Sarakhon

Sarakhon Stay informed, wherever you go!

অ্যাপলের জন্য ভারত-নির্ভর উৎপাদন কৌশল শুধু চীন-পরিস্থিতির বিকল্প নয়, মার্কিন বাজারে ট্যারিফ ঝুঁকি মোকাবিলারও হাতিয়ার। ...
07/08/2025

অ্যাপলের জন্য ভারত-নির্ভর উৎপাদন কৌশল শুধু চীন-পরিস্থিতির বিকল্প নয়, মার্কিন বাজারে ট্যারিফ ঝুঁকি মোকাবিলারও হাতিয়ার। ট্রাম্প প্রশাসনের শুল্ক-রাজনীতির মধ্যেও ১০০ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগ এবং দেশীয় চিপ উৎস বৃদ্ধি অ্যাপলকে একটি কৌশলগত সুবিধা দিয়েছে।

সারসংক্ষেপ অ্যাপলের সরবরাহকারীরা বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৫০ শতাংশ আমদ.....

“আগে আট থেকে নয় হাজার টাকা পেতাম, এখন শুনছি পাঁচ-ছয় হাজারেই লোক পাওয়া যাচ্ছে। আমি কি এই বয়সে এত কম টাকায় চালাতে পারি?” এ...
07/08/2025

“আগে আট থেকে নয় হাজার টাকা পেতাম, এখন শুনছি পাঁচ-ছয় হাজারেই লোক পাওয়া যাচ্ছে। আমি কি এই বয়সে এত কম টাকায় চালাতে পারি?” এই সমস্যাটি শুধু মনোয়ারার নয়। নারায়ণগঞ্জ গৃহকর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক শিউলি বেগম বলেন, “গত এক বছরে অন্তত ৩০ শতাংশ গৃহকর্মী কাজ হারিয়েছেন।

এক দশকের সম্পর্কের হঠাৎ ইতি রাজধানীর গুলশান এলাকার একটি অভিজাত অ্যাপার্টমেন্টে দশ বছর ধরে গৃহকর্মীর কাজ করতেন ম....

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নতুন নয়। তবে যুক্তরাষ্ট্রের এভাবে একতরফাভাবে ভারতের ওপর চাপ সৃ...
07/08/2025

রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ নতুন নয়। তবে যুক্তরাষ্ট্রের এভাবে একতরফাভাবে ভারতের ওপর চাপ সৃষ্টি করা, বিশেষ করে যখন চীনকে আপাতত শাস্তিমুক্ত রাখা হচ্ছে, তা বৈশ্বিক কূটনীতিতে প্রশ্ন তুলছে।

হঠাৎ দ্বিগুণ শুল্ক: ভারতের ওপর ৫০% আমদানি শুল্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ভারতের পণ্....

এক নির্বাহী আদেশে তার প্রেসিডেনশিয়াল জরুরি ক্ষমতা ব্যবহার করে ভারতের ওপর নতুন এই শুল্ক ঘোষণা করেন। মাসের পর মাস ধরে চলা ...
07/08/2025

এক নির্বাহী আদেশে তার প্রেসিডেনশিয়াল জরুরি ক্ষমতা ব্যবহার করে ভারতের ওপর নতুন এই শুল্ক ঘোষণা করেন। মাসের পর মাস ধরে চলা উচ্চ পর্যায়ের বাণিজ্য আলোচনা কোনো ফল না দেওয়ায় ট্রাম্প এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

রাশিয়ার তেল কেনার শাস্তি পেল ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক...

প্রতিটি মোড়ে মোড়ে দেখা যায় বয়স্ক মানুষ অফিসে যাচ্ছেন ক্লান্ত মুখে, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে। এই মানুষেরা রাষ্ট্রের করদাতা, দ...
07/08/2025

প্রতিটি মোড়ে মোড়ে দেখা যায় বয়স্ক মানুষ অফিসে যাচ্ছেন ক্লান্ত মুখে, ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে। এই মানুষেরা রাষ্ট্রের করদাতা, দেশের অর্থনীতির চাকা ঘোরানো একেকটি শক্তি। অথচ তারা আজ অবহেলিত, নিঃস্ব, উপেক্ষিত।

বেতনহীন জীবনের ছয় মাস ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন মো. মকবুল হোসেন। বয়স ৬০ বছর পেরিয়েছে। তিন দশকের বে....

এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে।
07/08/2025

এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় নিশ্চিত হবে।

বাংলাদেশ ও তুরস্ক দুটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ....

