Islamic Reels BD

Islamic Reels BD রাসূল (সাঃ) বলেছেন আমার কথা (অন্যদের কাছে) পৌছিয়ে দাও, তা যদি একটি আয়াতও হয়। (সহীহ বুখারীঃ ৩২১৫)

12/09/2025

"সবর করো, যতক্ষণ না ফয়সালা করেন আল্লাহ্।
বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।"

[সূরা ইউনূসঃ ১০৯]

10/09/2025

“মজলুমের অভিশাপ থেকে বাঁচো, কারণ তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই।”— (বুখারি)

27/08/2025

“Hasbunallah wani’mal waqeel”

Allah is enough for me.
Follow:

14/08/2025

প্রিয় রাহবারকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ স্থানে
সম্মানিত করুন।

27/07/2025
ওরা প্রকৃত শহীদ...
22/07/2025

ওরা প্রকৃত শহীদ...

হে মানব কিসের এত অহংকার যেখানে ঘুম না ভাঙলেই জীবন শেষ🥲🥺Islamic Reels BD
15/07/2025

হে মানব কিসের এত অহংকার যেখানে ঘুম না ভাঙলেই জীবন শেষ🥲🥺
Islamic Reels BD

একটু মন খুলে ভাবুন, আর হৃদয়ে হাত রেখে পড়ুন...**অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন**:১. যে ছেলেটা নিজের পরিবার, বন্ধুবান্ধব, চেন...
13/07/2025

একটু মন খুলে ভাবুন, আর হৃদয়ে হাত রেখে পড়ুন...

**অবশ্যই শেষ পর্যন্ত পড়বেন**:

১. যে ছেলেটা নিজের পরিবার, বন্ধুবান্ধব, চেনা-জানা সব পেছনে ফেলে আপনাকে জীবনের সঙ্গী করেছে—সে কি আপনার চেয়ে কম ত্যাগ করেছে?
একদিন সে মা-বাবার ছেলের পরিচয় থেকে ‘কারো স্বামী’তে রূপান্তরিত হয়েছে—শুধু আপনাকে ভালোবেসে।

২. আপনার চোখের জল মুছাতে যে হাতটা আগে এগিয়ে আসে, সেটা কি কারো বাবার হাত? না, সেটা স্বামীর।
কারণ, সে জানে আপনার কান্নার মানে, বুঝে আপনার চুপ করে যাওয়া, অনুভব করে আপনার না বলা কথা।

৩. একটা মেয়ে যখন অসুস্থ হয়, সবাই পরামর্শ দেয়, কিন্তু স্বামীটা চুপচাপ পাশে বসে সারা রাত জেগে ভাবে—‘কি করলে আমার মানুষটা ঠিক হবে?’
এই চিন্তার গভীরতায় আপন ভাব না খুঁজে পাওয়া কি সম্ভব?

৪. অনেক সময় হয়তো কথা কম হয়, ভালোবাসা প্রকাশে কৃপণ, কিন্তু তবুও রাতের খাবার গরম করে রেখে দেওয়া, ভিজে কাপড় ছায়ায় শুকাতে দেওয়া—এসব ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে তার নিঃশব্দ ভালোবাসা।

৫. আপনার স্বামীই একমাত্র মানুষ, যে আপনাকে দেখে প্রতিদিন বদলাতে থাকে—আপনার অভ্যাসে নিজেকে মানিয়ে নেয়, আপনার ছায়া হয়ে ওঠে।
প্রেমের চাইতেও বড় এই “সহযোদ্ধা”র ভূমিকা।

৬. যখন সবাই ভুল বোঝে, ভুল ধরে, তখন হয়তো কড়া কথা বলেও সবার আড়ালে আপনাকে সবচেয়ে বেশি বুঝতে চেষ্টা করে—সে মানুষটিই আপনার স্বামী।

৭. এই সমাজে অনেক সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস হারিয়ে যায়, তবু যদি একজন স্বামী তার স্ত্রীর পাশে থেকে যায়—তবে তার চেয়ে বড় আপন কেউ নয়।

ভালোবাসা মানে শুধুই গোলাপ আর মোমবাতি নয়, ভালোবাসা মানে—কেউ একজন আড়ালে আপনার জন্য সব হারিয়ে দাঁড়িয়ে আছে।
আর সেই মানুষটার নাম—স্বামী।
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।

**সংগৃহীত**

, , , , , , .

