Java's nest

Java's nest Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Java's nest, Dhaka.

✨ Promotions | PR (absolutely FREE! )| Collaborations – DM us!
🍫 Handcrafted with love: Homemade Chocolates, Butter Delights & Nutty Treats
📥 Slide into our inbox to order!

31/07/2025
31/07/2025
❤️
10/07/2025

❤️

10/07/2025

Making Process of Chocolate Kunafa❤️

Contest alert ‼️ ফ্রি চকলেট কনটেস্ট 🎁 🎁GIVEAWAY CONTESTআমাদের পেইজে রেগুলার একটিভ থেকে share,like & comments kore জিতে ন...
26/06/2025

Contest alert ‼️ ফ্রি চকলেট কনটেস্ট 🎁 🎁
GIVEAWAY CONTEST
আমাদের পেইজে রেগুলার একটিভ থেকে share,like & comments kore জিতে নিন কাস্টমাইজড চকলেট

✅ Contest Winner Gift

- 1st large size Kunafa bar 350 grm (worth 800tk) or caramel filling chocolate bar
- 2nd medium size kunafa chocolate bar 250grm (worth700tk) or caramel filling chocolate bar
- 3rd kunafa chocolate pop sickles or caramel chocolate pop sickles (worth 350tk)

চলে আসছি আমার এই ছোট্ট পেইজের তরফ থেকে ছোট্ট একটা Contest নিয়ে।যাদের ভালো লাগবে অংশগ্রহণ করবে
যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা দেরি না করে জলদি অংশগ্রহণ করে ফেলুন 😍😊

⭕️ কনটেস্ট অংশগ্রহণের নিয়ম
Facebook ও Instagram PAGE এ লাইক ও ফলো দিতে হবে। পেইজের ইনভাইট ফ্রেন্ড এ গিয়ে অল ফ্রেন্ড সিলেক্ট করে ইনভাইট তে হবে

👉🏻page :-https://www.facebook.com/share/1HGoGsyPnc/?mibextid=LQQJ4d

👉🏻Instagram :-https://www.instagram.com/javas_nest?igsh=MXRuenh2aHJleHFmcA%3D%3D&utm_source=qr

‼️ আমাদের পেজের বাকি পোস্ট - ভিডিও গুলোতে রেগুলার একটিভ থেকে কমেন্ট ও শেয়ার করতে হবে। যত বেশি ফ্রেন্ড মেনশন করে কমেন্ট করবেন তত বেশি পয়েন্টস যোগ হবে।

‼️ এই পোস্টটি শেয়ার করতে হবে। (শুধু নিজের আইডিতে করা যাবে না, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন।)

‼️ অবশ্যই মেম্বার ইনভাইট/ মেনশন/ শেয়ারের স্ক্রিনশট পেজে দিতে হবে।

‼️ অবশ্যই 100+ জন ফ্রেন্ডকে এই গ্রুপে ইনভাইট করে স্কিনশট দিতে হবে। (real ID হতে হবে )

Group:- https://www.facebook.com/share/g/1996Pobbaz/?mibextid=K35XfP

যার ফেসবুক এক্টিভিটি পয়েন্ট সবথেকে বেশি থাকবে শুধুমাত্র তাকেই উইনার হিসেবে সিলেক্ট করা হবে। তাই রুলসগুলো কমপ্লিট করার পর বেশি বেশি পেজের সব পোষ্টে রিয়েক্ট, কমেন্ট, শেয়ার করে এক্টিভিটি পয়েন্টে এগিয়ে থাকুন।

বি.দ্রঃ
‼️কনটেস্টে অবশ্যই 90-100 জন এর অংশগ্রহণ থাকতে হবে নাহলে কনটেস্ট বাতিল করে দেয়া হবে।
‼️ অবশ্যই রিয়েল আইডির কাউকে এড করতে হবে। নিজের ফেইক আইডি এড করা যাবে না।
‼️ কেউ কোনো ধরনের সমস্যা করলে তাকে বাদ দেয়া হবে।
‼️ ডেলিভারি চার্জ দিয়ে পার্সেল নিতে হবে।

কনটেস্ট শুরু আজ থেকে
৩ মাস অব্দি চলমান থাকবে।

একদম নতুন রূপে, একদম অন্যরকম স্বাদেIntroducing our Signature Cube Chocolates! 🍫✨রঙিন, মোহনীয় চেহারার ভেতরে রয়েছে নটসের গ...
18/06/2025

একদম নতুন রূপে, একদম অন্যরকম স্বাদে
Introducing our Signature Cube Chocolates! 🍫✨
রঙিন, মোহনীয় চেহারার ভেতরে রয়েছে নটসের গুঞ্জন আর ফ্লেভারের ঝলক! 🌰🌸
প্রতিটা কিউব যেন একেকটা স্বাদের বিস্ফোরণ, crafted with love, topped with edible silver & gold leaf for that luxurious touch!