সরকারি সূত্র জানিয়েছে যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী ১৮ আগস্ট থেকে ‘ফ্রিডম গার্ডিয়ান’ নামের এক বড় আকৃতির যৌথ ...
07/08/2025

সরকারি সূত্র জানিয়েছে যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী ১৮ আগস্ট থেকে ‘ফ্রিডম গার্ডিয়ান’ নামের এক বড় আকৃতির যৌথ সামরিক মহড়া শুরু করবে।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ১৮ আগস্ট থেকে বৃহৎ যৌথ সামরিক মহড়া চালাবে রয়টার্স, সরকারি সূত্র জানিয়েছে যে দক্...

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব, পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ, অব্যবস্থাপনা এবং দুর্নীতি দূর করা যাবে, ততক্ষণ পর্যন্ত শুধু মার্জা...
07/08/2025

ব্যাংক খাতে রাজনৈতিক প্রভাব, পরিবারভিত্তিক নিয়ন্ত্রণ, অব্যবস্থাপনা এবং দুর্নীতি দূর করা যাবে, ততক্ষণ পর্যন্ত শুধু মার্জার করে কোনো কাঙ্ক্ষিত ফল আশা করা যায় না। ব্যাংক পরিচালনায় প্রকৃত স্বচ্ছতা, দক্ষ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে না উঠলে, সমস্যাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে মাত্র।

ব্যাংক মার্জারের নীতি: সংকটের প্রাথমিক প্রতিক্রিয়া সম্প্রতি বাংলাদেশে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে দুর্বল ....

Thai and Cambodian forces continue to amass along their shared border, even as ceasefire negotiations convened in Kuala ...
07/08/2025

Thai and Cambodian forces continue to amass along their shared border, even as ceasefire negotiations convened in Kuala Lumpur wrapped up on August 7. A truce brokered on July 28 has held tenuously, with both sides accusing each other of violations, including artillery exchanges that killed at least 43 people and displaced over 260,000 civilians.

South Korea, US to conduct major joint military drills starting August 18 Reuters, South Korea and the United States will launch a large-scale joint military exercise commencing on August 18, officials announced on August 7. The drills, named Freedom Guardian, will include combined air, land, and na...

বর্তমান যুগে যেকোনো নেতার ভিডিও, বক্তব্য বা ছবি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একটি বিব্রতকর অঙ্গভঙ্গি, ভুল উচ্চার...
07/08/2025

বর্তমান যুগে যেকোনো নেতার ভিডিও, বক্তব্য বা ছবি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একটি বিব্রতকর অঙ্গভঙ্গি, ভুল উচ্চারণ বা কণ্ঠের কাঁপুনি ভাইরাল হয়ে নেতার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নেতৃত্ব কেবল সিদ্ধান্ত নয়, অভিব্যক্তিও গুরুত্বপূর্ণ নেতৃত্ব মানে কেবল দূরদর্শী সিদ্ধান্ত নেওয়া নয়; একজন নেতার উ....

যার ফলে তিনি আর কখনও আইনের ওপর আস্থা রাখতে পারেন না। নিজের ওপর থেকে বিশ্বাস চলে যায়। মানসিকভাবে একাকিত্ব, হতাশা, ক্ষোভ ও...
07/08/2025

যার ফলে তিনি আর কখনও আইনের ওপর আস্থা রাখতে পারেন না। নিজের ওপর থেকে বিশ্বাস চলে যায়। মানসিকভাবে একাকিত্ব, হতাশা, ক্ষোভ ও ক্রমাগত নিরাপত্তাহীনতা তাকে গ্রাস করে।

নিজের স্বপ্ন হারানোর বেদনা যখন একজন মানুষ নিজের পরিশ্রমে গড়া একটি প্রতিষ্ঠান, জমি বা ঘর হারান, সেটা কেবল একটি আর্থ...

ঋতুর সম্পর্ক ছিল। আশ্বিনের শেষে শীতের প্রাক্কালে বাজারে আসত সোয়া শাক এবং তা মিশিয়ে যে পোলাও বা সোয়া পোলাও, আদি নাম যার শ...
07/08/2025

ঋতুর সম্পর্ক ছিল। আশ্বিনের শেষে শীতের প্রাক্কালে বাজারে আসত সোয়া শাক এবং তা মিশিয়ে যে পোলাও বা সোয়া পোলাও, আদি নাম যার শাবাত পোলাও।

কোফতার টুকরো মিশিয়ে পোলাও রান্না হতো। এখানে কিছু নোনতা টকমিষ্টি উপাদানও থাকত। কোফতা নরম হতো। চাল আধা কাঁচা আধা স.....

Address

Banani
Banani

Alerts

Be the first to know and let us send you an email when Sarakhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarakhon:

Share