Mehedi Bhai Rider

  • Home
  • Mehedi Bhai Rider

Mehedi Bhai Rider For Sponsorship or Collaborations. Contact: [email protected]
Whatsapp: 01884204754

23/09/2025

১ লক্ষ ৪৭ হাজার টাকায় Gixxer Double Disk বাইক কিনে দিলাম সাবস্ক্রাইবার ভাইকে 😍
, , , , ,

16/09/2025

সাবস্ক্রাইবারকে ফ্রেশ কন্ডিশনের TVS Raider বাইক কিনে দিলাম 😍

14/09/2025

আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো ❤ Silver Play Button 😍

"আজকের এই সিলভার প্লে বাটন আমার একার না—এটা আমার প্রতিটি সাবস্ক্রাইবারের ভালোবাসার প্রতিদান। 🙏 এই সিলভারের পেছনে লুকিয়ে ...
12/09/2025

"আজকের এই সিলভার প্লে বাটন আমার একার না—এটা আমার প্রতিটি সাবস্ক্রাইবারের ভালোবাসার প্রতিদান। 🙏 এই সিলভারের পেছনে লুকিয়ে আছে হাজারো রাত জাগা আর স্বপ্নের গল্প। আমার জন্য সবাই দোয়া করবেন, সামনে যেন আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ♥️

11/09/2025

সাবস্ক্রাইবারকে সুপার ফ্রেস কন্ডিশনের সুজুকি জিক্সার FI ABS বাইক কিনে দিলাম 😍

এই ছোট্ট রাজকন্যাই আমার দুনিয়া ♥️আমার মেয়ের পেইজটা 𝐅𝐚𝐫𝐢𝐬𝐡𝐭𝐚 𝐋𝐢𝐟𝐞𝐬𝐭𝐲𝐥𝐞 সবাই ফলো করে দিন 😍
11/09/2025

এই ছোট্ট রাজকন্যাই আমার দুনিয়া ♥️
আমার মেয়ের পেইজটা 𝐅𝐚𝐫𝐢𝐬𝐡𝐭𝐚 𝐋𝐢𝐟𝐞𝐬𝐭𝐲𝐥𝐞 সবাই ফলো করে দিন 😍

পরিশ্রম কখনোই বৃথা যায় না, শুধু ধৈর্য ধরো 💖
10/09/2025

পরিশ্রম কখনোই বৃথা যায় না, শুধু ধৈর্য ধরো 💖

23/07/2025

শুক্রবারে মাত্র ৫ ঘন্টা বাইক চালিয়ে ১২০০ টাকা ইনকাম 😍

🔥 পোড়া মানুষের শরীরের চেয়ে, পোড়া মনটা অনেক বেশি কষ্টের।মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডির পাশে যারা দোকান চালায়,তাদের অনেকেই ...
22/07/2025

🔥 পোড়া মানুষের শরীরের চেয়ে, পোড়া মনটা অনেক বেশি কষ্টের।
মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডির পাশে যারা দোকান চালায়,
তাদের অনেকেই গতকাল ২ লিটারের ঠান্ডা পানি বিক্রি করেছে ৬০০ টাকায়!
হ্যাঁ, ঠিক শুনেছেন… ছাই ধোঁয়ার গন্ধে যখন শ্বাস নেয়া দায়,
কান্নায় যখন বাতাস ভারী,
তখন ঠান্ডা পানি বিক্রি হচ্ছে চারগুণ দামে!

কারণ কী?
❄️ আগুনে পোড়া জায়গায় ঠান্ডা পানি লাগে, তাই?

এটাই কি আমাদের মনুষ্যত্ব?
এই লোভ, এই ব্যবসা—কার মুখে ঠান্ডা পানি ঢেলে শান্তি পাবে?

এই দেশটা কাদের?
এই জাতিটা কাদের?
যেখানে একটা শিশুর পুড়ে যাওয়া শরীরের পাশে দাঁড়িয়েও,
কেউ একজন ঠান্ডা পানির দাম বাড়িয়ে দেয়—
সেই মানুষ নয়, সে কেবল একটা হিসেবি হায়েনা।

মানুষের মৃত্যুকে যারা পুঁজি বানায়,
তাদের গায়ে কোনোদিন আগুন না লাগলেও,
ভিতরটা আগেই ছাই হয়ে যায়।

---

✍️ #শোক_ও_প্রতিবাদ
#মানবতা_বিক্রি_হবে_না
#মাইলস্টোন_দুর্ঘটনা
#লোভ_নামের_আগুন

মানুষ যদি মানুষ না থাকে, তাহলে বাকি সব পরিচয় অর্থহীন।মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় সারাদেশ কাঁদছে,শিশুর জীবন আগ...
22/07/2025

