ehsanul_raj

ehsanul_raj ট্রাস্ট মি: আই ক্যান রিড ইউর মাইন্ড॥♥️🖤
(13)

13/08/2025

বালু থাকতে থাকতে কক্সবাজার
ঘুরে আসুন! 🥷🏼

11/08/2025

অনেকেই আপনাকে বলবে প্রবাস জীবন খুবই কস্টের। কিন্তু এতো দুঃখের পরেও আজ পর্যন্ত ওদের কাওকে চলে আসতে দেখেছেন! দেখেন নি। কারণ কিছু মানুষের স্বভাব ই হলো অন‍্যদের ভয় দেখানো এতে ওনাদের কোনো স্বার্থ থাকুক কিংবা না থাকুক ॥

"This Picture is a Reminder"এক কাঠা জায়গা বেশি পাওয়ার জন‍্য আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করেছেন। বৃদ্ধ বাবা মা কে অসম্মান ক...
10/08/2025

"This Picture is a Reminder"

এক কাঠা জায়গা বেশি পাওয়ার জন‍্য আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করেছেন। বৃদ্ধ বাবা মা কে অসম্মান করেছেন। বোন, ভাগ্নে, ভাতিজা দের ঠকিয়েছেন। ভাইয়ে ভাইয়ে খুনাখনি করেছেন। পরের হক নস্ট করেছেন, আমানত হরন করেছেন। বেশশ।
আজ কোথায় আপনার সেই রাজ্যে আর কোথায় আপনার প্রাসাদ? তিন হাত জমি আপনার কপালে নসিব হয়েছে। এমন একটা জায়গায় ঘুমিয়ে আছেন কেউ আপনার কবরের পাশে দাঁড়িয়ে দুফোটা চোখের জলও কখনো ফেলেনি এক আয়াত কোরআন তেলাওয়াত করেনি। কি পেলেন এ জীবনে?

মৃত্যুর চেয়ে ভবিষ্যতের ভয় বেশি, অথচ মৃত্যুই ভবিষ্যত🍂

দুটি খাবার...একটি ৯০০°F তাপমাত্রায় এক ঘন্টা পরে পুড়ে ছাই হয়ে যায়, অন্যটি ৩০০°F তাপমাত্রায় তিন ঘন্টা পরে নিখুঁতভাবে র...
28/07/2025

দুটি খাবার...একটি ৯০০°F তাপমাত্রায় এক ঘন্টা পরে পুড়ে ছাই হয়ে যায়, অন্যটি ৩০০°F তাপমাত্রায় তিন ঘন্টা পরে নিখুঁতভাবে রান্না হয়।

একই উপাদান।

কিন্তু ফলাফল ভিন্ন।

এটি সত্যিই একটি দারুণ রিমান্ডার :

সাফল্য কোনো তাড়াহুড়ো করার বিষয় নয়। বরং সঠিক গতির সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়।

যে পৃথিবীতে গতি এবং তাড়াহুড়োকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে আমরা ভুলে যাই যে জীবনের কিছু সেরা জিনিসগুলোকে। মনে রাখা উচিত দক্ষতা, সাফল্য, এমনকি নিরাময়ে সময় লাগে।

তাই সফলতার পথে আপনার যাত্রা যদি খুব ধীর গতির মনে হয়, তাহলে চাপ নেবেন না। বিশ্বাস রাখুন আপনি পিছিয়ে নেই।

আপনি হয়তো ব্যতিক্রম ভাবে সফলতার জন্য তৈরি হচ্ছেন॥

-রাজ

27/07/2025

রিজিক শুধু টাকা না সঠিক মানুষ, হালাল সম্পর্ক, মানসিক শান্তি, শারিরীক সুস্থতা এসবও আল্লাহর দেওয়া রিজিক।🤍
"আলহামদুলিল্লাহ"

আজকাল এমন একটা অবস্থা যে, মানুষ বিনয় কে মনে করে দুর্বলতা, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব 🙂
25/07/2025

আজকাল এমন একটা অবস্থা যে, মানুষ বিনয় কে মনে করে দুর্বলতা, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব 🙂

23/07/2025

এই দেশে প্রতিদিন হয় মৃত্যুর নগ্ন উল্লাস,

রক্তের গ্লাসে ঠোকাঠুকি করে প্রশাসন কয় চিয়ার্স চিয়ার্স😌

22/07/2025

গান লাগাই স্টোরি দুইটা দিন না দিলেও পারতেন। পরিবার আত্বীয় সজনদের মধ্যে বাচ্চা নাই আপনাদের!
আপনাদের বাচ্চা টা বার্ন ইউনিটে নাই দেখে রিলাক্স হয়ে গেলেন । আজকের ঘটনায় নাহয় নাই, কিন্তু কালকে...?

22/07/2025

রাস্তায় বাসের চাপা, মাথার উপর থেকে ফ্লাইওভার ভেঙে পড়া, গলিতে ছিনতাইকারীর ছুরি, ঘরে ডাকাতের কোপ, বাজারে চাঁদাবাজের গুলি। বৃষ্টিতে খোলা ম‍্যানহোলে পড়া, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ইট খুলে পড়া।

এখন আবার আকাশ থেকে নেমে আসছে ভাঙ্গারি প্লেন।

এত এত ক্রিয়েটিভ অপমৃত্যুর অপশন বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোথাও নেই। মানে কোনো যুদ্ধ নেই, মহামারি নেই তারপরও এদেশে বেঁচে থাকাটাই যেনো দায়॥🙂

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ehsanul_raj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share