30/12/2024
সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেওয়ার ছোট একটা স্টোরি আপনাদের কাছে শেয়ার করলাম।
প্রিয় সাবস্ক্রাইবার ও ফলোয়ার ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম।
আপনারা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেন, সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেওয়ার জন্য। কিন্তু আমার অফিস থাকার কারনে আমি তেমন ভাবে কাউকে সময় দিতে পারি নাই। কিন্তু ইতিমধ্যে আমি আমার ৪ জন সাবস্ক্রাইবারকে ৪টা বাইক কিনে দিয়েছিলাম, যার মধ্যে এই সাবস্ক্রাইবার ভাইয়ের বাইক কিনে দেওয়ার অভিজ্ঞতা ছিলো অন্য রকম। তাই আজকে আমি এই ভাইয়ের সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেওয়ার ছোট একটা স্টোরি আপনাদের কাছে শেয়ার করছি।
এই ভাইয়া ছিলো একজন বাস ব্যবসায়ী, উনার ২টা বাস ছিলো, দির্ঘ ১৫ বছর ধরে উনি এই ব্যবসা করে আসছে । হঠাৎ যেকোন একটা কারনে উনি ব্যবসায় লস খেয়ে একদম পথে বসে যায়। গত ৬ মাস ধরে উনি অনেক ধরনের কাজের চেষ্ঠা করেও সফল হতে পারে নাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার কাছেই সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল। কিন্তু কারো কাছেই সাহায্য পায় নাই 😓
পরিবারের সবাইকে নিয়ে উনি গাজীপুরে বসবাস করতেন, এখন উনার এই রকম অবস্থা হওয়ার কারনে পরিবারের সবাইকে গ্রামে পাঠিয়ে দেয়। আর উনি ডিসিশন নেয়, রাইড শেয়ার করে পরিবারে মুখে ৩ বেলা-ডাল ভাত তুলে দিবে। উনার মুখে যখন আমি এই কথা গুলো শুনছিলাম, তখন আমার মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে 😥
উনি আমাকে ফোন করে বলে, ভাই আমার কাছে আমার জীবনের শেষ সম্বল ১ লক্ষ ১০ হাজার টাকা আছে, এই টাকা দিয়ে আপনি আমাকে ভালো একটা বাইক কিনে দেন, যেইটার মাইলেজ অনেক ভালো পাওয়া যাবে। যেটা দিয়ে আমি রাইড শেয়ার করে আমার পরিবারের মুখে ৩ বেলা ডাল-ভাত তুলে দিতে পারবো।
আমি আর কোন কিছু চিন্তা না করে, উনাকে আসতে বলি। তারপর উনাকে নিয়ে রামপুরা গেলাম, অনেক খোঁজাখুঁজি করার পরেও, এই বাজেটে মনের মতন ভালো বাইক খুঁজে পাচ্ছিলাম না।
তারপর তাকে নিয়ে আমি মিরপুর বাইক হাটে চলে যাই এবং আল্লাহ রহমতে আমার মন মতন সুপার ফ্রেস কন্ডিশনের (Bajaj Platina 110 H Gear) এই বাইকটা পাই এবং বাইকটা আমরা ১ লক্ষ ৫ হাজার টাকা দিয়ে ক্রয় করতে পেরেছিলাম। বাইকটা এতটাই ফ্রেস ছিল, যে কেউ বাইকটা দেখলেই বলবে এইটা মাত্র শো-রুম থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পারছেন বাইকটা কতটা ফ্রেশ।
ভাইটা ক্যামেরার সামনে আসতে চায় না, কারন তার পরিচিত অনেক আত্মীয় স্বজন দেখে ফেলবে, যে সে রাইড শেয়ার করবে, এইটা তার কাছে লজ্জা জনক। তাই তাকে আর ক্যামেরার সামনে আনলাম না। আমি শুধু মাত্র ভাইয়ের সাথে ঘটে যাওয়া, কিছু কাহিনী আপনাদের কাছে শেয়ার করলাম।
আমরা অনেকেই আছি যারা টাকার গরম দেখাই, টাকা আছে দেখে আশেপাশের মানুষদের মানুষ মনে করি না। বড়লোক থেকে গরীব হতে এক সেকেন্ডও সময় লাগে না । আপনি আজকে কোটিপতি আছেন, কালকে আপনার কাছে ১০০ টাকাও না থাকতে পারে। তাই আমরা টাকার অহংকার না করি এবং আশে পাশের মানুষদেরকে ভালোবাসি।
দিন শেষে বাবার বয়সি অসহায় লোকটার মুখে হাসি ফোটাতে পেরে নিজের কাছেই অনেক ভালো লাগছিলো 😊
ভাই আপনার জন্য অনেক শুভ কামনা রইলো, নতুন জীবন যুদ্ধে আপনি জয়ী হবেন ❤
আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এইভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের বিশ্বাসের মর্যাদা দিতে পারি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আল্লাহ হাফেজ।