ONBS সুস্থ মনে কর রক্তদান
বেঁচে যেতে পারে একটি প্রাণ।
স্বাগতম আপনাকে ফেইজে আসার জন্য ❤️

স্যালুট জানাই এই  ডাক্তার-কে  খুবই ভাল লাগলো 💝💝সবাই যদি এই প্রথা অবলম্বন করতো তাহলে হয়তো শিশু জন্মের সময় বড় ধরনের দুর্ঘট...
11/02/2025

স্যালুট জানাই এই ডাক্তার-কে
খুবই ভাল লাগলো 💝💝

সবাই যদি এই প্রথা অবলম্বন করতো তাহলে হয়তো শিশু জন্মের সময় বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচতে পারতো।
আসুন সবাই সচেতন হই।

মনে রাখবেন, শিশু জন্মের সময় রক্তের প্রয়োজন হতে পারে,তাই আগে থেকেই একই গ্রুপের দুইজন রক্তদাতা প্রস্তুত রাখুন।

07/07/2024
আলহামদুলিল্লাহ.....ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি'র আহবায়ক কমিটির  সদস্য, তারেক আহমেদ (B+) ৮ তম লাল ভালবাসা দান।তাহার সু...
06/07/2024

আলহামদুলিল্লাহ.....

ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি'র আহবায়ক কমিটির সদস্য, তারেক আহমেদ (B+) ৮ তম লাল ভালবাসা দান।

তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আলহামদুলিল্লাহ.....ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি'র সাবেক সদস্য, Md Hasim Talukdar (B+) ১৫ তম লাল ভালবাসা দান।তাহার সুস্...
06/07/2024

আলহামদুলিল্লাহ.....

ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি'র সাবেক সদস্য, Md Hasim Talukdar (B+) ১৫ তম লাল ভালবাসা দান।

তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

  আলহামদুলিল্লাহ.....ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি'র সাবেক অর্থ বিষয়ক সদস্য  ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য  জানাব  ১৯  ...
06/07/2024



আলহামদুলিল্লাহ.....

ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি'র সাবেক অর্থ বিষয়ক সদস্য ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য জানাব ১৯ তম A+ (19-06-2024) লাল ভালবাসা দান।

তাহার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

ঈদ মুবারাক 🌙 তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! সবাইকে ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছ...
16/06/2024

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি এর পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

 ুন_বিশ্ব_রক্তদাতা_দিবস ♥♥♥রক্তের অভাবে ঝরবে না আর কোনো প্রান, বিশ্ব রক্তদাতা দিবসে এই হোক আমাদের অঙ্গীকার! আসুন নিজে রক...
13/06/2024

ুন_বিশ্ব_রক্তদাতা_দিবস ♥♥♥

রক্তের অভাবে ঝরবে না আর কোনো প্রান, বিশ্ব রক্তদাতা দিবসে এই হোক আমাদের অঙ্গীকার!

আসুন নিজে রক্ত দিই,
অন্যকে রক্তদানে উৎসাহিত করি প্রতিটা মানুষ যেন রক্তের অভাবে না পরে সে দিকে লক্ষ্য রাখি😊...
আজকের এই দিনে শুভেচ্ছা জানাই সকল রক্তযোদ্দা সেচ্ছাসেবক ভাই ও বোনদের যাহারা এ মহতী কাজে নিয়োজিত????
ওসমানীনগর ব্লাড ডোনেশন সোসাইটি

রক্ত দেওয়ার আগে জেনে নিন কিছু জরুরি তথ্য.....নিরাপদ রক্ত নিশ্চিত করতে ২০০৪ সাল থেকে ৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়...
08/05/2024

রক্ত দেওয়ার আগে জেনে নিন কিছু জরুরি তথ্য.....

নিরাপদ রক্ত নিশ্চিত করতে ২০০৪ সাল থেকে ৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য- ‘গিভ ব্লাড, গিভ প্ল্যাজমা, শেয়ার লাইফ, শেয়ার অফেন’। অর্থাৎ- ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

মূলত যারা মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করেন তাদের দানের মূল্যায়ন, স্বীকৃতি দিতে সেইসঙ্গে সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়। রক্ত দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব। এজন্য একে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও নি:স্বার্থ উপহার।

জেমস হ্যারিসন এমন এক ব্যক্তি যিনি একাই বাঁচিয়েছেন ২০ লাখ শিশুর প্রাণ। এতোগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন স্বেচ্ছায় ও বিনামূল্যে নিজের রক্ত ও রক্তের উপাদান প্লাজমা দানের মাধ্যমে।

এজন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামও লিখিয়েছিলেন এই অস্ট্রেলিয়ার নাগরিক।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ৮১ বছর বয়সী মি. হ্যারিসন গত ১১ই মে এক হাজার ১৭৩ বারের মতো রক্ত দিয়েছেন। অস্ট্রেলিয়ায় রক্তদানের বয়সসীমা নির্ধারিত থাকায় এটাই ছিল তার সবশেষ রক্তদান। মাত্র ১৪ বছর বয়সে জরুরি অস্ত্রোপচারের কারণে ১৩ লিটার রক্তের প্রয়োজন হয়েছিল মি. হ্যারিসনের। সে যাত্রায় রক্ত পেয়ে প্রাণ বেঁচে যায় তার। এরপর বয়স ১৮ বছর হতেই নিয়মিত রক্তদান করতে শুরু করেন তিনি।

রক্ত দেওয়ার পর কী হয়?

