08/03/2025
🌙 রমজানে ভালো আচরণের গুরুত্ব
📖 রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
"রোজা ঢালস্বরূপ, অতএব তোমাদের কেউ যেন অশ্লীল কথা না বলে এবং মূর্খের মতো কাজ না করে। কেউ যদি তার সঙ্গে ঝগড়া করে বা গালি দেয়, সে যেন বলে – আমি রোজাদার।"
📚 (সহিহ বুখারি: ১৮৯৪)
✅ রোজার মাধ্যমে শুধু না খেয়ে থাকলেই হবে না, আমাদের আচরণও উন্নত করতে হবে।
✅ রাগ সংবরণ করি, ধৈর্য ধরার চেষ্টা করি, আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি।
🔄 শেয়ার করে অন্যদেরও এই হাদিসের শিক্ষা জানার সুযোগ করে দিন!