হ'স্ত'মৈ'থু'নে'র শেষ পরিণতিএকটি গ্রামের যুবক ছিল, নাম তার কাসিম। দেখতেসুদর্শন, মায়ের আদরের একমাত্র ছেলে। পাঁচ ওয়াক্তনা...
07/07/2025

হ'স্ত'মৈ'থু'নে'র শেষ পরিণতি

একটি গ্রামের যুবক ছিল, নাম তার কাসিম। দেখতে
সুদর্শন, মায়ের আদরের একমাত্র ছেলে। পাঁচ ওয়াক্ত
নামাজ পড়ত না, তবে মাঝে মাঝে জুমার দিনে
মসজিদে যেত। বন্ধুদের সাথে আড্ডা, হাসি-ঠাট্টা আর
মোবাইল-ইন্টারনেটে অ'শ্লী'ল ভিডিও দেখা ছিলো তার
নে'শা।

শয়'তান আস্তে আস্তে তার মনকে দুর্বল করে দেয়।
হস্ত'মৈ'থু'নে'র আসক্তি এমনভাবে গ্রাস করে নেয় যে, দিনে ২-৩ বারও করতে ছাড়ত না।

নিজের জানের ক্ষ'তি করছে... এটা বুঝত, কিন্তু নফসের দাসত্ব আর শ'য়'তা'নে'র ধোঁকায় আটকে গিয়েছিল।

এক রাতে, যখন সবার ঘুম, কাসিম নিজের ঘরে দরজা বন্ধ করে মোবাইলে অ'শ্লী'ল ছবি দেখে নিজের নাপাক কাজ করছিল।

হঠাৎ সে বুকে ব্যথা অনুভব করে। দম বন্ধ হয়ে
আসে। তখন সে হাত মুখ ধুয়ে নামাজের নিয়ত করে, কিন্তু ততক্ষণে মৃত্যু তার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে।

কেউ জানলো না, সে রাতে তার জান কবজ হয়ে গেছে। সকালে তার লা'শ পাওয়া গেলো বিছানার উপর, মুখ বিকৃত হয়ে গেছে, চোখ উপরের দিকে উঠে আছে, আর তার ডান হাতটি নিজের শরীরে এমনভাবে পড়েছিল যা দেখে সবাই আঁ'ত'কে উঠে।
.. হুজুর ডেকে এনে গোসল করানোর সময় দেখা গেল তার শরীর থেকে অদ্ভুত গন্ধ বের হচ্ছে। কাফন পরানোর সময় তার মুখ শক্ত করে আটকে ছিল, চোখ বন্ধ করা যাচ্ছিল না।

হুজুর বললেন, "যে ব্যক্তি দিনের পর দিন হা'রা'ম কাজে লিপ্ত হয়, আল্লাহ তায়ালা তার মৃত্যুকে অপমানজনক করেন। তার কবরে এমন ভ'য়া'ব'হ আযাব হবে, যা চোখে দেখা সম্ভব নয়।"

কবরে নামানোর পর দেখা গেল মাটি এমনভাবে ডেবে
গেল, যেন সে ভিতর থেকে নিচের দিকে টেনে নিচ্ছে।
অনেকেই বুঝে গেল – সে আল্লাহর গ'জ'বে'র শিকার
হয়েছে।

রাসূল বলেছেন: "যে ব্যক্তি নিজের হ'স্ত'মৈ'থু'ন করে, কি'য়া'ম'তে'র দিন তার হাত গর্হিত অবস্থায় সাক্ষী দেবে এবং সেই হাতকে আ'গু'নে'র শা'স্তি দে'য়া হবে।

শিক্ষা:
এই দুনিয়া ক্ষ'ণ'স্থা'য়ী। নফসের খেয়াল ও শ'য়'তা'নে'র ধোঁকায় পড়ে এমন হা'রা'ম কাজ করলে মৃ'ত্যু'র পর ভ'য়া'ন'ক আ'যা'ব অপেক্ষা করছে। এখনই তওবা করে, পাঁচ ওয়াক্ত নামাজ শুরু করো। হা'রা'ম কাজ থেকে ফিরে আসো। কবরের ভেতর হাত-পা বাঁ'ধা অবস্থায় আ'গু'নে'র খাঁচায় পুড়'তে হবে না, যদি এখনই আল্লাহর দিকে ফিরে আসো।

(সচেতনতার জন্য শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে)

Address

Banaripara
01734630300

Telephone

+8801734630300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Reels BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category