শিক্ষক নিবন্ধন প্রস্তুতি

শিক্ষক নিবন্ধন প্রস্তুতি Prayer is the key to success in this life and the next.

ভাল্লাগে না😑
14/07/2025

ভাল্লাগে না😑

07/07/2025

❤️‍🩹💜

07/07/2025
16/06/2025

💥🌸আসছে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি:
NTRCA ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি সোমবার (১৬জুন) প্রকাশিত হবে।
–NTRCA ভারপ্রাপ্ত চেয়ারম্যান

19/05/2025

📘 সাম্প্রতিক বিষয়ভিত্তিক MCQ (১-২০):
১. সম্প্রতি বাংলাদেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে নিয়োগ পেয়েছেন?
ক) কাজী হাবিবুল আউয়াল
খ) মোঃ আলমগীর
গ) মাহবুব তালুকদার
ঘ) নুরুল হুদা
✅ সঠিক উত্তর: ক)

২. “এক দেশ, এক রেট” মোবাইল কল রেট পদ্ধতি চালু হয় কবে থেকে?
ক) জানুয়ারি ২০২৫
খ) মার্চ ২০২৫
গ) মে ২০২৫
ঘ) জুলাই ২০২৫
✅ সঠিক উত্তর: গ)

৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক) ৬.১৫ কিমি
খ) ৭.১২ কিমি
গ) ৮.৩ কিমি
ঘ) ৫.৪০ কিমি
✅ সঠিক উত্তর: ক)

৪. সম্প্রতি বাংলাদেশ কোন দেশে ই-পাসপোর্ট পাঠানো শুরু করেছে?
ক) কাতার
খ) ইতালি
গ) সৌদি আরব
ঘ) মালয়েশিয়া
✅ সঠিক উত্তর: গ)

৫. SDG-এর পূর্ণরূপ কী?
ক) Sustainable Development Guide
খ) Sustainable Development Goal
গ) Safe Development Goal
ঘ) Social Development Goal
✅ সঠিক উত্তর: খ)

৬. COP28 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) কায়রো
খ) দুবাই
গ) প্যারিস
ঘ) নিউইয়র্ক
✅ সঠিক উত্তর: খ)

৭. NTRCA এর পূর্ণরূপ কী?
ক) Non-Government Teacher Registration and Certification Authority
খ) National Teachers Recruitment and Certification Authority
গ) Nonprofit Teacher Recruitment & Council Authority
ঘ) National Training Recruitment Council Association
✅ সঠিক উত্তর: ক)

৮. ২০২৫ সালে বাংলাদেশে কততম স্বাধীনতা দিবস পালিত হয়?
ক) ৫১তম
খ) ৫২তম
গ) ৫৩তম
ঘ) ৫০তম
✅ সঠিক উত্তর: গ)

৯. সম্প্রতি কোন দেশ প্রথমবারের মত কৃত্রিম সূর্য তৈরি করেছে?
ক) চীন
খ) জাপান
গ) যুক্তরাষ্ট্র
ঘ) দক্ষিণ কোরিয়া
✅ সঠিক উত্তর: ক)

১০. ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে?
ক) নারগিস মোহাম্মদী
খ) অ্যালেক্সি নাভালনি
গ) মালালা ইউসুফজাই
ঘ) মারিয়া রেসা
✅ সঠিক উত্তর: ক)

১১. মেট্রোরেল এমআরটি-৬ কোন রুটে চালু হয়েছে?
ক) উত্তরা-আগারগাঁও
খ) উত্তরা-মতিঝিল
গ) গাজীপুর-মতিঝিল
ঘ) উত্তরা-সাভার
✅ সঠিক উত্তর: ব)

১২. সম্প্রতি কোন দেশ চাঁদের অদৃশ্য পাশে ল্যান্ডার পাঠিয়েছে?
ক) চীন
খ) ভারত
গ) রাশিয়া
ঘ) যুক্তরাষ্ট্র
✅ সঠিক উত্তর: ক)

১৩. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
ক) আব্দুর রউফ তালুকদার
খ) ফজলে কবির
গ) আতিউর রহমান
ঘ) শফিকুল ইসলাম
✅ সঠিক উত্তর: ক)

১৪. জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কবে প্রতিষ্ঠিত হয়?
ক) ১৯৭১
খ) ১৯৭৪
গ) ১৯৭৬
ঘ) ১৯৭৮
✅ সঠিক উত্তর: গ)

১৫. DSA আইন বাতিল করে কোন নতুন আইন আনা হয়েছে?
ক) ডিজিটাল নিরাপত্তা আইন ২০২৫
খ) সাইবার নিরাপত্তা আইন ২০২৩
গ) তথ্য নিরাপত্তা আইন ২০২৪
ঘ) অনলাইন সুরক্ষা আইন ২০২৫
✅ সঠিক উত্তর: খ)