মানুষ যদি মানুষ না থাকে, তাহলে বাকি সব পরিচয় অর্থহীন।
মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় সারাদেশ কাঁদছে,
শিশুর জীবন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে,
মায়ের কান্নায় আকাশ ভেঙে পড়ছে,
কত ভাই-বোন, কত বন্ধু আজ আর নেই…

এই শোকের মাঝেও দেখলাম—
উত্তরা-দিয়াবাড়ির কিছু CNG চালক, বাইকার আর রিকশাওয়ালা
এই ভয়াবহ দিনের পরেও ভাড়া বেশি চাইছে।
যেখানে মানুষ সাহায্য করার কথা, সেখানেই কেউ কেউ নিচু স্বার্থে উঠতে চায় একধাপ উপরে।

একবারো কি মনে হলো না,
যে জায়গায় এতগুলো শিশু আগুনে পুড়ে গেল,
সেই পথে চলতে মানুষ একটু স্তব্ধ থাকবে? একটু শোক করবে?
আপনারা সেখানে দর কষাকষি করছেন?

সব CNG, বাইকার রিকশাচালক খারাপ—আমি তা বলছি না।
কিন্তু যারা এই শোকের দিনেও ভাড়া বাড়ায়—
তাদের জায়গা অন্তত এই সমাজে নয়।

একটা কথাই বলবো—
❗এই ক্ষনিকের লোভী মানুষদের সময় থাকতে চিনে রাখুন,
আর প্রতিবাদ করুন, প্রয়োজনে ফিরিয়ে দিন—
কারণ নীরব থাকলে, এরা আরও সাহস পাবে।

মানুষের বিপদে মানুষের পাশে না দাঁড়াতে পারলে,
আমরা কীভাবে নিজেদের মানুষ বলি?

✍️ #শোক_ও_প্রতিবাদ
#মাইলস্টোন_বিমান_দুর্ঘটনা
#মানবতা_হারিয়ে_যাচ্ছে
#ভাড়া_না_মানবতা_প্রয়োজন

"স্কুল ব্যাগ ছিল, খাতা-কলম ছিল…ছিল না শুধু ভাগ্য…একটা বিকট শব্দ, আর তারপর—শুধু নিস্তব্ধতা আর ধোঁয়ার কুন্ডলী।শিশুরা আর ফি...
21/07/2025

"স্কুল ব্যাগ ছিল, খাতা-কলম ছিল…
ছিল না শুধু ভাগ্য…
একটা বিকট শব্দ, আর তারপর—
শুধু নিস্তব্ধতা আর ধোঁয়ার কুন্ডলী।
শিশুরা আর ফিরে আসবে না…
তারা আকাশে ভেসে গেছে, কোনো এক নিরাপদ দুনিয়ায়…
এই দুনিয়ায় শুধু পুড়ে যাওয়া স্বপ্ন পড়ে আছে।" 😭


21/07/2025

একটা স্কুলের আইডি কার্ড—
না আছে রক্তের গ্রুপ,
না আছে কোনো অভিভাবকের নম্বর।
জানি না, এটা কাকে সুরক্ষিত রাখে…
না হয়তো কেউ ভেবেও দেখে না।

এখন পর্যন্ত ১৯ জন শিশু প্রা*ণ হারিয়েছে… 😭
একটা ত্রুটিপূর্ণ বিমান গিয়ে পড়েছে ক্লাস প্লে থেকে ক্লাস ৮ এর ভবনের উপর—
মানে, জুনিয়র সেকশন!
সোনা বাচ্চাগুলোর কান্না আর চিৎকার হয়তো এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে।

রাষ্ট্রীয় শোক ঘোষণা হবে কাল…
তবে প্রশ্ন হলো—শুধু কাল একদিন শোক করলে হবে?
আমাদের অবহেলার এই চিরন্তন সংস্কৃতির কোনো শোক নেই?

গত জুলাই র*ক্তের সাক্ষী ছিল…
এ জুলাইও হয়ে গেল কান্না আর মৃ*ত্যুর মাস।

একজন পাইলট, একটি বিমান, আর অব্যবস্থাপনার বলি হলো একঝাঁক ছোট ছোট স্বপ্ন।

আল্লাহ,
নিহত শিশুদের মাগফিরাত দান করুন,
আর আহতদের দ্রুত আরোগ্য দিন।
আমীন 🤲

Address

Dhaka

1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Bhai Rider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share