Bamna BNP Media Cell

Bamna BNP Media Cell Bamna,Barguna

আমাদের শপথ হোক—৩১দফা আমরা প্রত্যেকটি এলাকায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব।— তারেক রহমানএপ্রিল ২২, ২০২৫, রাষ্ট্র সংস্কারের ৩...
24/04/2025

আমাদের শপথ হোক—৩১দফা আমরা প্রত্যেকটি এলাকায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব।


তারেক রহমান

এপ্রিল ২২, ২০২৫, রাষ্ট্র সংস্কারের ৩১ দফার কর্মশালায়।


অভিনন্দন কাজী রওনাকুল ইসলাম টিপু ভাইকে।
22/01/2025

অভিনন্দন কাজী রওনাকুল ইসলাম টিপু ভাইকে।



যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের জন্য মঙ্গল।              #বিএনপি
16/01/2025

যত দ্রুত নির্বাচন হবে, ততই দেশের জন্য মঙ্গল।

#বিএনপি

উত্তরা স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মণি- সাবেক সংসদ সদস্য...
18/12/2024

উত্তরা স্কলারস ইন্টারন্যাশনাল স্কুল উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মণি- সাবেক সংসদ সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহবায়ক জননেতা আমিনুল ভাই, সদস্য সচিব জনাব মোস্তফা জামান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ্জ রুহুল আমিন।


01/12/2024

স্বাধীনতা ফোরাম কর্তৃক আয়োজিত মহান বিজয়ের মাস উদযাপন উপলক্ষে ”বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান জনাব নূরুল ইসলাম মণি ও জনাব বরকত উল্লাহ বুলু।

উক্ত সভার সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।


26/11/2024

বরগুনা জেলার বেতাগী উপজেলার বিশাল জনসভা শেষে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও ৩ বারের সাবেক সংসদ সদস্য বরগুনা-২ জনাব আলহাজ্ব নুরুল ইসলাম মনি ভাই।



Islam Moni

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল থেকে।  ঢাকা বিভ...
19/11/2024

আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালা শুরু হচ্ছে আগামীকাল থেকে। ঢাকা বিভাগ থেকে শুরু হয়ে আগামী ৮ ডিসেম্বর বরিশাল বিভাগে কর্মসূচির সর্বশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে।

11/11/2024


বরগুনা জেলার আয়তন প্রায় ২,০০০ বর্গ  কি:মি:। ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা নিয়ে বরগুনা জেলা গঠিত। নদীমাতৃক এ-ই জেলায় ২০টি নদী ...
04/11/2024

বরগুনা জেলার আয়তন প্রায় ২,০০০ বর্গ কি:মি:। ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা নিয়ে বরগুনা জেলা গঠিত। নদীমাতৃক এ-ই জেলায় ২০টি নদী সহ অসংখ্য শাখা নদী এবং পায়রা ও বিষখালী ২টি বিশাল নদী। এ-ই ২টি বিশাল নদী এ-ই জেলাকে করেছে ৩টি ভাগে বিভক্ত। এ ২টি নদীর মাঝখানে বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে ছিল ১১০ বরগুনা ১ আসন। বিষখালী নদীর পশ্চিম পাড় পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে ছিল ১১১ বরগুনা ২ আসন। পায়রা নদীর পূর্ব পাড় আমতলী ও তালতলী উপজেলা নিয়ে ছিল ১১২ বরগুনা ৩ আসন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনই বহাল ছিল। কিন্তু ৯ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০০৮ সালে সেনাসমর্থিত তও্বাবধয়ক সরকারি নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা করে সীমানা নির্ধারণ অধ্যাদেশ গঠন ১৯৭৬ এর ৬ এর (২) ধারা মোতাবেক প্রশাসনিক কাঠামো, আয়তন ও বাস্তবিক অবস্থা এবং ৪ (ক) এর (অ) ও ৪ (খ) এর (অ),(ই) অনুসারী জনগনের সুবিধা অসুবিধা বিবেচনা না করে শুধু জনসংখ্যার ভিত্তিতে ১০/০৭/২০০৮ খ্রিঃ তারিখ বাংলাদেশের গেজেটের অতিরিক্ত সংখ্যায়, ১১২ বরগুনা ৩ আসনটি বিলুপ্ত ঘোষণা করে। বর্তমানে পায়রা নদীর দুই পাড় নিয়ে ১০৯ বরগুনা ১, একটি আসন এবং বিষখালী নদীর দুই পার নিয়ে ১১১ বরগুনা ২, একটি আসন। প্রতিটি নদীর প্রস্থ প্রায় ৩-৫ কি:মি:।বর্ষাকালে নদী দুইটি ভয়াল আকার ধারণ করে। দু'পাড়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পরে। বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে তীরঘেঁষা বরগুনা জেলা। ঘূর্ণিঝড় সিডর, আইলা, রেমাল এর সাথে বছরে কয়েকবার যুদ্ধ করে এ এলাকার মানুষের বেঁচে থাকা। এলাকার উন্নয়নে সরকারি যে বরাদ্দ পাওয়া যায় তা দ্বারা এই বিশাল এলাকার জন্য যেন নুন আনতে পান্তা ফুরায়। সংসদ সদস্যরা হলেন এলাকার উন্নয়নের একমাত্র ধারক ও বাহক। এছাড়া এই উপজেলায় উল্লেখযোগ্য কোন শিল্পবতী বা ভিআইপি নাই যে এলাকার উন্নয়নের জন্য কোন অবদান রাখতে পারে। বামনা উপজেলা বিএনপির আহবায় ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা ভাই আরোও বলেন আমাদের ন্যূনতম বাঁচার জন্য তিনটি সংসদীয় আসন একান্ত প্রয়োজন। বামনা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন। মানববন্ধনে বামনা উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সকলের দাবি আসন বন্ধন দ্বারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের প্রতি অবিচার করা হয়েছে যা মানবাধিকার এবং জুলুম বৈষম্যের শিকার আমরা। আমরা বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পূর্ণবহলের জোর দাবি জানাই।

আলহামদুলিল্লাহ ! জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক " হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ" বামনা, বরগুনা। গভর্নি...
27/10/2024

আলহামদুলিল্লাহ !
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক " হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ" বামনা, বরগুনা। গভর্নিং বডির (এডহক) কমিটির
সভাপতি হিসেবে আলহাজ্ব রুহুল আমিন ভাই কে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

বামনা উপজেলা যুবদল———————রোববার, অক্টোবর ২৭, ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বামনা উ...
27/10/2024

বামনা উপজেলা যুবদল
———————
রোববার, অক্টোবর ২৭, ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বামনা উপজেলা যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

22/10/2024

আজকের বিক্ষোভ মিছিল শেষে চুপ্পুর পদত্যাগের দাবিতে ও বামনার খুনি হাসিনার দোষরদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন, বামনা উপজেলা যুবদল ও ছাএদলের নেতৃবৃন্দ।


Address

Hospital Road
Bamna
8730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bamna BNP Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share