17/10/2025
খবরটা শুনে খুবই কষ্ট হচ্ছে। বন্ধু বশির আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ওর মত এমন একজন প্রকৃত ভালো মানুষ আর খুঁজে পাবো না।ওর ব্যবহারটা এতই চমৎকার ছিলো যে,সবাই মুগ্ধ হয়ে যেত।সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন-মহান আল্লাহ পাক তাকে যেন বেহেশত নসীব করেন।আমিন।