চিকিৎসকেরা জানান, রক্ত দেওয়ার পর কিছুটা মাথা ঘোরাতে পারে। এটা স্বাভাবিক। তবে এ সময় হাঁটাহাঁটি না করে অন্তত এক থেকে দুই ঘণ্টা বিশ্রাম নেওয়ার পরামর্শ দএওয়া হয়েছে। রক্তদাতা যদি ঘামতে থাকেন এবং অস্থির হন, তবে তাকে স্যালাইন খাওয়ানোর পরামর্শও দেন চিকিৎসকেরা।

সাধারণত প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষ প্রতিবার ৪৫০ মিলিলিটার রক্ত দিতে পারেন। রক্ত দেওয়ার পর লোহিত রক্তকণিকার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে অন্তত এক থেকে দেড় মাস সময় লাগে।

এ ছাড়াও, রক্ত দেওয়ার সময় শরীর থেকে রক্তের পাশাপাশি ২৫০-৩০০ মিলিগ্রাম আয়রন কমে যায় তাই তার ক্ষয়পূরণে আয়রন ও প্রোটিনযুক্ত খাবার বেশি বেশি খেতে হবে।

রক্ত দেওয়ার উপকারিতা:

দেশের বিভিন্ন ব্লাডব্যাংকের সঙ্গে কথা বলে জানা যায় নিয়মিত রক্ত দেওয়ার কিছু উপকার রয়েছে। সেগুলো হলো-

১. এতে একজন মানুষের জীবন বাঁচানো সম্ভব।

২. নিয়মিত রক্তদাতাদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে।

৩. বছরে তিনবার রক্ত দিলে শরীরে নতুন লোহিত কণিকা তৈরির হার বেড়ে যায়। এতে অস্থিমজ্জা সক্রিয় থাকে। দ্রুত রক্ত স্বল্পতা পূরণ হয়।

৪. রক্তে কোলেস্টরেলের মাত্রা কমে যায়, এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

৫. রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয়, তা ওজন কমানোর ক্ষেত্রে ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬. শরীরে হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, জন্ডিস, ম্যালেরিয়া, সিফিলিস, এইচআইভি বা এইডসের মতো বড় কোন রোগ আছে কি না, সেটি বিনা খরচে জানা যায়।

৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৮. রক্তদাতার যদি নিজের কখনো রক্তের প্রয়োজন হয় তাহলে ব্লাড ব্যাংকগুলো তাকে অগ্রাধিকার দিয়ে রক্তের ব্যবস্থা করে দেয়।

সূত্র : Rtv online.

জনসচেতনতায় : ওসমানী নগর ব্লাড ডোনেশন সোসাইটি।

আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।"বিয়ের আগে পরিক্ষা করলে রক্তসন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত "সচেতনতায়ঃ ওসমানী নগর ব্লাড...
07/05/2024

আজ ৮ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।

"বিয়ের আগে পরিক্ষা করলে রক্ত
সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত "

সচেতনতায়ঃ ওসমানী নগর ব্লাড ডোনেশন সোসাইটি।

25/04/2024

💁রোগীর সমস্যা👉:-
🔴রক্তের গ্রুপ👉:-O+
💉রক্তের পরিমাণ👉:- ১ ব্যাগ
📆রক্তদানের তারিখ👉:- ২৫-০৪-২০২৪
⌚রক্তদানের সময়👉:- আজকে
🏥রক্তদানের স্থান👉:- সিলেট।
☎যোগাযোগ👉:01311165342
💠রেফারেন্স👉:হিফজুর রহমান

24/04/2024

💁রোগীর সমস্যাঃ- সিজার
🔴রক্তের গ্রুপ: B- ( Negative)
💉রক্তের পরিমাণ:-১ ব্যাগ
⏳হিমোগ্লোবিন: 9
📆রক্তদানের: তারিখ: শুক্রবার
⏱️রক্তদানের সময়ঃ যতো তারাতাড়ি সম্ভব
🏥রক্তদানের স্থান: ওসমানী মেডিকেল সিলেট
☎যোগাযোগ :01741986519

Address

Balaganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ONBS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share