04/11/2024
বরগুনা জেলার আয়তন প্রায় ২,০০০ বর্গ কি:মি:। ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা নিয়ে বরগুনা জেলা গঠিত। নদীমাতৃক এ-ই জেলায় ২০টি নদী সহ অসংখ্য শাখা নদী এবং পায়রা ও বিষখালী ২টি বিশাল নদী। এ-ই ২টি বিশাল নদী এ-ই জেলাকে করেছে ৩টি ভাগে বিভক্ত। এ ২টি নদীর মাঝখানে বরগুনা সদর ও বেতাগী উপজেলা নিয়ে ছিল ১১০ বরগুনা ১ আসন। বিষখালী নদীর পশ্চিম পাড় পাথরঘাটা ও বামনা উপজেলা নিয়ে ছিল ১১১ বরগুনা ২ আসন। পায়রা নদীর পূর্ব পাড় আমতলী ও তালতলী উপজেলা নিয়ে ছিল ১১২ বরগুনা ৩ আসন। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ৩টি আসনই বহাল ছিল। কিন্তু ৯ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২০০৮ সালে সেনাসমর্থিত তও্বাবধয়ক সরকারি নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা করে সীমানা নির্ধারণ অধ্যাদেশ গঠন ১৯৭৬ এর ৬ এর (২) ধারা মোতাবেক প্রশাসনিক কাঠামো, আয়তন ও বাস্তবিক অবস্থা এবং ৪ (ক) এর (অ) ও ৪ (খ) এর (অ),(ই) অনুসারী জনগনের সুবিধা অসুবিধা বিবেচনা না করে শুধু জনসংখ্যার ভিত্তিতে ১০/০৭/২০০৮ খ্রিঃ তারিখ বাংলাদেশের গেজেটের অতিরিক্ত সংখ্যায়, ১১২ বরগুনা ৩ আসনটি বিলুপ্ত ঘোষণা করে। বর্তমানে পায়রা নদীর দুই পাড় নিয়ে ১০৯ বরগুনা ১, একটি আসন এবং বিষখালী নদীর দুই পার নিয়ে ১১১ বরগুনা ২, একটি আসন। প্রতিটি নদীর প্রস্থ প্রায় ৩-৫ কি:মি:।বর্ষাকালে নদী দুইটি ভয়াল আকার ধারণ করে। দু'পাড়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পরে। বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরে তীরঘেঁষা বরগুনা জেলা। ঘূর্ণিঝড় সিডর, আইলা, রেমাল এর সাথে বছরে কয়েকবার যুদ্ধ করে এ এলাকার মানুষের বেঁচে থাকা। এলাকার উন্নয়নে সরকারি যে বরাদ্দ পাওয়া যায় তা দ্বারা এই বিশাল এলাকার জন্য যেন নুন আনতে পান্তা ফুরায়। সংসদ সদস্যরা হলেন এলাকার উন্নয়নের একমাত্র ধারক ও বাহক। এছাড়া এই উপজেলায় উল্লেখযোগ্য কোন শিল্পবতী বা ভিআইপি নাই যে এলাকার উন্নয়নের জন্য কোন অবদান রাখতে পারে। বামনা উপজেলা বিএনপির আহবায় ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা ভাই আরোও বলেন আমাদের ন্যূনতম বাঁচার জন্য তিনটি সংসদীয় আসন একান্ত প্রয়োজন। বামনা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন। মানববন্ধনে বামনা উপজেলা বিএনপি'র অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলসহ সকলের দাবি আসন বন্ধন দ্বারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমাদের প্রতি অবিচার করা হয়েছে যা মানবাধিকার এবং জুলুম বৈষম্যের শিকার আমরা। আমরা বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পূর্ণবহলের জোর দাবি জানাই।