👉 অর্ডার করতে এখনই ইনবক্স করুন! 📩

আস্সালমুয়ালইকুম।আজকে আমাদের কনটেস্টের নির্ধারিত সময় শেষ হয়েছে। তবে দুঃখজনকভাবে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম ছিল, আর য...
02/06/2025

আস্সালমুয়ালইকুম।
আজকে আমাদের কনটেস্টের নির্ধারিত সময় শেষ হয়েছে। তবে দুঃখজনকভাবে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম ছিল, আর যারা অংশগ্রহণ করেছেন তারাও অনেকেই নিয়ম ঠিকমতো মানেননি। তাই পুরোপুরি কনটেস্টটি সম্পন্ন হয়নি।

তবুও আপনাদের অংশগ্রহণকে সম্মান জানিয়ে আমরা একটি সান্ত্বনা উপহার রেখেছি। যিনি সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছেন, তাকে ঈদের পরে একটি মিনি সাইজের কুনাফা চকলেট উপহার হিসেবে প্রদান করা হবে। ডেলিভারি চার্জও অবশ্যই দিয়ে রিসিভ করতে হবে।

আপনাদের আগ্রহ এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। 🌸
ইনশাআল্লাহ সামনে আরও সুন্দরভাবে কনটেস্ট আয়োজন করা হবে।

New arrival⭕️ প্রোটিন, এনার্জি ও ব্রেইন বুস্টিং চকলেট বার(ওটস, খেজুর, মিক্সড বাদাম ও বীজ দিয়ে তৈরি)👉🏻chocolate অপশন(মিল্...
24/05/2025

New arrival

⭕️ প্রোটিন, এনার্জি ও ব্রেইন বুস্টিং চকলেট বার
(ওটস, খেজুর, মিক্সড বাদাম ও বীজ দিয়ে তৈরি)
👉🏻chocolate অপশন(মিল্ক, হোয়াইট ও ডার্ক (কেটো) চকলেট)

⭕️ চকলেট গ্র্যানোলা বার
👉🏻 চকলেট অপশন(মিল্ক, হোয়াইট ও ডার্ক (কেটো) চকলেটে)
(ওটস, খেজুর, মিক্সড বাদাম, বীজ ও কিসমিস দিয়ে তৈরি)

⭕️ ডেট গ্র্যানোলা বার
(ওটস, খেজুর, মিক্সড বাদাম, বীজ ও কিসমিস দিয়ে তৈরি)

⭕️ ঘি দিয়ে তৈরি খেজুর পেস্ট ফিলিং যুক্ত চকলেট বার
👉🏻 চকলেট অপশন (মিল্ক, হোয়াইট ও ডার্ক (কেটো) চকলেটে)

⭕️ Protien,Energy & Brain-Boosting Chocolate Bar
(Made with oats, dates, mixed nuts & seeds)
👉🏻 Chocolate options: Milk, White, and Dark (Keto)
⭕️ Chocolate Granola Bar
👉🏻 Chocolate options (Milk, White, and Dark (Keto) chocolate)(Made with oats, dates, mixed nuts, seeds & raisins)
⭕️ Date Granola Bar
(Made with oats, dates, mixed nuts, seeds & raisins)
⭕️ Chocolate Bar with Filled with Date Paste made with ghee
👉🏻 Chocolate options : Milk, White, and Dark (Keto)

✨ নতুন প্রোডাক্ট অ্যানাউন্সমেন্ট ✨
🧠⚡ Protien ,Energy & Brain Boosting Chocolate Bars ⚡🧠
এখন চকলেট শুধু মজাদার নয়, বরং স্বাস্থ্যকর ও বুদ্ধিবর্ধক!

এই বারে রয়েছে
🌰 বিভিন্ন ধরনের বাদাম ও বীজ
🌾 ওটস ও খেজুর
🍇 কিসমিস .
🍫 আর সেই স্পেশাল চকলেট ফ্লেভার

⚡ ইনস্ট্যান্ট এনার্জি
🧠 ব্রেন বুস্ট ও ফোকাস বাড়াতে সহায়ক
💪 প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর

চকলেট খেলেই এবার পাও শক্তি আর স্মার্টনেস – একসাথে! একটা স্মার্ট বার। খাঁটি শক্তি, খাঁটি স্বাদ। 🍫💥

✅ আপনি চাইলে নিজের পছন্দ অনুযায়ী চকলেট বেস বেছে নিতে পারেন ডার্ক, মিল্ক অথবা হোয়াইট চকলেট!
📏 বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে আপনার প্রয়োজন ও পছন্দ অনুযায়ী!

