বসিয়েছে পিঠে। যাদের কাছে ভালোবাসা পাওয়ার কথা ছিল, তারাই যেন ভালোবাসার বদলে দিয়ে গেছে অবহেলা, ঈর্ষা আর হিসাবি সম্পর্কের বন্ধন। মাঝে মাঝে মনে হয়, রক্তের সম্পর্ক বলে হয়তো কিছু নেই—আসলে সবই প্রয়োজন আর সুযোগের হিসেব।"**

---

সন্ধ্যায় আব্বুর ফোন।নরম গলায় প্রশ্ন করলেন,“টাকা-পয়সা আছে তো, বাবা?”আমি হেসে বললাম,“তেমন খরচ হয় না, আর টাকা থাকলেই তো খরচ...
17/05/2025

সন্ধ্যায় আব্বুর ফোন।
নরম গলায় প্রশ্ন করলেন,
“টাকা-পয়সা আছে তো, বাবা?”
আমি হেসে বললাম,
“তেমন খরচ হয় না, আর টাকা থাকলেই তো খরচ করতে ইচ্ছে করে।”
তিনি বললেন,
“আচ্ছা ঠিক আছে… রেস্ট করো, অফিস থেকে এসেছো।”
তারপর কল কেটে দিলাম।

কিছুক্ষণ পর দেখি বিকাশে টাকা এসেছে।
হয়তো অল্প,
কিন্তু সেই টাকার পেছনে লুকিয়ে আছে এক সমুদ্র ভালোবাসা।
এক বাবার নিঃশব্দ ত্যাগ,
যিনি নিজের প্রয়োজনের হিসেব না করে, সন্তানের মুখে হাসি দেখতে চান।

বাবারা এমনই হয়।
চোখের ক্লান্তি লুকিয়ে, কাঁধে দায়ভার নিয়ে—
সারাটা জীবন সন্তানকে আগলে রাখেন।
আর আমি…
আমি আজও কিছুই দিতে পারিনি তাকে।
পারিনি তার কষ্টগুলো কমিয়ে দিতে।

কখন যে পারবো, আল্লাহই ভালো জানেন।
শুধু এটুকুই জানি—
আমার সব প্রার্থনায়, সব ভালোবাসায় একটাই নাম— "আব্বু"।

শেষমেশ পেয়েই গেলাম 😵লিজেন্ড রা বুঝবে বাকি রা খুজবে 😝
16/05/2025

শেষমেশ পেয়েই গেলাম 😵

লিজেন্ড রা বুঝবে বাকি রা খুজবে 😝

আজ জুমার দিন — রহমত, বরকত আর মাগফিরাতের পবিত্র একটি সুযোগ।আসুন আজকের এই ফজিলতপূর্ণ দিনে অন্তত একজন মানুষের খোঁজ নিই।একজন...
16/05/2025

আজ জুমার দিন — রহমত, বরকত আর মাগফিরাতের পবিত্র একটি সুযোগ।

আসুন আজকের এই ফজিলতপূর্ণ দিনে অন্তত একজন মানুষের খোঁজ নিই।
একজনকে জিজ্ঞেস করি —
“আপনার কি খেতে মন চাচ্ছে?”
হয়তো সে লজ্জায় কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন এই প্রশ্নটার উত্তর খুঁজে বেড়ায়।

যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে আজ কাউকে একটা কাপড় কিনে দিই।
একটা ছোট্ট পাঞ্জাবি, একটা শাড়ি, বা একটা নতুন জামা — এই ছোট্ট উপহার হয়তো কারো ঈদের আনন্দ এনে দিতে পারে।

আমাদের চারপাশেই অনেক মানুষ আছে —
যারা দু’বেলা পেট ভরে খেতে পারে না,
যারা বাচ্চাকে নতুন জামা কিনে দিতে পারে না,
যাদের মুখে হাসি নেই, কিন্তু দোয়ার অভাব নেই।

আসুন, জুমার দিনের উসিলায় আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

আমি নিজেও চাই তাদের পাশে দাঁড়াতে,
চাই কোনো শিশুর মুখে হাসি ফুটাতে,
চাই কোনো বাবার চোখে স্বস্তির জল দেখতে —
কিন্তু এখনও আমার সেই সামর্থ্য আসেনি।
তবুও, এই মনের আবেগ আর ভালোবাসার টান আপনাদের সঙ্গে ভাগ করে নিই।
হয়তো আপনাদের কেউ তা বাস্তবে রূপ দিতে পারবেন।

পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, আমাদের নবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি কোনো মুসলমানকে খাদ্য দান করে, আল্লাহ তাকে জান্নাতের খাদ্য দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতে শরাব দিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে বস্ত্র দান করে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ পোশাক পরাবেন।”
— (তিরমিজি)

আল্লাহ আমাদের সবাইকে সাধ্যমতো দান করার শক্তি দিন।
ভালোবাসা ছড়িয়ে দিন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
কারণ, আপনি জানেন না — আপনার একটা ছোট কাজ, কারো জন্য হতে পারে দোয়ার দরজা।

আসুন, আজ জুমার দিনকে শুধু নিজের জন্য নয়, অন্যের মুখে হাসি ফোটানোর জন্যও স্মরণীয় করে রাখি।

---

#মানুষমানুষেরজন্য #জুম্মা #পরোপকার

Address

Bakarganj

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Jihad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share