
22/07/2025
পাহাড়ের নরম ভোরে আর উঠবে না উক্যচিং মারমা।
স্কুল মাঠ, পাথরের পথ, বুনো ফুল—সব আজ স্তব্ধ।
শুধু বাতাসে ভেসে বেড়ায় তার নাম, আর পাহাড়জুড়ে নীরব কান্না। শিক্ষক-বন্ধু-পরিবার—সবাই বাকরুদ্ধ, বিশ্বাস করতে পারছে না এত অল্প বয়সে, এভাবে, এত দ্রুত কাউকে হারাতে হবে।
উক্যচিংয়ের অসমাপ্ত খাতা, অসমাপ্ত স্বপ্ন, আর একটা শিশুমনের হাসি পাহাড়ের বুক জুড়ে রেখে গেল চিরকালের জন্য।
"সকল নিরীহ আত্মার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি"
#মাইলস্টোন_ট্রাজেডি