19/08/2025
সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২৫ (সদর) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লে.কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা এর সাব জোন কমান্ডার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মেজর এম.এম.ইয়াসিন আজিজ।খেলায় সাঙ্গু বয়েজ একাদশ কে ১-০ গোলে পরাজিত করে কুহালং ৪নং ওয়ার্ড একাদশ| www.chttimes.com