১৬. বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী কে?
ক) ডা. দীপু মনি
খ) মহিবুল হাসান চৌধুরী নওফেল
গ) আনিসুল হক
ঘ) জাকির হোসেন
✅ সঠিক উত্তর: খ)

১৭. বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয়?
ক) ২ অক্টোবর
খ) ৩ অক্টোবর
গ) ৫ অক্টোবর
ঘ) ১০ অক্টোবর
✅ সঠিক উত্তর: গ)

১৮. বাংলাদেশে প্রথমবারের মতো নারী ও শিশু আদালত চালু হয় কবে?
ক) ২০০০
খ) ২০০২
গ) ২০০৩
ঘ) ২০০৫
✅ সঠিক উত্তর: ক)

১৯. ব্লু ইকোনমি কীসাথে সম্পর্কিত?
ক) নীল অর্থনীতি
খ) সামুদ্রিক সম্পদ
গ) কৃষিভিত্তিক অর্থনীতি
ঘ) সবগুলোই
✅ সঠিক উত্তর: ঘ)

২০. সম্প্রতি চালু হওয়া AI টুল "Sora" কোন প্রতিষ্ঠান তৈরি করেছে?
ক) Microsoft
খ) Google
গ) Meta
ঘ) OpenAI
✅ সঠিক উত্তর: ঘ)

20/04/2025

আপনি জানেন কী?
মাত্র ৩০ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ওয়েবসাইট—এই ৪টি ফ্রি AI টুল দিয়ে!

১) Durable.co – AI দিয়ে ৩০ সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে দেয়, শুধু পেজের নাম লিখলেই হবে।

২) Bookmark.com – AI ডিজাইনার "AIDA" আপনার ব্যবসা বুঝে ওয়েবসাইট বানিয়ে দেবে নিজে থেকেই।

৩) Zyro.com – AI Website Builder এবং AI Writer দুটোই আছে। সহজ ইন্টারফেসে সব করা যায়।

৪) Hostinger AI Website Builder – একদম ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ সুবিধা

AI এর সাহায্যে আপনি নিজেই মাত্র ৩০ মিনিটে বানিয়ে ফেলতে পারেন প্রফেশনাল মানের ওয়েবসাইট, কোনো কোডিং ছাড়াই!

09/04/2025

#প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ_২০২৫
★ আবেদনের বয়সসীমা ৩২ বছর
★ মেধা কোটা - ৯৩%
★ অন্যান্য কোটা থাকবে মাত্র ৭%!!
★ প্রিলি নাম্বার ৭৫
★ ভাইভা নাম্বার ২৫
বি. দ্র. কোন লিখিত পরীক্ষা নেই জাস্ট প্রিলি+ ভাইভা

🔰 যোগ্যতা-
👉৩ বছর মেয়াদী স্নাতক/ ফাজিল অথবা
👉৪ বছর মেয়াদী স্নাতক ( সম্মান) / ফাজিল (অনার্স)।
👉গ্রেড পয়েন্ট: ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮ সিজিপিএ থাকতে হবে।

23/01/2025

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ_২০২৫
** আবেদনের বয়সসীমা ৩২ বছর
** মেধা কোটা - ৯৩%
** অন্যান্য কোটা থাকবে মাত্র ৭%!!
** প্রিলি নাম্বার ৭৫
** ভাইভা নাম্বার ২৫
** যোগ্যতা-
৩ বছর মেয়াদী স্নাতক/ ফাজিল অথবা
৪ বছর মেয়াদী স্নাতক ( সম্মান) ডিগ্রি ও ফাজিল অনার্স ।
** গ্রেড পয়েন্ট: ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ২.৮ সিজিপিএ থাকতে হবে।

23/01/2025

আসুন শিখে রাখি🤍
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা – ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন – ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ – এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন – এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন – এক সেকেন্ড।
৬. কোলন – এক সেকেন্ড।
৭. ড্যাস – এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস – এক সেকেন্ড।
৯. হাইফেন – থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন – থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন – ‘এক’ উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন – ‘এক’ উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) – থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন – থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