কুনাফার ভিড়ের মাঝে আপুরা ক্লাস্টারের কথা একেবারেই ভুলে গেছেন!তাই আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি — আমাদের পেজে ৩ রকম চক...
21/05/2025

কুনাফার ভিড়ের মাঝে আপুরা ক্লাস্টারের কথা একেবারেই ভুলে গেছেন!
তাই আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি — আমাদের পেজে ৩ রকম চকলেট বেসে তৈরি দারুণ সব ওটস,নাটস,সিডস এর ক্লাস্টার পাওয়া যাচ্ছে যেগুলো স্বাদেও অসাধারণ, আর স্বাস্থ্য ও মস্তিষ্কের জন্যও দারুণ উপকারী!
যে ক্লাস্টারগুলো এখন পাচ্ছেন:
• ওটস ক্লাস্টার
• কাজুবাদাম ক্লাস্টার
• থাই পিনাট ক্লাস্টার
• মিক্সড সিড ক্লাস্টার
• পিস্তাবাদাম ক্লাস্টার
• কাঠবাদাম ক্লাস্টার
• তিল ক্লাস্টার
• মিক্সড নাটস অ্যান্ড সিড ক্লাস্টার

🌰 প্রতিটি ক্লাস্টারের ভেতরে আছে পুষ্টির শক্তি:
• বাদাম ও বীজে আছে ভিটামিন E, ওমেগা-৩, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট — যা হৃদপিণ্ড সুস্থ রাখে, ব্রেইন একটিভ করে, ত্বক ও চুলে এনে দেয় প্রাকৃতিক জৌলুস।
• ওটস: হাই ফাইবার, ডাইজেস্টিভ হেল্পার, ও হাঙ্গার কন্ট্রোলে এক্সপার্ট!
• চকলেট: মুড ভালো করে, এনার্জি দেয় এবং দায়মুক্ত মিষ্টি স্বাদের অনুভব!

💖 তাই যারা অন্যানও চকলেট খেতে খেতে ক্লাস্টারের কথা ভুলে গেছেন, এখনই ফিরে আসুন — কারণ এই হেলদি ক্লাস্টারগুলো আপনারা মিস করতে পারবেন না!

📦 Last date to place your order: 22nd May – Make sure to order by then to receive your delivery before Eid!🚫 Please note...
20/05/2025

📦 Last date to place your order: 22nd May – Make sure to order by then to receive your delivery before Eid!
🚫 Please note, we will be closed from 25th May to 15th June.
📅 Pre-orders are still open, but deliveries will resume after 17th-18th June.
Thank you for your patience and continued support.
Wishing you all an advance Eid Mubarak! 🌙✨

📦 অর্ডার করার শেষ তারিখ: ২২শে মে – ঈদের আগে ডেলিভারি পেতে অবশ্যই এর মধ্যেই অর্ডার করুন!
🚫 আমরা ২৫শে মে থেকে ১৫ই জুন পর্যন্ত বন্ধ থাকবো।
📅 প্রি-অর্ডার এখনো চালু আছে, তবে ডেলিভারি শুরু হবে ১৭-১৮ই জুনের পর থেকে।
আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
সবাইকে অগ্রিম ঈদ মোবারক! 🌙✨

এখন থেকে পাচ্ছেন ৪টি ফুলের ডিজাইনের চকোলেট , অপূর্ব সেই লুকের সঙ্গে থাকছে ক্যারামেল ফিলিং এবং আরও অসাধারণ সব অপশন!চাইলে ...
17/05/2025

এখন থেকে পাচ্ছেন ৪টি ফুলের ডিজাইনের চকোলেট , অপূর্ব সেই লুকের সঙ্গে থাকছে ক্যারামেল ফিলিং এবং আরও অসাধারণ সব অপশন!

চাইলে নিতে পারেন:
🌰 যেকোনো ধরনের বাদাম ও বীজ, কিশমিশ ফিলিং
🌰 পিস্তাচিও কুনাফা ফিলিং
🌰 পিস্তাচিও বাটার /
🥜 পিনাট বাটার ফিলিং
🍓 স্ট্রবেরি ফিলিং
🫐 ব্লুবেরি ফিলিং

দেখতেও যেমন এলিগ্যান্ট, খেতেও তেমনই অসাধারণ!
চকোলেট এখন শুধুই মিষ্টি নয়, এক অভিনব অভিজ্ঞতা! 🍫
আপনারা চাইলে চকোলেটের ফ্লেভারও পছন্দমতো বেছে নিতে পারেন!
যেমন:
🍓 স্ট্রবেরি ফ্লেভার
🥭 আম ফ্লেভার
🍮 রসমালাই ফ্লেভার
🥛 ক্ষীর ফ্লেভার
🍨 কুলফি ফ্লেভার
🌹 গুলাব/রোজ ফ্লেভার
☕ কফি ফ্লেভার

একটি ছোট্ট পিসে এতটা বৈচিত্র্য, স্বাদের এক নতুন জগৎ!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Java's nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share