Ferdous Ahmed

Ferdous Ahmed Don't worry, ALLAH is with you all the time. Hi I'm Ferdous Ahmed (Shovon). I'm Web Designer, Wordpress Developer & Graphics Designer. I'm From Bangladesh.
(1)

And I'm Working On "fiver.com" As A Freelancer.

গভীর রাত আর চাঁদ ❤️
11/08/2025

গভীর রাত আর চাঁদ ❤️

07/08/2025

অবশ্যই তুমি পাবে,
যা হারিয়েছো তার থেকেও উত্তম কিছু..!

07/08/2025

যতটুকু মান সম্মান ছিল, ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট কইরা সেটুকু ও কমাই ফেলছি!🙂

~ মানুষ প্রায়ই বলে, "ভাগ্যে ছিল না বলেই পাইনি।"কিন্তু আসলে, সবকিছুর মূলে রয়েছে নিয়ত, বিশ্বাস আর প্রার্থনা। ভাগ্য এমন কিছ...
07/08/2025

~ মানুষ প্রায়ই বলে, "ভাগ্যে ছিল না বলেই পাইনি।"

কিন্তু আসলে, সবকিছুর মূলে রয়েছে নিয়ত, বিশ্বাস আর প্রার্থনা। ভাগ্য এমন কিছু নয় যা একবার লেখা হয়ে গেলে আর বদলানো যায় না। যদি তুমি সঠিকভাবে, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে কিছু চাও, তবে সেই দোয়ার শক্তি এতটাই গভীর যে তা আসমান কাঁপিয়ে দিতে পারে।

তাই কখনোই আশা হারিয়ো না. তুমি যা চাও, তা আল্লাহর কাছে চাইতে থাকো, হৃদয় উজাড় করে।

কারণ - Dua can change our Taqdeer

আমার মনে হয়, আধুনিক এই সময়টাতে নিজেকে লয়াল রাখাটা হচ্ছে নিজের সাথে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারন যেখানে ফোন হাতে নিয়েই ...
06/08/2025

আমার মনে হয়, আধুনিক এই সময়টাতে নিজেকে লয়াল রাখাটা হচ্ছে নিজের সাথে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারন যেখানে ফোন হাতে নিয়েই আপনি অনায়াসে অন্য কারো সাথে কথা বলতে পারছেন, চ্যাট করতে পারছেন ইত্যাদি। সেখানে আপনি একটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষায় আছেন যে কখন সে ফ্রী হবে, আপনাকে কল দিবে।

লয়ালিটির ব্যপার টা হয়তো আল্লাহ প্রদত্ত। আল্লাহ দেখছেন এই ভয় আপনার মধ্যে কাজ করে বা revenge of nature এর ভয় পেলেন এটাও কিন্তু আল্লাহ প্রদত্ত। আসল কথা হলো আল্লাহ কে ভয় না পেলে হয়তো অনেক কিছুই করা যায়।

তাই মনে হলো- লয়াল থাকা এতো সহজ না।

বৃষ্টি আসার আগ মুহূর্ত...
01/08/2025

বৃষ্টি আসার আগ মুহূর্ত...

শারীরিক সৌন্দর্য হলো সৃষ্টিকর্তা প্রদত্ত। ভাগ্যক্রমে এটা মানুষ জন্মের সময় পেয়ে থাকে। কারো চোখ সুন্দর, কারো চুল ঝলমলে, কা...
30/07/2025

শারীরিক সৌন্দর্য হলো সৃষ্টিকর্তা প্রদত্ত। ভাগ্যক্রমে এটা মানুষ জন্মের সময় পেয়ে থাকে। কারো চোখ সুন্দর, কারো চুল ঝলমলে, কারো গায়ের রঙ উজ্জ্বল। এসব জিনিস কেউ নিজের হাতে বানায় না।

কিন্তু ব্যক্তিত্ব? ব্যক্তিত্ব মানুষ নিজে তৈরি করে।

চিন্তাভাবনা, মূল্যবোধ, ব্যবহার, আচরণ, সহানুভূতি, ভালোবাসা, সততা, ধৈর্য, রাগ কন্ট্রোল এসব যখন একটা মানুষ ধীরে ধীরে অর্জন করে তখন তাকে ভালো ব্যক্তিত্বের অধিকারী বলা হয়।

ধরুন দুজন মানুষকে দেওয়া হলো আপনাকে পছন্দ করার জন্য!

একজন দেখতে খুব সুন্দর, কিন্তু অহংকারী, অন্যকে ছোট করে দেখে, সহানুভূতি নেই, কথা বলার ভদ্রতা নেই।

আরেকজন দেখতে সাধারণ সাদামাটা, কিন্তু
হাসিমুখে কথা বলে, যেকোনো বিপদে সাহায্য করে, সম্মান দিয়ে কথা বলে।

প্রথম জনকে হয়তো আপনি প্রথম দিন পছন্দ করবেন, কিন্তু ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাবেন। কিন্তু দ্বিতীয় জনের সাথে একবার সম্পর্ক গড়ে উঠলে সেটা আজীবন স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।

ব্যক্তিত্ব হলো এমন এক সৌন্দর্য, যা সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়। বয়স বাড়লেও, গায়ের রঙ বদলে গেলেও, শরীরের চামড়া ঝুলে গেলেও ব্যাক্তিত্বের সৌন্দর্য চিরকাল থাকে। একজন ভালো ব্যক্তিত্বের মানুষ সবসময় সম্মান পায়, ভালোবাসা পায়।

আর শারীরিক সৌন্দর্য অনেকটা মাকাল ফলের মতো। প্রথম দেখায় প্রেমে পড়লেও, সময়ের সাথে সাথে সেটা ফিকে হয়ে যায়।

সব শারীরিক সৌন্দর্যের মানুষ যে ব্যাক্তিত্বহীন সেটা নয় কিন্তু। তবে দিনশেষে মানসিক শান্তির জন্য আপনার কাছে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে ব্যাক্তিত্বের সৌন্দর্য। সেটা আপনার হউক বা আপনার প্রিয়জনের। কারণ দৃষ্টির সৌন্দর্য ক্ষণিকের, কিন্তু হৃদয়ের সৌন্দর্য চিরস্থায়ী।

সাদা কালো রং মাখা ফানুসের মুহূর্ত রঙ্গায়...
29/07/2025

সাদা কালো রং মাখা ফানুসের মুহূর্ত রঙ্গায়...

❤️🌼
28/07/2025

❤️🌼

23/07/2025

আমরা মানুষ কবে হবো..?

Address

Magura
Banani Model Town

Telephone

+8809611704928

Website

https://shovon.online/, https://softavalley.online/

Alerts

Be the first to know and let us send you an email when Ferdous Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ferdous Ahmed:

Share