23/01/2025

প্রশ্ন ১. কোন বানানটি শুদ্ধ ?
উত্তর: খ) পোশাক
প্রশ্ন ২. কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই ?
উত্তর: ক) হাইফেন
প্রশ্ন ৩. কোন বানানটি শুদ্ধ ?
উত্তর: খ) বিভীষিকা
প্রশ্ন ৪. আলালি বা হুতোমি ভাষা বলা হয় কোন ভাষাকে ?
উত্তর: খ) চলিত
প্রশ্ন ৫. দুহিতা-এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তর: ক) পুত্র
প্রশ্ন ৬. ‘Autonomous’ শব্দের অর্থ –
উত্তর: খ) স্বায়ওশাসিত
প্রশ্ন ৭. ’জায়া’ শব্দের সমার্থক শব্দ –
উত্তর: ক) অর্ধাঙ্গী
প্রশ্ন ৮. ’চতুষ্পদ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
উত্তর: ঘ) চতুঃ + পদ
প্রশ্ন ৯. ’সিংহপুরুষ’ কোন সমাস ?
উত্তর: গ) উপমিত কর্মধারয়
প্রশ্ন ১০. ’মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
উত্তর: ক) মনু + ষ্ণ
প্রশ্ন ১১. যে উপকারীর অপকার করে –
উত্তর: গ) কৃতঘ্ন
প্রশ্ন ১২. ’পাপে বিরত থাকো’ – কোন কারকে কোন বিভক্তি ?
উত্তর: ক) অপাদান কারকে সপ্তমী বিভক্তি
প্রশ্ন ১৩. Edition’ শব্দের অর্থ –
উত্তর: ক) সংস্করণ
প্রশ্ন ১৪. ’রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
উত্তর: ঘ) ভানু
প্রশ্ন ১৫. ’পূর্বে ছিল এখন নেই’ বাক্য সংকোচন কোনটি ?
উত্তর: ক) ভূতপূর্ব
প্রশ্ন ১৬. ’কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী ?
উত্তর: গ) পরিপাটি
প্রশ্ন ১৭. সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
উত্তর: ঘ) ধ্বনিতত্ত্বে
প্রশ্ন ১৮. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে ?
উত্তর: গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রশ্ন ১৯. ’মহিমা’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
উত্তর: খ) মহৎ + ইমন
প্রশ্ন ২০. ’আবির্ভাব’ – এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তর: গ) তিরোভাব
source : Collected

25/12/2024

প্রশ্ন ১. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: ক) মেসোপটেমীয় সভ্যতা
প্রশ্ন ২. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: খ) পাটগ্রাম
প্রশ্ন ৩. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
উত্তর: খ) ইউনেস্কো
প্রশ্ন ৪. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তর: গ) চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন ৫. FAO এর সদর দপ্তর কোথায়?
উত্তর: গ) রোম
প্রশ্ন ৬. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তর: ঘ) জাপান
প্রশ্ন ৭. মালয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কী ?
উত্তর: গ) রিংগিট
প্রশ্ন ৮. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
উত্তর: ঘ) ১০ এপ্রিল, ১৯৭১
প্রশ্ন ৯. আমিষ বেশি আছে কোনটিতে?
উত্তর: গ) খাসির মাংস
প্রশ্ন ১০. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উত্তর: গ) ভিটামিন সি
প্রশ্ন ১১. কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
উত্তর: খ) পারদ
প্রশ্ন ১২. মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তর: গ) ২১ তম
প্রশ্ন ১৩. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: গ) ১৯৫৫ সালে
প্রশ্ন ১৪. ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ান দল কোনটি?
উত্তর: ক) অস্ট্রেলিয়া
প্রশ্ন ১৫. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কী গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: খ) নাইট্রোজেন
প্রশ্ন ১৬. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
উত্তর: ঘ) সিসমোগ্রাফ
প্রশ্ন ১৭. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
প্রশ্ন ১৮. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?
উত্তর: ঘ) ১৯৯৩ সালে
প্রশ্ন ১৯. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে?
উত্তর: ক) হামিদুর রহমান
প্রশ্ন ২০. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
উত্তর: ক) ৫ জুন

05/12/2024

প্রশ্ন ০১. নষ্ট হওয়া স্বভাব যার – এক কথায় কী বলে?
উত্তর: ক) নশ্বর
প্রশ্ন ০২. ‘সাপের খোলস’- বাক্য সংকোচন কী হবে?
উত্তর: গ) নির্মোক
প্রশ্ন ০৩. ‘কমা’ কোথায় বসে?
উত্তর: গ) সম্বোধন পদের পর
প্রশ্ন ০৪. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না?
উত্তর: ক) সাৎ
প্রশ্ন ০৫. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর: ক) ২০৩ সে.মি.
প্রশ্ন ০৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
উত্তর: ক) মেসোপটেমীয় সভ্যতা
প্রশ্ন ০৭. বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
উত্তর: খ) পাটগ্রাম
প্রশ্ন ০৮. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?
উত্তর: খ) ইউনেস্কো
প্রশ্ন ০৯. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তর: গ) চাঁপাইনবাবগঞ্জ
প্রশ্ন ১০. FAO এর সদর দপ্তর কোথায়?
ত্তর: গ) রোম
প্রশ্ন ১১. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?
উত্তর: ঘ) জাপান

Address

Sherpur
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষক নিবন্ধন প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share